মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় সরকারী দিঘির পাড় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার হওয়া সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের আগামাদুরপাল্টা গ্রামের সরকারী দিঘির পাড়ে সোমবার ৭টার দিকে একটি অজগর সাপ দেখতে পান গ্রাম পুলিশ তপন ও স্থানীয়রা। পরে গ্রাম পুলিশের দেয়া খবরে সাড়ে ৭টার দিকে সেখান থেকে সাপটি জালে করে উদ্ধার করেন জিউধারা ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সেটিকে জিউধারা ষ্টেশন এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটি লম্বায় ৫ হাত আর বয়স ৪/৫ বছর বলে জানিয়েছে বনবিভাগ। বন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, পূর্ণিমারভরা গোন চলছে এতে নদী-খালে পানির চাপ ও স্রোতও বেশি। তাই ধারণা করা হচ্ছে পানিতে ভেসে সাপটি লোকালয়ে চলে গিয়েছিলো। আবার খাবারের সন্ধানেও লোকালয়ে যেয়ে থাকতে পারেও বলে জানান এ বন কর্মকর্তা। তিনি আরো বলেন, কোন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে তার সঠিক নিরাপদ আবাসে ফিরে দিবো। তাই গ্রামবাসীকে এ বিষয়টিও বিভিন্ন সময়ে জানিয়ে আসছি আমরা। যার প্রেক্ষিতেই কোন ক্ষতি ছাড়া সাপটি উদ্ধার করে বনের ভিতরে ছেড়ে দিয়েছি।