খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার।।
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিজ নাগের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হোটেল সিটি ইনের পিছনের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জোতিন্ময় নাগের ছেলে।
পুলিশ সূত্র জানায়, প্রমিজ নাগ নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র ছিলেন। তিনি হোটেল সিটি ইনের পিছনে সালাম হাওলাদারের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাশের ফ্লাটে অবস্থানরত সহপাঠিরা ফ্যানের হুকের সাথে ঝুলে থাকতে দেখেন। এ অবস্থা দেখে তারা প্রমিজ নাগের ঘরের দরজা ভেঙ্গে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে লাশের সুরাতহাল রির্পোট করে মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা বলেন, একজন ছাত্রের আত্মহত্যার ঘটনা শুনেছেন তিনি। কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা তিনি বলতে পারেননি। তবে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
বিপিএমপিএ, খুলনা জেলা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
২২শে জুন-২০২২ইং, বুধবার, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল “উরধনবঃবং গবষষরঃঁং-চৎড়নষবস ভড়ৎ ঊাবৎুনড়ফু” এ পেপারটি উপস্থাপন করেন ডা. দেবাশীষ কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এ্যান্ড্রোক্রাইনোলজী বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা। সেমিনারের চেয়ারপারসন ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ রেজাউল করিম, অধ্যাপক মেডিসিন খুলনা এবং অধ্যাপক ডা. মনোজ কুমার বোস অধ্যাপক ও বিভাগীয় প্রধান, খুলনা মেডিকেল কলেজ ও গাজী মেডিকেল কলেজ, খুলনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. মো: মাহমুদ হাসান লেনিন, কনসালটেন্ট চক্ষু ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বিপিএমপিএ, খুলনা জেলা শাখা।
উক্ত সেমিনারের আলোচনা ও শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান এবং বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সাধারণ-সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. আবু মো: মঈনউদ্দিন-আল-আমিন, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. অনুপ কুমার দে, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা রহমান, ডা. নাজদান লস্কর ও ডা. মো: রকিবুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।
খুলনা জেলার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ
তথ্য বিবরণী
খুলনা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ বুধবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে অনুষ্ঠিত হয়।
শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন। খুলনা জেলার ১৭ জনের মাঝে সাত লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
ব্লু স্কাই মার্কেটের মাধ্যমে বনজীবী পণ্য প্রদর্শনী
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত, যা প্রায় ৩৫ লক্ষ মানুষের জীবন- জীবীকার উৎস। এই অঞ্চলের বেশির ভাগ মানুষ সুন্দরবনের সম্পদ যেমন ঃ মধু, মাছ, কাঁকড়া, গোলপাতাসহ জোংড়া, মেলে ইত্যাদি সংগ্রহ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দ্রব্যমূল্যের ক্রম ঊর্দ্ধগতি, অধিক জনসংখ্যা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম থাকায় দিন দিন সুন্দরবনের সম্পদের উপর চাপ বেড়েই চলেছে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত, মোড়কজাত ও বাজারজাতকরণের সুযোগ ও দক্ষতার অভাবে স্থানীয় জনগোষ্ঠী তাদের কাঙ্খিত মুনাফা অর্জনেও ব্যর্থ হচ্ছে।
মূলতঃ এই বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) যৌথ উদ্যোগে জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক এশটি প্রকল্প বাস্তবায়ন করছে। সুন্দরবনের সম্পদ আহরণকারী ও উৎপাদনকারী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে তাদের উৎপাদিত ও আহরিত মাৎস্যজাত, কৃষিজাত ও হস্তশিল্প পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।
এই প্রকল্পের কার্যক্রম হিসাবে সাস্থবিধি মেনে ১৮ জুন থেকে ২১ জুন, ২০২২ তারিখে খুলনা বিভাগের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে অবস্থিত জয়মনি মাধ্যমিক বিদ্যালয় যা জয়মনি বাজারের পাশে অবস্থিত সেখানে বনজীবী পণ্যের প্রদর্শনী এবং বনজীবী পণ্যের প্রসারের জন্য ব্লুুু স্কাই মার্কেটের আয়োজন করা হয়। এখানে মাৎস্যজাত, কৃষিজাত ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুমড়ার বড়ি, ঢেকিছাটা চাউল, ঢেকিছাটা চিড়া, ঢেকিছাটা চাউলের গুড়া, কেওড়ার আচার, আমের আচার, গোলপাতার গুড়, মৈায়াল মধু ,নকশী কাথা ও বিভিন্ন প্রকার হস্তশিল্পের প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ বনজীবী পণ্য সম্পর্কে জানা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বনজীবী পণ্যের গুণগত মান উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। এই ব্লু স্কাই মার্কেট বনজীবী সদস্য এবং জনগনের মধ্যে মেলবন্ধন তৈরির পাশাপাশি বনজীবী পণ্যের প্রসার এবং বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বনজীবী পরিবারের সদস্যবৃন্দ, সাধারণ জনগণ এবং বেডস এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ড যুবলীগের আবেদন পত্র গ্রহন ও বিতরণ এর সময়সীমা বৃদ্ধি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সাংগঠনিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বুধবার নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর নির্দেশনায় সাংগঠনিক কমিটির পক্ষথেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন ’২২ ইং তারিখ হতে ৩০ জুন ’২২ ইং তারিখ পর্যন্ত যথারীতি দলীয় কার্যালয়ে সন্ধ্যা ০৭টা থেকে রাত ০৯টা পর্যন্ত আবেদন পত্র গ্রহন ও বিতরণ করা হবে। এই সময়সীমার মধ্যে সদর থানা, সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানার অন্তর্গত ২১ টি ওয়ার্ড (সদর থানার ২২, ২৩, ২৪, ৩০, ৩১ সোনাডাঙ্গা থানার ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) এর প্রার্থীরা আবেদন পত্র গ্রহণ ও জমা দিতে পারবেন। উল্লেখ্য, ৩০ জুন ’২২ রাত ০৯টার পর আর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা মিনা মুরাদের বড় ভাইয়ের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন এর বড় ভাই মিনা হুমায়ুন কবির (৬৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহাখালি ক্যান্সার গবেষনা ইনষ্টিটিউটে বুধবার বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর গিলাতলা মিনাপাড়া ঈদগাহে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । এদিকে বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন এর বড় ভাই এর মৃত্যুর খবর শোনে বুধবার সন্ধায় তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন , খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন ,সেচ্ছাসেবক দল নেতা মোঃ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা সংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভারত সীমান্ত বর্তী দোয়ার মাঠে গরুর জন্য ঘাষ কাটার সময় বজ্রপাতে আব্দুল্লা মিয়া (৫০) নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লা মিয়া মহেশপুরের জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। এঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদের মহেশপুর উপজেলার ভারত সীমান্ত বর্তী দোয়ার মাঠে।
