কয়রা (খুলনা) প্রতিনিধি।।
কয়রায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। ১০ টা ১৫ মিনিটে দলীয় কার্যালয় থেকে জিএম মোহসিন রেজার নেতৃত্বে এক আনন্দ র্যালী বের হয়। শত শত নেতাকর্মীর অংশ গ্রহনে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাযলয়ে এস শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাদারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর পর্ািরচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ও এ্যাডঃ মোশাররফ হোসেন, সহ সভাপতি বাবু খগেন্দ্রনাথ মন্ডল, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কোষাধাক্য ইয়াকুব আলী, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীলীগ নেতা দেবদাস মন্ডল, খায়রুল আলম, জিয়াদ আলী, আঃ সাত্তার সানা, নির্মল কুমার দাস, সমরেস মন্ডল, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, মহিলা আওয়ামীলীগ নেতা নিলীমা চক্রবর্তী, যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতানা লতা, সাধারণ সম্পাদক মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলার দুঃখী মেহনতী খেঁটে খাওয়া সংগ্রামী মানুষের আশা-আকাঙ্খার রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দেশরত্ন শেখ হাসিনার সূযোগ্য নেতৃত্বে গণমানুষের প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনের আঁতুড়ঘর হোক। আলেচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।