স্টাফ রিপোর্টার।।
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিজ নাগের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হোটেল সিটি ইনের পিছনের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জোতিন্ময় নাগের ছেলে।
পুলিশ সূত্র জানায়, প্রমিজ নাগ নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র ছিলেন। তিনি হোটেল সিটি ইনের পিছনে সালাম হাওলাদারের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাশের ফ্লাটে অবস্থানরত সহপাঠিরা ফ্যানের হুকের সাথে ঝুলে থাকতে দেখেন। এ অবস্থা দেখে তারা প্রমিজ নাগের ঘরের দরজা ভেঙ্গে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে লাশের সুরাতহাল রির্পোট করে মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা বলেন, একজন ছাত্রের আত্মহত্যার ঘটনা শুনেছেন তিনি। কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা তিনি বলতে পারেননি। তবে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।