প্রতিবেশীরা জানান, আব্দুল্লা মিয়া সকালে গরুর জন্য ঘাষ কাটতে যায় দোয়ার মাঠে। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি আর তার সাথেই বজ্রপাত শুরু হয়। মাঠের মধ্যেই ঘাষ কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল্লা মিয়ায় করুন মৃত্যু হয়।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ বজ্রপাতে আব্দুল্লা মিয়া মৃত্যুর কথা স্বীকার করে জানান, বিকালে যানাজা শেষে তাকে পারিবাড়ীক কবর স্থানে দাফন করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চার (ওসি) সেলিম মিয়া জানান, বজ্রপাতে মৃত্যু ঘটনা আমার জানানেই।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর সাংষ্কৃতিক অনুষ্ঠান আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার দু’কোটি মানুষের প্রাণের দাবি স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন উদ্বোধন করবেন। এ উপলক্ষে দিনটি স্বরণীয় করে রাখতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ।
আজ ২৩ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নগরীর রয়েল চত্ত্বরে অনুষ্ঠিত বৃহত্তর আমরা খুলনাবাসীর সাংষ্কৃতিক অনুষ্ঠানে নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন। সাংষ্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
ডুমুরিয়ায় আওয়ামীলীগের বহিস্কৃত নেতাকর্মীদের আয়োজনে আনন্দ মিছিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আমরা মুজিব সৈনিক’র ব্যানারে আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বহিস্কৃত নেতাকর্মীদের আহ্বানে গতকাল বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নির্বাচিত ৫ চেয়ারম্যান’র নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। শোভাযাত্রাটি খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এর আগে বহিস্কৃত সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম’র সভাপতিত্বে স্বাধীনতা স্মৃতি সৌধে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সুরঞ্জিত কুমার বৈদ্য, গাজী তৌহিদুজ্জামান, শেখ তুহিনুল ইসলাম তুহিন, অধ্যক্ষ সমরেশ মন্ডল, বিদ্রোহী প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম, শেখ হেফজুর রহমান, সৌমিত্র বিশ্বাস, মেহেদী হাসান বিপ্লব, গাজী আব্দুল হক, সরদার বাবর আলী,শেখ আসাদুজ্জামান আসাদ, গৌরপদ ঢালী প্রমূখ।
ডুমুরিয়ায় তক্ষক সহ দু’পাচারকারী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তক্ষক সহ ২ পাচারকারীকে আটক করেছে । গত মঙ্গলবার রাতে উপজেলার সাজিয়াড়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। থানা পুলিশের এসআই হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে সদর ইউনিয়নের সাজিয়াড়া পূর্ব পাড়া জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে গজেন্দ্রপুর এলাকার ইব্রাহিম খানের ছেলে হাবিবুর রহমান খান (২১) ও কয়রা উপজেলার হড্ডা গ্রামের গোপাল সরদারের ছেলে তূর্জয় সরদার (১৯) কে আটক করা হয়। এ তাদের কাছে থাকা একটি তক্ষক সাপ উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে এবং আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পাট পরিদর্শক মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক। প্রশিক্ষণে বিভিন্ন এলাকা থেকে ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
গোলাপনগরে কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগরে উদ্দীপন গোলাপ নগর শাখার আয়োজনে এইচএসসি ২০২২ এ জিপিএ ৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এবছর গোলাপ নগর গ্রামের ৩ জন মেধাবী ছাত্রী কে তার শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন। মেধাবী শিক্ষার্থীরা হলেন মরিয়ম খাতুন, মোছাঃ রুবাইয়া শারমিন ও জান্নাতুল ফেরদৌস। উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আমজাদ হোসেন। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক ,ভেড়ামারা আঞ্চল। জনাব মোঃ ওহিদুল ইসলাম, ইউপি সদস্য মোকারিমপুর ইউনিয়ন পরিষদ ,জনাব মোঃ আকতার জামিল ক্যাশিয়ার উদ্দীপন গোলাপ নগর শাখা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোর কুমার মজুমদার ব্যবস্থাপক উদ্দীপন গোলাপনগর শাখা।
অভয়নগরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে নিহত এক
স্টাফ রিপোর্টার-
অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম জুলফিকার আলী ভূট্রো (৪০)। নিহত জুলফিকার আলী ভূট্রো যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়েন্তা গ্রামের মৃত্য বারিক সরদারের ছেলে।
বুধবার (২২জুন) দুপুর ৩.৪০ মিনিটে মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন কাউন্সিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহাত হলে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা:সোহানা আজমিন উর্মি তাকে মৃত্য ঘোষনা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, আজ দুপুর ৩.৪০ মিনিটে কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং দুর্ঘটনাকবলিত সেই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিরে উপস্থিতিতে আইনিপক্রিয়া শেষে মৃত্য দেহটি তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পাটকেলঘাটায় ১৬ পিছ ইয়াবা সহ ১ মহিলা আটক
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১৬ পিছ ইয়াবা সহ ডলি (৩৫) নামের এক মহিলাকে আটক করে পুলিশ। আটককৃত ডলি সাবেক ইউপি সদস্য সামছুর ড্রাইভারের মেয়ে।
পুলিশ সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা আবাসিক এলাকায় ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় দাড়িয়ে ছিল ডলি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডলিকে ইয়াবা সহ হাতে নাতে আটক করে। সে পাটকেলঘাটার সুপরিচিত খলিষখালীর সাবেক ইউপি সদস্য মোঃ সামছুর রহমানের ছোট মেয়ে ও বর্তমানে পাটকেলঘাটা এলাকার বাসীন্দা। দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা করে আসেছিল ডলি। এর আগেও কয়েকবার ডলি পুলিশের হাতে আটক হয়। সেসব মামলা কোর্টে শেষ হতে না হতে আবারও গতকাল ইয়াবাসহ পাটকেলঘাটা থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রামপালে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযাগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল উপজলার একটি এলাকায় সরকারি রেকর্ডিয় খালে বাঁধ দিয়ে এক শ্রেনীর লোক মাছ চাষ করে আসছেন। খালে বাঁধ থাকায় চলতি বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সষ্টি হচ্ছে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা দেয়ালডাঙ্গা এলাকার কয়েক ব্যাক্তি গিলাতলা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্যাদলার খালে সেতুর কাছে বাঁধ দিয়ে রাখা হয়েছে। স্থানীয় লোকজন বলেছে খালে বাঁধ থাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। বর্ষা হলে পানিতে এলাকার বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। সাধারন মানুষের চলাচল ব্যহত হচ্ছে। এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন দেয়ালডাঙ্গা এলাকার আবু বকর তরফদার গত ২/৩ বছর খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। আবু বকরের বাঁধের দক্ষিন পাশে ওই খালে রয়েছে মিজান মল্লিকের বাঁধ। তিনিও অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। মিজান মল্লিকের পাশাপাশি রয়েছে তায়েব আলী, বুলু মেম্বার , জাকার শেখ ও ইসরাফিল শেখ এর বাঁধ।
