খুলনাঞ্চল রিপোর্ট।।
রংপুরে বালুবাহী ট্রাক মোজাহার এন্টার প্রাইজের চাপায় অটোরিক্সার চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অটোচালক রাজা মিয়া (৪৫), গীতা রানী (৬০), শাহাজাহান মিয়া (৫৫) ও জান্নাত মাওয়া (৪) ও একলাছ মিয়া (১৮)। নিহতদের বাড়ি পীরগাছা উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এ ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর একটায় নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায়। চিকিৎসকের বরাত দিয়ে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপরদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। তারা সরেয়ারতল এলাকায় আসলে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুইজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন আছেন। ঘাতক ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।