বিনোদন ডেস্ক||
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সবসময় ভক্ত ও অনুরাগীদের কাছাকাছি থাকতে ভালোবাসেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। অনুরাগীদের নানা উত্তর দেন অকপটে।
শ্রীলেখা মিত্রের বিয়েটা টেকেনি। ২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় এ অভিনেত্রীর। পরবর্তী সময়ে শ্রীলেখা আর বিয়ে করে সংসারী হননি। তাদের এক সন্তান, ঐশী। বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন এই অভিনেত্রী। বিচ্ছেদের পর নতুন করে শ্রীলেখা প্রেম-বিয়ের পথে পা বাড়াননি। মেয়ে ঐশীর পাশাপাশি শ্রীলেখার পরিবারে এখন আরেক সদস্য আছে। তার নাম আদর মিত্র। প্রাণীটি মূলত কুকুর। তবে তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে রাখেন তিনি।
সম্প্রতি ফেসবুকে পোষ্যের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘যত বেশি পুরুষদের দেখি, তত বেশি ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’ এমন মন্তব্যের পেছনে কারণ কী? কেন পুরুষদের প্রতি তার এই বিদ্বেষ? বিষয়টি খোলাসা করেছেন শ্রীলেখা।
আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, আমি যে শুধু পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভালো।
যে কোনো বিষয়ে নিজের মতামত বরাবরই জোর গলায় বলে এসেছেন অভিনেত্রী। এই মুহূর্তে তার পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত শ্রীলেখা। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ‘ছাদ’ নামের একটি সিনেমা নিজেই পরিচালনা করছেন।