স্থানীয় লোকজন বলেন এরা দীর্ঘদিন ধরে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন।পানি সরবরাহ ঠিক মতো না করায় বর্ষাকালে পানিতে এলাকা তলিয়ে যায়। পানি সরবরাহ ঠিক মতো না করায় রাস্তা-ঘাট পানিতে তলানো থাকে। লোকজন এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারেন না। এদিকে গিলাতলা- রামপাল সড়কের চন্ডিতলা নামক স্থানে বাবুল কাজি নামের আরো এক ব্যাক্তি ঘাটের খাল নামক একটি খালে বাঁধ দিয়ে রেখেছেন। এর ফলে এই এলাকায় পানি সরবরাহ ঠিক মতো হচ্ছে না। বর্ষা কালে এলাকায় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বলেন এ খালে বাঁধ থাকায় আমাদের বিশেষ করে বর্ষা কালে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রাস্তা-ঘাট বাড়ি ঘরের চারপাশ পানিতে তলানো থাকে। সরোজমিন ওই বাঁধের কাছে গিয়ে দেখা গেছে পানি সরবরাহ করার জন্য ছোট একটি পাইপ বসানো হয়েছে। ওই পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে তা এলাকাবাসির তেমন কাজ আসছে না। এলাকাবাসি বলেছে এবার বর্ষা মৌসুমের শুরুতে ওই খালের বাঁধ কেটে না দিলে তাদের পরিণতি ভয়াবহ হবে। এ ছাড়াও হুড়কা, পেড়িখালীর সাতপুকুরিয়া, ঝনঝনিয়ায় শাহীন, হাফিজুর রহমান ও সালাম মেম্বার বেশ কিছু খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন এক শ্রেনীর লোক দীঘদিন ধরে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারনে সাধারন মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা নেতা এম, এ সবুর রানা বলেন, বাগেরহাটে নদী খাল দখলের মহোৎসব চলছে। প্রশাসন নির্বিকার। এক দিকে সরকার নদী খাল সচলের জন্য কোটি কোটি টাকা ব্যয় বরাদ্দ দিয়েছেন। অন্য দিকে সরকারি সংস্থাসহ নদী খাল খেকোরা বাঁধ দিয়ে ও স্থাপনা নির্মাণ করে নদী রক্ষা আইন অমান্য করছেন। তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। প্রশাসনিক ভাবে এসব অবৈধ খাল দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্ভোগের খেসারত দিতে হয় সাধারন মানুষকে। উপজেলা প্রশাসন বলছেন যেসব সরকারি খালে অবৈধ বাঁধ আছে তা চিহ্নিত করে বাঁধ কাটার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি সরকারি খালে থাকা অবৈধ বাঁধ কেট দেয়া হয়েছে। যে সব খালে এখনও বাঁধ আছে তা সহসা কেটে দেয়া হবে।
কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে ও দরিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) ২ পর্যায় প্রকল্পের সহযোগিতায় কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষন গতকাল ২২ জুন সকাল ১০ টায় কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ আর নয় সরকারের সঞ্চয় প্রনদনায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই প্রশিক্ষনে এর উপর আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন রায়, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার মোঃ সোহেল ইকবাল, সহকারি প্রধান শিক্ষক ভৈরব মন্ডল, শিক্ষক শ্যামল মন্ডল, বিআরডিবির প্রীতিশ সরদার, শতাব্দী রায়, ছাত্রী আয়েশা আক্তার, লিমা মন্ডল প্রমুখ। প্রশিক্ষন শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।
কয়রায় নারী নির্যাতন প্রতিরোধে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত সোমবার শ্রীফলতলায় ও মঙ্গলবার খিরোলে বিকাল ৩ টায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উঠার বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ ও বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার পাড়। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে সামজ উন্নয়নে কাজ করতে হবে। বাল্য বিবাহ,নারী নির্যাতন,নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীল করতে পরিবার থেকে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে এলাকার ৫০ জন করে নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির শোভাযাত্রাকে স্বাগত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিঞ্চলের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন। তাই এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে নগরীতে মোটর শোভাযাত্রা বের হয়। এর আগে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক শ্বেত পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন । শোভাযাত্রাটি বাদামতলা হয়ে মিরেরডাঙ্গা শিল্প এলাকা ঘুরে ফুলবাড়িগেট এসে পৌছালে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির পক্ষ মহাসড়কের দু পাশে রং বেরঙয়ের বিভিন্ন প্লাকড নিয়ে দাড়িয়ে বাদ্যযন্ত্র তালে তালে শোভাযাত্রাটি কে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোল্লা মজিবুর রহমান , বিদ্যালয়ের শিক্ষক চৈতন্য কুমার কুন্ডু, সহকারী শিক্ষক মোঃ আরাফাত সিদ্দিকী, সিনিয়র শিক্ষক তন্ময় মৃধা প্রমুখ।
এক দশক পূর্তিতে খুলনাবাসীর জন্য বিক্রয় ডট কমের বিশেষ আয়োজন
খবর বিজ্ঞপ্তি
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, সম্প্রতি প্রতিষ্ঠার এক দশক উদযাপন করেছে। সে উপলক্ষে প্রতিষ্ঠানটি খুলনার গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। বিক্রয় ডট কমে সকল পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দেয়া গেলেও কিছু ক্যাটাগরি যেমন গাড়ির বিজ্ঞাপনের জন্য লিস্টিং ফি প্রযোজ্য ছিল, জুন মাস থেকে যা খুলনার গ্রাহকদের জন্য এখন ফ্রি।
প্রতিমাসে গ্রাহকগণ আড়াই লাখেরও বেশি বিজ্ঞাপন পোস্ট করে থাকেন, যার মধ্যে খুলনা থেকেই পোস্ট করা হয় প্রায় ১৯ হাজার বিজ্ঞাপন। এছাড়াও, খুলনার প্রায় ৫০টি ছোট এবং মাঝারি উদ্যোক্তা অনলাইন শপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। এক দশক পূর্তি উপলক্ষ্যে বিক্রয় ডট কম খুলনায় ব্যবসার পরিধি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে আরও বেশ কিছু উদ্যোগ, যেমন; ব্যবসায়ীদের জন্য স্বল্প খরচে অনলাইন শপ খোলার সুবিধা দিচ্ছে বিক্রয় ডট কম।
২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতি মাসে ত্রিশ লাখেরও বেশি মানুষ বিক্রয় ডট কম ভিজিট করে থাকেন। রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো স্থানে প্রয়োজনীয় পণ্য বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় বিক্রয় ডট কম-এ সবকিছুই বেচাকেনা করা যায়।
বিক্রয় সম্পর্কে- বিক্রয় ডট কম এখন দেশের অন্যতম চতুর্থ সেরা ব্র্যান্ড যার মাসিক ভিজিটর ৩.৫ মিলিয়নেরও বেশি। বিক্রয় ডট কম-এ রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো জায়গায় আপনার প্রয়োজনীয় বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় বিক্রয় ডট কম-এ আপনি সবকিছুই বেচাকেনা করতে পারেন। যানবাহন, প্রপার্টি, চাকরি এবং ইলেক্ট্রনিক্স-এর বিশেষ সমাহার ছাড়াও বিক্রয় ডট কম-এ আছে আরও ৫০টি ভিন্ন ক্যাটাগরি। বিক্রয়-এর আরেকটি সংযোজন হচ্ছে ‘ডোরস্টেপ ডেলিভারি’। এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়ার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মূল্যবান সময় বাঁচায়। দেশজুড়ে লাখো ক্রেতা-বিক্রেতা আর হাজারো ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে যুক্ত হয়ে বিক্রয় ডট কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে।
দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ১ ও ওয়ারেন্ট আসামী ২জন আটক
