রওশনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদিশা যা বললেন

3
Spread the love

ঢাকা অফিস।।

জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ‘দলে এখন অনেকটাই এলোমেলো অবস্থা; তাই যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে, সবাইকে নিয়েই পার্টি শক্তিশালী করতে হবে’— এমন বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান বিদিশা।

শনিবার (২ জুলাই) রাতে রওশন এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা বলেন, ‘ম্যাডাম রওশন এরশাদ যা বলেছেন, আমি তার সঙ্গে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। সবাইকে নিয়ে দল করতে হবে। এক্ষেত্রে সিনিয়রদের আরও আন্তরিক হতে হবে।’

একই দিন দুপুরে গুলশানের একটি হোটেলে মতবিনিময় সভা করেন রওশন এরশাদ। সেখানে তিনি বলেন, ‘আমরা কি বিএনপির সমকক্ষ হতে পেরেছি, নিশ্চয় না। বিএনপি আছে, জামায়াত আছে, এটা মনে রাখতে হবে। দলকে আওয়ামী লীগ-বিএনপির সমকক্ষ করতে না পারলে রাজনীতিতে টিকে থাকা যাবে না।’ তার এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা কোনও মন্তব্য করতে রাজি হননি।