স্টাফ রিপোর্টার।।
পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনীতির সিংহদার খুলে যাবে। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দৃঢ় নেতৃত্বের স্মরণীয় প্রতীক।এটা আমাদের সকলের জন্য বড় উপহার। পদ্মা সেতুর কারণে অর্থনৈতিক ও সামাজিক অবস্থারও উন্নয়ন হবে।
বুধবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালির পূর্বে নগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র এ কথা বলেন।
বেলা সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার পূর্বে নগরীর হাদীস পার্কে মেয়র এসব বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভাযাত্রার আয়োজক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান।
এ সময় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিঞ্চলের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন। তাই এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার আগে হাদীস পার্কে ৫শতাধিক কবুতর, ফেষ্টুন ও বেলুন উড়ানো হয়। বেলা ১১টার দিকে নগরীর হাদীস পার্ক থেকে শিরোমনির বাদামতলা হয়ে নগরীর শিববাড়ি মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, এনজিও কর্মী স্বপন গুহ, ব্যবসায়ী মফিজুল ইসলাম টুটুল, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মহানগর কমিটির সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, নগর কৃষক লীগ নেতা অধ্যাপক আদেল মুকুল, নিজাম উর রহমান লালু, হাফিজুর রহমান, মিজানুর রহমান বাবু, রসু আক্তার, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক শেখ আবুল বাসার, শাহীন জামান পন, ইকবাল হোসেন বিপ্লব, শেখ মোশারেফ হোসেন, শ্যামল সিংহ রায়, মিনা আজিজুর রহমান, মকবুল হোসেন মিন্টু, মো. আবু জাফর, আলী আকবর টিপু, জেড এ মাহমুদ ডন, ডা. মেহেদী নেওয়াজ, শেখ দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মিনা মিজানুর রহমান, মামুনারা জাকিয়া খুকু মনি ও ফারুক হাসান হিটলু প্রমখ।