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩৫(পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যাবসায়ী এবং সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ মোট ৩ জন আসামী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২১/০৬/২০২২ তারিখ, এএসআই(নিঃ) শামীম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার ০৪ নং নওয়াপাড়া ইউপিস্থ দক্ষিন নাংলা সাকিনের জনৈক রেজাউল সরদার (৪৫), পিতা- মৃত ইনতাজ সরদার এর মুদি দোকানের দক্ষিন পাশে থেকে ৩৫ (পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোখলেছুর রহমান @ সোহাগ(২৩), পিতা-আব্দুল গনি গাজী ,স্থায়ী: গ্রাম- নওয়াপাড়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখে পৃথক অভিযানে এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই(নিঃ) আশরাফুল ইসলাম সিআর (সাজাপ্রাপ্ত) ৭১/২০ এর আসামী ২। মুনছুর আলী, পিতা- আলহাজ্ব আবুল কাশেম, সাং- খেজুরবাড়ীয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর (সাজাপ্রাপ্ত) ২১/১৭ (দেবঃ) এর আসামী ৩। সেলিম উল্লাহ, পিতা- রজব আলী, সাং- পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে আসামীদেরকে ইং- ২২/০৬/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ফকিরহাটে আধাকেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আধা কেজি গাজাসহ কুক্ষাত মাদক ব্যবসায়ী পায়েরুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতা-নাতে আটক করেছেন। বুধবার দুপুরে শুভদিয়া ইউনিয়নের কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত পায়েরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মোঃ বারিক মোল্লার পুত্র। পুলিশ জানায়, উক্তদিন দুপুরে গোপন সংবাদের উপর ভিত্তি করে পুলিশ জানতে পারেন মাদকদ্রব্য বিকিকিনি হচ্ছে। এমন সংবাদের উপর ভিত্তি করে শুভদিয়া ফাঁড়ির পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ও ইনর্চাজ (এসআই) সঞ্জিত কুমার পাল এর নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোর্কারম সহ সঙ্গিয় ফোস নিয়ে তার দেহ তাল্লাশি করে উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধার করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ফকিরহাটে সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারন সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪০তম বার্ষিক সাধারন সভা বুধবার দুপুর ১২টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট ইউসিসিএ লিমিটেডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা অঞ্চলের পরিচালক শেখ কামরুজ্জামান কামরুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, উপজেলা পল্লী ইন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, এআরডিও একে মাহমুদ। সমবায়ী মোড়ল আতিয়ার রহমানের সঞ্চালনায় এসময় ইউসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান জালাল আহম্মেদ সহ বিভিন্ন সমবায়ী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌর মেয়র চিশতির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং শুনানীতে সহায়তা করেন এড. আব্দুল্লাহ আবু সাঈদ ও মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
গত ১৫ জুন তাজকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের মেয়রের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৪টি কারণ উল্লেখ করা হয়। ঐ বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। রীটে স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। বুধবার (২২ জুন ২০২২) রীটের প্রাথমিক শুনানী অন্তে আদালত সাতক্ষীরার মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না এবং সাথে সাথে তার বিরুদ্ধে করা তদন্ত রিপোর্ট কেন অবৈধ হবে না, সে মর্মে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানো পূর্বক বিবাদীদের প্রতি রুল নিশি জারি করেন এবং পাশাপাশি বিগত ১৫ জুন ২০২২ তারিখের সাময়িক বরখাস্ত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন।
রূপসায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা দের মতবিনিময়
রূপসা প্রতিনিধি
রূপসায় রূপান্তর আয়োজিত অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা আজ ২২ জুন সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ মিত্র, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ ওয়াদুদ মোড়ল,কমিনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হালিম,প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা,প্রকল্প পরিচালক সুবোল ঘোষ টুটুল। সভায় স্বাগত বক্তৃতা করেন অপরাজিতা প্রকল্পের জেন্ডার এবং ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন তুলির পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার,প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম সরদার,রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান,কাজদিয়া বাজার বনিক সমিতির সভাপতি জুলফিকার আলী, নারী নেত্রী রিনা পারভিন,রাবেয়া সুলতানা,মমতা হেনা জোসনা, রূমানা আক্তার,ফাতেমা ইয়াসমিন বুলু, শিরিনা আক্তার,সাবিনা বেগম,আজিজা সুলতানা, মাধূরী সরকার,স্বপ্না রানী পাল,নাসিমা খাতুন,রেশমা বেগম,হোসনেয়ারা পারভিন হেনা,শাহানাজ সুলতানা, নাছিমা খাতুন,হীরা বেগম,ফরিদা ইয়াসমিন পপি, আসমানি বেগম,রূপান্তের গোলাম মোস্তফা,আজিজুল ইসলাম,দীপ্তি রায় প্রমূখ।
খুবির কিউএসির সভায় বিভিন্ন স্তরে ‘সফট স্কিল’ বৃদ্ধির ওপর উপাচার্যের গুরুত্বারোপ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি) এর ১০ম সভা ২২ জুন (বুধবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি কিউএসি কমিটির বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং বেশ কিছু দিকনির্দেশনা দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে সফট স্কিল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি চলতি অর্থবছর আইকিউএসি আয়োজিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সকলকে ধন্যবাদ জানান।
সভায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আগামী ২০২২-২৩ অর্থবছরের গৃহীত প্রশিক্ষণ কর্মসূচি এবং বাজেটসহ অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার জানান, চলতি অর্থবছরে আইকিউএসি ২৫টি প্রশিক্ষণ আয়োজন করে, যা ৩২ কর্মদিবসে সম্পন্ন হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে গুণগত মান অর্জনে কিছু পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।
সভায় কমিটির সদস্য ডিনবৃন্দ এবং অন্যান্য ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কিউএসির সদস্য-সচিব সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে মাস্টার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্মের ফাইনাল ডিসপ্লে শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের মাস্টার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্মের চিত্রকলা প্রদর্শনী (ফাইনাল ডিসপ্লে) শুরু হয়েছে। ২২ জুন (বুধবার) সকাল ১০টায় চারুকলা প্রাঙ্গণে এ চিত্রকলা প্রদর্শনী শুরু হয়। যা চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত। এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে এক্সপারিমেন্টাল ফিগার পেইন্টিং, নন-অবজেকটিভ কম্পোজিশন ও ফাউন্ড অবজেকটিভ টাইপের চিত্রকলা প্রদর্শিত হয়। প্রদর্শনীতে মাস্টার্স ২য় বর্ষের ১৪ জন শিক্ষার্থীর চিত্রকলা প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী চলাকালে ডিসিপ্লিন প্রধান মো. নজরুল ইসলাম, কোর্স টিচার সহকারী অধ্যাপক রাকিব হাসান, অনির্বাণ মল্লিক, শাপলা সিংহ ও খায়রুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ দর্শনার্থীরা প্রদর্শনী স্থল পরিদর্শন করেন। এসময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের চিত্রকলা দেখে তাদের কোর্স মার্কিং করেন।
ডিসিপ্লিনের শিক্ষকরা জানান, করোনা মহামারির পর চারুকলার প্রথম এবং মাস্টার্সের শিক্ষার্থীদের প্রথম টার্মের শেষ প্রদর্শনী এটি। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রফেশনাল জীবনে প্রবেশ করবে। এই চিত্রকলার মাধ্যমে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা আরও জানান, উন্মুক্ত স্থানে এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মিক প্রশান্তি মেলে। যারা পরিদর্শনে আসেন, তাদের সাথে মেলবন্ধন সৃষ্টি হয়। তাদের পরামর্শ নিয়ে পরবর্তী কাজে শিক্ষার্থীরা উৎসাহ পায়।
