স্টাফ রিপোর্টার||
খুলনার রূপসা উপজেলার গোয়ালবাড়ি এলাকার চর গ্রামের একটি জঙ্গল থেকে মীম খাতুন (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) রাত ৮টার দিকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মীম গোয়ালবাড়ির চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মন্টু ফকিরের মেয়ে। সে পিঠাভোগ বিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোসাইন (২২) নামে এক যুবককে আটক করেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, মীম গত শনিবার (১৯ জুন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। সোমবার রাতে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। ওই সময় নিহতের গলায় ওড়না পেচানো ছিল। লাশ উদ্ধরের পর সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে বলেও জানান তিনি।
এর আগে, প্রায় ৬ মাস পূর্বে মীম হোসাইন নামের আটক ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন । পরে পরিবারের সদস্যরা বুঝিয়ে পরে তাকে ফিরিয়ে আনেন বলেও জানান।
সর্বশেষ নিখোঁজের ৩ দিন পর রূপসা উপজেলার গোয়ালবাড়ি এলাকার চর গ্রামের একটি জঙ্গল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মীম খাতুন নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।