আর্থ-সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: সিটি মেয়র

4
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীরা ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরী করছেন এবং মেলা আয়োজনের মাধ্যমে সেই সকল পণ্য বাজারজাত করছেন। এতে তাদের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতির পথ আরো সুগম হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনার দুয়ার খুলে গেছে। উদ্যোক্তরা এখন সহজে সারাদেশে পণ্য বাজারজাত করার সুযোগ পাবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সোনাডাঙ্গাস্থ বিজয়গাথা কমিউনিটি সেন্টারে ঈদ ফিয়েস্টা-২০২২ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নারী উদ্যোক্তা সংস্থা ‘বঙ্গ অঙ্গনা’ ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে। সিটি মেয়র ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সিটি মেয়র মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ সভাপতি শরীফ আতিয়ার রহমান, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু ও নারী উদ্যোক্তা কানিজ সুলতানা। মেলার আয়োজক সোহেল, দিনা, সানজিদা ইসলাম তন্দ্রা, সাবরিনা ইসলাম লুবনা, সানজিদা কুমকুম, সাবেরা মারজানা, কিরণ খান, মালিহা মান্নানসহ নগরীর নারী উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।