জেলা বিএনপি’র সভায় চার থানার কর্মীসভা ও সম্মেলনের সময় চুড়ান্ত
সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যার্থে উপকমিটি গঠণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৯ জুন পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া পাইকগাছা ও চালনা পৌরসভা, কয়রা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির কর্মীসভা ও তথ্য সংগ্রহ ফরম বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটে বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে দুর্গতদের সহায়তায় খুলনা জেলা বিএনপি’র একটি ত্রাণ উপকমিটি গঠণ করা হয়েছে। গতকাল বুধবার (২২ জুন) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্যা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবীর, কেএম আশরাফুল আলম নান্নু, সামছুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে- আগামী ২৬ জুন বেলা ১১টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভায় কর্মী এবং বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলায় কর্মীসভা অনুষ্ঠিত হবে। আর ২৮ জুন পাইকগাছা পৌরসভায় কর্মীসভা এবং তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হবে। পরদিন ২৯ জুন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুন বেলা ১১টায় কয়রা উপজেলা বিএনপির কর্মীসভা এবং তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হবে। পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৫টি পদে ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, নিরপেক্ষভাবে নেতৃত্ব বিকাশে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এ নির্বাচন পরিচালনায় দলের অভ্যন্তরীণ একটি নির্বাচন কমিশন গঠণ করা হয়েছে। আমীর এজাজ খানকে প্রধান নির্বাচন কমিশনার করে তার সহকারী কমিশনার হলেন শেখ আবু হোসেন বাবু। আর প্রিজাইডিং অফিসার হলেন এসএম মনিরুল হাসান বাপ্পী; সহকারী প্রিজাইডিং অফিসার হলেন মোল্লা খায়রুল ইসলাম, মোল্লা মোশাররফ হোসেন, তৈয়েবুর রহমান, শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নুসহ সকল যুগ্ম-আহবায়কবৃন্দ।
আর ত্রাণ উপকমিটিতে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলীকে আহবায়ক করে ত্রাণ উপকমিটি গঠণ করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, প্রফেসর মনিরুল হক বাবুল, মেহবাউল আলম ও এনামুল হক সজল।
মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ওসির সৌজন্য সাক্ষাৎ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়ার সাথে মহেশপুর প্রেসসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে মহেশপুর প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎকালে ওসি সেলিম মিয়া,মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, প্রকাশনা সম্পাদক আনওয়ারুল ইসলাম, শামীম খাঁন জনী,আলমগীর হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি পলাশ রহমান উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ওসি সেলিম মিয়া বলেন, পুলিশ ও সাংবাদিক এক অপরের পরিপূরক। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
‘ দক্ষিন-পশ্চিম উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর’
মোঃ শামীম হোসেন- বাজুয়া
দক্ষিন পশ্চিম উপকূলীয় এলাকার বাসিন্দাদের রক্ষার্থে টেকসই ও যুগোপযোগী বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় গরীব দুঃখি মানুষের দুঃখ দুরর্দশা লাঘবে ইতিমধ্যে মুজিব বর্ষের গৃহহীনদের ভূমিসহ পাঁকাগৃহ প্রদানসহ তাদেরকে সাভলম্বী করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশে অব্যহত নানামুখি উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এ উন্নয়নকে বাঁধা গ্রস্থ্য করতে বিএনপি জামায়াত আবারও দেশ বিদেশে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। উন্নয়নের বিরুদ্ধে করা কোন ষড়যন্ত্রই এদেশের স্বাধীনতা কামি সাধারন মানুষ তা কোন দিনই মেনে নেবে না, তারা ষড়যন্ত্র কারীদেরকে রাজপথেই দাঁত ভাঙ্গা জবাব দেবেন। কোন ষড়যন্ত্রই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। এক সময়ের পরোনির্ভরশীল এ দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন সমৃদ্ধি শীল দেশের কাতারে এগিয়ে যাচ্ছে। তিনি দক্ষিন পশ্চিম উপকূলীয় এলাকার সকল ঝঁকিপূর্ন বেড়িবাঁধ দ্রুত সংস্কার করে উপকূলীয় বাসীদের রক্ষাসহ খুলনার দাকোপ উপজেলার ৩১ ও ৩২নং পোল্ডারের সকল ঝুকিপূর্ণ বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।তিনি বেলা ১১ টায় নদী পথে স্প্রীডবোর্ড যোগে দাকোপ উপজেলা ৩২নং পোল্ডারের কালিবাড়ি লঞ্চঘাট এলাকা ভয়াবহ নদী ভাঙ্গন পরিদর্শন শেষে অত্র এলাকায় উপস্থিত জন সাধারনের উদ্দেশ্য এ কথা গুলি বলেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোএসন,বটিয়াঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অনুপম মন্ডল,সুতারখালী ইউপি আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুরারী মোহন মন্ডল, চালনা পৌরসভা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকির হোসেন,কনসালটেন্ট মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য খোকন ঢালী, ইউপি সদস্য মিন্টু গাজী প্রমুখ।
বেনাপোলে ইউপি সদস্যকে জবাই করে হত্যা করেছে দুর্বৃওরা
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু (৪৩) কে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১১ টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে।
নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান ৭ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে রাতে একটার দিকে নিহতের লাশ উদ্ধার করে থনায় নিয়ে এসছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে নিহত বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। কোন কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫ টি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে ধরে জবাই করে হত্যা করে চলে যায়। ঘটনায় পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখুনি বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদšত করার কাজ শুরু হয়েছে। হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ আজ বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ করছে: সালাম মূশের্দী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু নিজে একজন বড় ফুটবলার ছিলেন। তার পরিবারের সবাই ক্রীড়া নৈপুণ্যের সঙ্গে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর যখন কিশোর বয়স, তখন তিনি ফুটবল টিমের সদস্য ছিলেন। আর তার কন্যা শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই ফুটবল, ক্রিকেটসহ সব খেলায় একটি অসাধারণ বিজয় এসেছে। বঙ্গবন্ধুর ছেলে আজকের বিখ্যাত আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দেশের ক্রীড়া সংগঠনকে গড়ে তুলতে বঙ্গবন্ধু ও তার পরিবারের ভূমিকা উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া এ দেশটি ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকের ক্রীড়া জগতে এদেশের মেয়েরা সাফল্য নিয়ে এসেছে। দেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। প্রত্যেকটি জেলা-উপজেলায় যাতে খেলা ভালোভাবে চলে সে জন্য ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ করছে সরকার। মিনি স্টেডিয়াম সুনির্দিষ্ট কোনো খেলার জন্য না, সব ধরণের খেলার জন্য।
