বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। নিহত আশানুজ্জামান বাবলু (৪৫) উপজেলার বাগআঁচড়া ইউনিয়ের মহিশাকুড়া গ্রামের রাহাজ্জান আলীর ছেলে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তিনি।
বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবলু বালুন্ডা বাজারে তিন রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় আচমকা একদল লোক এসে তার ওপর বোমা হামলা করে এবং এলোপাতাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাবলু পড়ে গেলে তাকে গলা কেটে হত্যা করা হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনি ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।