খুলনাঞ্চল ডেস্ক||
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (১৮ জুন) একটি শিখ মন্দিরে হামলায় অন্তত দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, হামলাকারীরা একটি গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটায়।
তালেবান কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে রেখেছে। কাবুলের নিরাপত্তা বাহিনীর একজন কমান্ডার জানান, সৈন্যরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। ক্লিয়ারিং অপারেশনের সময় একজন শিখ উপাসক এবং একজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
গোরনাম সিং নামের একজন শিখ সদস্য রয়টার্সকে জানান, ‘মন্দিরের ভেতরে প্রায় ৩০ জন লোক ছিলেন। তাদের মধ্যে কতজন জীবিত আর কতজন মৃত তা আমরা জানি না। তালেবানরা আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, আমরা জানি না কী করতে হবে।’
এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের তালেবান শাসকরা বলছেন, তারা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে। কিন্তু আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, এখনও সেখানে সহিংসতার পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে। সূত্র: আল জাজিরা