বুধবার (২২ জুন) বিকেলে রূপসা উপজেলা পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রূপসা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির। শিক্ষক এস এম রাকিবুল হকের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, মন্ডল মধুসূদন, প্রধান শিক্ষক পারভীন সুলতানা, শাহীন আক্তার, নাসরিন লিপি, সালমা বেগম, শেখ সালাউদ্দিন, আব্দুস সাত্তার খান, মাসুদ আলম, সাবানা, সু-মাধরী চক্রবর্তী,শ্যামল দাস, খুরশিদা আলম, সুলতানা জাহান, গোলাম মোস্তফা,শ্যামল মন্ডল, কবিরুজ্জামান, অমিও কুমার বসু,গোলাম হোসেন, রেজাউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত দে, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ প্রমূখ।
ফাইনাল খেলায় (বালক) বাগমারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় দল আনন্দনগর ইসলামপুর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে (বালিকা) বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল আনন্দনগর ইসলামপুর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক বাশির আহমেদ লালু, সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন, সুমন রাজু ও গোলাম রসূল।
এসময় বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিজয়ী এবং বিজীত টিমের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পাইকগাছায় মুক্তিযোদ্ধা সুবোল মন্ডলের শোকাহত পরিবারের পাশে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত সুবোল মন্ডলের শোকাহত পরিবারকে দেখতে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি গত মঙ্গলবার দুপুরে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুবোল মন্ডলের বাসায় যেয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।
পদ্মা সেতু শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির অর্থনৈতিক মুক্তির পাশাপাশি অনন্য অর্জন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্র ও অর্থনৈতিক যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে তৈরী হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যা আগামী ২৫জুন শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইলফলক। পদ্মা সেতু শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির অর্থনৈতিক মুক্তির পাশাপাশি অনন্য অর্জন। শুধু পদ্মা সেতু নয়, ইতিমধ্যে বর্তমান সরকারের ১০টি মেগা প্রকল্প সমাপ্তির পথে, যার সুফল জনগণ ভোগ করবে।
তিনি আরো বলেন, আগামীকাল ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্যে দিয়ে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচন হবে উন্নত ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের লক্ষে। কাজেই আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও কাঁঠালবাড়ী বিশাল জনসভা সফল করার লক্ষে এসময়ে তিনি সদর থানার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও কাঁঠালবাড়ী বিশাল জনসভা সফল করার লক্ষে সদর থানা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, মীর বরকত আলী, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, এ্যাড. মো. ফারুক হোসেন, মইনুল ইসলাম নাসির, মো. সেলিম মুন্সি, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, এ্যাড. সাজ্জাত আলী, নাসরিন ইসলাম তন্দ্রা, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, শিউলি বিশ্বাস, মো. শহীদুল হাসান, মাসুদ হাসান সোহান, মাহমুদুর রহমান রাজেস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার শপথ নিতে হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতা দেখানোর মতে দুঃসাধ্য কারো ছিলনা। নিজস্ব অর্থায়নে এতো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অর্থনৈতিক সক্ষমতা দেখানোর সেই দুঃসাধ্য দেখালেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রকে মোকাবেলা করে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে। যারা দুষ্কৃতিকারী তারা সংগঠনে থাকতে পারবে না। সংগঠন নিয়মাতান্ত্রিক উপায়ে চলবে। কেউ তাকে বাধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার শপথ নিতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট খানজাহান আলী থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহাগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, এস এম মনিরুজ্জামান মুকুল, সাকিল আহমেদ, সুরুজ জামান হানিফ, হাবিবুর রহমান, সলেমান মুন্সি, দুলাল চন্দ্র, কামরুল হোসেন, সেলিম রেজা, কামাল আহমেদসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নাতনিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নাতনিকে ডাক্তার দেখাতে এসে ট্রলিচাপায় মাহিরন খাতুন (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মাহিরন খাতুন পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী।
মিরপুর থানার এএসআই আনারুল ইসলাম বলেন, সকালে বৃদ্ধা মাহিরন খাতুন তার ছয় মাস বয়সি নাতনি শাকিলাকে ডাক্তার দেখাতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাতনির কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
খাদ্যগুদামে ভিজিএফে নিম্নমানের চাল যোগ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে খাদ্যগুদামে ভিজিএফের নিম্নমানের চাল ক্রয় ও তা পরবর্তী সময়ে ভালো চালের সঙ্গে যোগ করে ভোক্তাদের মাঝে সরবরাহের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে একইভাবে ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল ভেজাল করা হচ্ছে সাংবাদিকদের নিকট অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে উপজেলার খাদ্যগুদামে সরেজমিন গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, জীবননগর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা কাওসার হোসেন ও অফিস সহকারী রাকিব হোসেন যোগদানের পর থেকে নানা কৌশলে নাইটগার্ড মাসুদ আলম এবং ফুড গোডাউন শ্রমিক সর্দার রমজান আলীর মাধ্যমে দুর্নীতি-অনিয়ম চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মিলারদের অভিযোগ খাদ্যগুদাম কর্মকর্তাকে প্রতি কেজি ভালো চালের অনুকূলে এক টাকা এবং নিম্নমানের খাওয়ার অনুপযোগী চালের অনুকূলে ৬-৭ টাকা হারে উৎকোচ না দিলে তিনি চাল নিতে চান না। এসব নিম্নমানের চাল খাদ্যগুদাম থেকে সরকারি বিভিন্ন কর্মসূচিতে সরবরাহ করা হয়।
অভিযোগ থেকে আরও জানা যায়, নিম্নমানের চাল ক্রয়ের পর তা অফিস টাইমের আগে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত গুদামের শ্রমিক সর্দার রমজানের নেতৃত্বে খাদ্যগুদামের ভেতর থেকে তালাবদ্ধ করে ভেতরে সব শ্রমিকরা নিম্নমানের (স্থানীয় ভাষায় তামড়ী চাল অর্থাৎ লাল রঙের চাল) চালের সঙ্গে ভালো চাল মিশিয়ে থাকে।
একইভাবে সোমবার সকালে নিম্ন মানের চাউলের সাথে ভাল চাউল ভেজাল কালে বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। ভিতরে কি হচ্ছে জানতে চাইলে খাদ্য গুদাম কর্মকতা কাওসার হোসেন বলেন, ভিজিএফের চাল তৈরী করা হচ্ছে।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা কাওসার হোসেন বলেন, ভাল চালের সাথে নিন্মমানের চাল মেশানোর অভিযোগ সত্য নয়। ভিজিডির চাল সরবরাহের জন্য চাল গড় করে রিপ্যাক করা হচ্ছিল।
তবে এ ব্যাপারে সাংবাদিকদের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করছেন। আর এই সুযোগে ভেজাল চাল মেশানোর কাজে ব্যস্ত শ্রমিকরা দ্রুত গোডাউনে ছেড়ে চলে যাচ্ছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল হক বলেন, নিম্নমানের চাল ক্রয়ের বিষয়টি আমার জানা নেই। তবে ভিজিডির চাল সরবরাহের জন্য যদি ৩০ কেজির প্যাকেট না থাকে তা হলে রিপ্যাক করা যাবে। শ্রমিকরা যদি সঠিক কাজ করেন তা হলে তারা গুদাম ছেড়ে পালাবে কেন?
