স্পোর্টস ডেস্ক।।
দুর্নীতি বিরোধী চারটি ধারা ভাঙার দায়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার পুমেলেলা মাতশিকওয়েকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই শাস্তি ৫ বছরের জন্য স্থগিত হওয়ায় আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না।
এই সময়ের মধ্যে মাতশিকওয়ে যদি পুনরায় এমন কোনো দুর্নীতিতে জড়ান, তবে এই রায় কার্যকর হবে।
এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্ল্যামে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ তিনি। সেবার অবশ্য মাতশিকওয়েসহ মোট ছয়জনকে লম্বা সময়ের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
গত শুক্রবার দীর্ঘ তদন্তের পর প্রিটোরিয়ার আদালতে শুনানি শেষে মাতশিকওয়েকে দোষী সাব্যস্ত করা হয়। ৩৭ বছর বয়সী এই বোলার ৭৭টি প্রথম শ্রেণি, ৫৭টি লিস্ট ‘এ’ ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।