এদিকে এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকালে তড়িত পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাবুবুর রহমান।
সাংবাদিকদের তিনি বলেন, ভালো চালের সঙ্গে খারাপ চাল মেশানোর কোনো সুযোগ নেই। আমি তদন্ত করে দেখছি। কোনো অনিয়ম পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, অতিদ্রুত এই খাদ্যগুদামের সবাইকে বদলি করা হবে।
উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে নৈরাজ্য
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় অনিয়ম-দুর্নীতি-জালিয়াতির মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থী দেখিয়ে উপানুষ্ঠানিক শিক্ষার নামে সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে ৮ থেকে ১৪ বছর বয়সের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চলছে।
সাতক্ষীরার ৬টি উপজেলায় ঝড়ে পড়া শিশু শিক্ষার্থীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ৪২০টি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য লিড এনজিও নির্বাচিত হয় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)।
কলারোয়া উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সাস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেক এনজিও উন্নয়ন পরিষদ (উপ)। তারা অনিয়ম-দুর্নীতি-জালিয়াতির মাধ্যমে ঝরে পড়া নয়- এমন শিক্ষার্থীদের দেখিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭০টি উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিটি স্ট্কুলে ২৫-৩০ জন শিক্ষার্থী থাকবে। অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এখানে ভর্তি করা যাবে না। ছাত্রছাত্রীর বয়স হবে ৮ থেকে ১৪ বছর। নানা সুযোগ-সুবিধার মধ্যে ছাত্রছাত্রীদের মাসিক ভাতা জনপ্রতি ১২০ টাকা করে ৩৬ মাস, ফ্যান কেনার জন্য টাকা বরাদ্দ আছে।
সরেজমিনে দেখা যায় একেবারেই উল্টোচিত্র। ফ্যান থেকে শুরু করে শিক্ষার্থীদের কিছুই দেওয়া হয়নি। অধিকাংশ স্কুল করা হয়েছে বিভিন্নজনের বারান্দায়, গোয়ালঘর, রান্নাঘর বা দোকানঘরে। এসব জায়গায় সাইনবোর্ড থাকলেও ক্লাস হয় না। কোনো স্কুলেই ৩০ জন শিক্ষার্থী নেই। কয়েকটি স্কুল চললেও শিক্ষার্থীর সংখ্যা ৭-৮ জন। তারাও অন্য প্রতিষ্ঠানের।
একটি রান্নাঘরের ভেতরে দেখা গেল কেঁড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা শিক্ষা কেন্দ্রের সাইনবোর্ড। ক্লাস করছে সাত শিশু। প্রত্যেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পূর্ব কয়লা উপানুষ্ঠানিক বিদ্যালয়ের অস্তিত্বই নেই। স্কুলের শিক্ষিকা নাসরিন সুলতানার দাবি, ভাড়া ঘর না পাওয়ায় বুইতা গ্রামে স্কুল পরিচালনা করছেন। তবে বুইতা গ্রামে গিয়ে স্কুল পাওয়া যায়নি।
আলাইপুর কেন্দ্রের হদিস না পেয়ে শিক্ষিকা খাদিজা সুলতানার মোবাইল ফোনে কল দিলে তিনি ১২ কিলোমিটার দূরে দেয়াড়া গ্রামে আত্মীয়ের বাড়ি আছেন বলে জানান।
দেয়াড়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রসহ অধিকাংশ ইউনিয়নের শিক্ষাকেন্দ্রের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। সাইনবোর্ড সর্বস্ব দু-একটি শিক্ষাকেন্দ্রে ৮ বছরের কম বয়সী শিশু ও প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সচল দেখানো হচ্ছে। এমন চিত্র সারা উপজেলায়।
লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকূপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা খাতুনসহ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রী ও ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপানুষ্ঠানিক স্কুল চালানো হচ্ছে।
শিক্ষার্থী শেখ সাদি, রফিকুল ইসলামসহ অনেকে জানান, তাঁরা অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও লোভ দেখিয়ে এসব স্কুলে ভর্তি করা হয়।
উন্নয়ন পরিষদের (উপ) নিয়োগপ্রাপ্ত শাহানারা খাতুন, আফরোজা খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষিকা জানান, খাতা-কলমে ২৭-৩০ জন থাকলেও শিক্ষাকেন্দ্রে আসে সাত-আটজন। তাদের মধ্যে দু-একজন ঝরে পড়া শিক্ষার্থী।
এনজিও উন্নয়ন পরিষদের (উপ) উপজেলা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, তাঁরা এখনও টাকা পাননি, তাই স্ট্কুলের ফ্যান দেওয়া হয়নি।
উন্নয়ন পরিষদের (উপ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম বলেন, প্রতিটি স্কুলের কমবেশি সমস্যা আছে। এ মাসের মধ্যেই সব সমস্যা সমাধান করবেন। প্রাথমিক শিক্ষা অফিসের জরিপ অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৮৭ জন, কিন্তু ৭০ কেন্দ্রে ২ হাজার ১০০ শিক্ষার্থী কোথা থেকে এসেছে- এমন প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।
উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক হীরামন কুমার সরকার বলেন, কলারোয়ার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে অনিয়ম হলে তাঁরা ব্যবস্থা নেবেন।
যশোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
যশোর প্রতিনিধি
যশোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোফাজ্জেল হোসেন মন্টু শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। নিহত স্ত্রী সাফিয়া খাতুন দূর্গাপুর গ্রামের হযরত আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়, ২০০০ সালে মোফাজ্জেল হোসেন মন্টু বিয়ে করেন ফুসলিয়ে সাফিয়া খাতুনকে। যা সাফিয়ার পরিবারের লোকজন জানতেন না। প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে সাফিয়ার পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয়।
এদিকে বিয়ের কয়েকদিনের মাথায় সাফিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে মন্টু। পরে সাফিয়া তার পরিবারকে বিষয়টি জানায়। এ বিষয়ে মেয়ের পরিবার নিষেধ করলেও মন্টু সাফিয়ার ওপর নির্যাতন অব্যাহত রাখেন। এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার করা হলেও মন্টু একই কাজ করতে থাকে।
এর মাঝে ২০০২ সালের ৬ সেপ্টেম্বর বিকেলে সাফিয়ার পরিবার জানতে পারে সাফিয়া মারা গেছে। তাৎক্ষণিক মন্টুর বাড়িতে গেলে তাদেরকে জানানো হয় সাফিয়া নিজে আত্মহত্যা করেছে। পরে তার লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।
পরে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে সাফিয়া আত্মহত্যা করেনি। তাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরই সাফিয়ার মা কদবানু বাদী হয়ে ২০০২ সালের ৫ ডিসেম্বর মন্টুর বিরুদ্ধে শার্শা থানায় হত্যা মামলা করেন। এ মামলাটি তদন্ত করেন এসআই লিয়াকত হোসেন। তার তদন্তেও উঠে আসে সাফিয়াকে হত্যা করা হয়েছে। তিনি ২০০২ সালের ২০ ডিসেম্বর আদালতে মন্টুকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।
সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। আসামি মন্টু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
ফিশ ফিডের অগ্নিমূল্যে বিপাকে মাছচাষিরা
যশোর অফিস
যশোরে হু হু করে বাড়ছে মাছের খাবারের দাম। এতে বিপাকে পড়েছেন মাছচাষিরা। বিষয়টি মৎস্য সেক্টরের জন্য অশনিসংকেত উল্লেখ করে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন মৎস্যচাষি সমিতির নেতারা।
তাদের অভিযোগ, বিশ্ববাজারের অজুহাতে গত এক বছরে ফিশ ফিডের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বেড়েছে ওষুধসহ অন্যান্য উপকরণের দামও। কিন্তু বাড়েনি মাছের দাম।
যশোরের মৎস্য ও প্রাণিখাদ্যের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে টংয়ে, কোয়ালিটি, গোদরেজ, এসিআই, চায়না বাংলা, নারিশ, সিপি, আলো, ভিক্টর, প্যারাগনসহ নানা কোম্পানির ফিশ ফিড প্রতি বস্তা (৩০ কেজি) বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। ছয় মাস আগেও এ ফিডের দাম ছিল বস্তাপ্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা। তবে এক বছর আগে দাম আরও কম ছিল।
এর বাইরে মাছের খাবার রাইস পালিশ প্রতি বস্তা (৫০ কেজি) ৭০০-৮০০ টাকা থেকে বেড়ে ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৬/১৭ টাকা কেজির ভুট্টা এখন বিক্রি হচ্ছে ২৮/২৯ টাকায়। ৩৮ টাকা কেজির ফিশ মিলের দাম এখন ৬০ টাকা। আর ৪০ টাকা কেজির সয়াবিন খৈল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চাষিদের অভিযোগ, প্রতিনিয়ত বাড়ছে মাছের খাবারের দাম। গত এক বছরে খাবারের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। আর ছয়মাসে বেড়েছে দেড়গুণ। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানির প্রতিনিধিরা বিশ্ববাজার আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা বলছেন।
কয়েকজন মাছচাষি অভিযোগ করে বলেন, ফিশ ফিড কোম্পানিগুলো ব্যবসার নামে গলা কাটছে। কারণ যেসব উপকরণ দিয়ে ফিশ ফিড তৈরি করা হয়; সেগুলো মিলিয়ে এক কেজির খরচ ৪০ থেকে ৫০ টাকার বেশি নয়। অথচ কোম্পানি থেকে বস্তাবন্দি হয়ে বেরিয়ে আসার পর তার দাম দাঁড়াচ্ছে ৭৫ থেকে ৯০ টাকা পর্যন্ত। মাছের খাবারে গড়ে কেজিপ্রতি ৩০ টাকা শুভঙ্করের ফাঁকি রয়েছে। কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর পর্যায়ে এ টাকা বাড়তি মুনাফা হিসেবে চলে যাচ্ছে।
যশোরের চাঁচড়ার মৎস্যচাষি নূর আলম বলেন, ফিশ ফিড কোম্পানিগুলো কখনো বিশ্ববাজার, কখনো ইউক্রেন যুদ্ধ, কখনো জাহাজ ভাড়া বৃদ্ধি-এসব কথা বলে মাছের খাবারের দাম বাড়িয়েই যাচ্ছে। ফিশ ফিডের দাম মনিটরিং করার জন্য যেন কেউ নেই। বাজেটে যখন সম্পূরক শুল্ক কমানোর খবর আসলো তখন ফিডের দাম কেজিপ্রতি চার টাকা করে বাড়লো।
যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, প্রতিদিনই বাড়ছে মাছের খাবারের দাম। তবে মাছের দাম বাড়ছে না। ফলে মাছচাষিরা ভীষণ বিপদে রয়েছেন। আর শিল্পপতিরা মৎস্য সেক্টরে ঢুকে পড়ায় ক্ষুদ্র ও মাঝারি মানের মাছচাষিদের টিকে থাকাই দুষ্কর হয়ে পড়েছে।
তিনি ফিডের দাম কমানোসহ সংকট নিরসনে নজর দিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
মাছের খাবারের মূল্যবৃদ্ধি নিয়ে কথা হয় টংওয়ে কোম্পানির যশোর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) আতিকুর রহমানের সঙ্গে। মূল্যবৃদ্ধির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ফিশ ফিডের মৌলিক উপকরণ সবই আমদানি করতে হয়। বিশ্ববাজারে দাম বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি সংকট এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে ফিডের ওপরে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এ অবস্থা চলতে থাকলে কয়েক মাস পর টাকা দিয়েও ফিশ ফিড পাওয়া যাবে না।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, মৎস্য সেক্টরের প্রতি সরকারের আন্তরিক দৃষ্টি রয়েছে। বাজেটে মাছের খাবারের ওপর সম্পূরক শুল্কও কমানো হয়েছে। কিন্তু ফিশ ফিড তৈরির উপকরণ আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারের কারণেই দাম বাড়ছে। স্থানীয় পর্যায় থেকে দাম নিয়ে আসলে কিছু করার সুযোগ কম। তবে খাবারের মান নিয়ন্ত্রণ ও যাচাইয়ে আমরা তৎপর রয়েছি।