২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বাদ আছর নগরীর পিটিআই জামে মসজিদে ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইশহাক তালুকদার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সরদার রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল, মিজানুর রহমান ডিকেন, হাবিবুর রহমান, সেলিম বড় মিয়া, মুন্সি ইদ্রিস, আশিকুর রহমান সেলিম, শাহাবুদ্দিন আহমেদ, মিরাজ শেখ, মো. হাসান, টিটু, ফয়সাল হোসেন, শফিকুল ইসলাম, মো. জুয়েল, কামাল হোসেন, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, আব্দুল প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর পাশাপাশি তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, তাহলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনে হিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে নেবে। এখনো সময় আছে। এখনো বাঁচতে পারবেন। এখনো কিছুটা রক্ষা পেতে পারেন। এরপরে আর পালাবার সময় পাবেন না। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের মানুষেরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুর্বার গণ-আন্দোলন শুরু হলে এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য সরকার গঠন করা হবে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য মসজিদে সকলে দু’হাত তুলে আল্লাহ্’র নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি যেন সুস্থ হয়ে আবার জনগনের সেবা করতে পারেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মটর শোভাযাত্রার প্রতি বৃহত্তর আমরা খুলনাবাসীর সমর্থন
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৫জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌরবের পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করবেন। বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এদিনটি স্বরনীয় করে রাখতে ২২ জুন নগরীর শহীদ হাদিস পার্ক হতে মটর শোভাযাত্রা বের করবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
উক্ত মটর শোভাযাত্রার প্রতি পুর্ণ সমর্থন জানিয়ে সকল শ্রেণি পেশার মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু ও ইমতিয়াজ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, শরীফ ক্বারী মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, মো. জাহিদুর রহমান, মো. সবুজুল ইসলাম সবুজ, মো. জিসান, মো. আলাউদ্দিন, মো. সাইফুল হক, মো. আবু বক্কর, মো. আজমল হোসেন, মো. রকিব আহমেদ প্রমুখ।
মহেশপুরের চোরের বাড়ী থেকে চোরাই গরু উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
দিন দুপুরে গরু চোরের ঘর থেকে দু’টি চোরাই গরু উদ্ধার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে থানার এস আই আব্দুল জলিল মহেশপুরের নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ী থেকে গরু দু’টি উদ্ধার করা হয়। তবে পুলিশ চোর নজরুলকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানান, উপজেলার নাটিমা ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের নুর মোহাম্মদের বাড়ী থেকে দু’টি গরু শনিবার রাতে চুরি হয়। পরে সোমবার দুপুরে সেই চোরাই গরু দু’টি পাওয়া যায় একই ইউনিয়নের উজ্জলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ীতে।
মহেশপুর থানার এস আই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উজ্জলপুর গ্রামের চোর নজরুল ইসলামের বাড়ীর গোয়াল থেকে গরু দু’টি উদ্ধার করা হয়েছে।
এঘটনায় চোর নজরুল ও তার এক সহযোগির বিরুদ্ধো মামলা হয়েছে বলেও জানান এস আই আব্দুল জলিল।
মহেশপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রক্ষিণ কর্মশালা অনুষ্ঠিন হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রক্ষিণ কর্মশালাটি অনুষ্ঠিন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার অতিক্তি (এডিসি) জেলা প্রশাসক রবীন্দ্র নাথ রায়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সহকারী কমিশনার (ভুমি) আনিচুর ইসলাম প্রমুখ।
দেবহাটায় ম্যাডকল বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের শুভ উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ম্যাডকল নামে বিশুদ্ধ খাবার পানির শুভ উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারে সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব মঈনউদ্দীন ময়না। ইং ১৩/০৬/২০২২ সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারস্থ প্রকল্প কার্য্যালয় চত্বরে ‘সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানির প্লান্টের’ উদ্বোধন প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সচিব মহাসিন আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সমবায় অফিসের অডিটর মালতী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরী এলাকায় ৫দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরী এলাকায় ৫দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ১৫ জুন বুধবার সকাল ৯ টায় কেসিসি পরিচালিত খালিশপুরস্থ কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬’শ ৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৯৭ হাজার ১’শ ৫৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডের ৪টি জোনে ১’শ ৯০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪’শ ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
সোহাগ হোসেন, কলারোয়া
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা সমাজের উপর প্রভাব সম্পর্কে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান। এসময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুবর রহমান সান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম লালটু বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরপর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃংখলা বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। কিন্তু সমাজ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মুল এখনও করা সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজের সকল স্তরে মাদক ছড়িয়ে পড়েছে যার পরিনাম ভয়াবহ। তাই সমাজের সকলের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের সকলেই একযোগে কাজ করে চলেছে। সবাইকে সচেতন হয়ে স্ব-স্ব স্থানে থেকে একসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।
টেক্সটাইল মিলস্ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলে এসএসসি ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খুলনা খ. রুহুল আমীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন খুলনা থানা শিক্ষা অফিসার আন্দুল মমিন, বিদ্যালয়ের বিদ্যুৎ সাহী সদস্য ও ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, মসিউর রহমান সুমন, সাংবাদিক অভিজিৎ পাল, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, অভিভাবক সদস্য মোল্লা আকবর উদ্দিন বাবু, হেমায়েতুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, বদরুজ্জামান, দিলরুবা খানম, খুলনা টেক্সটাইল মিল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এস এম মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক পলি সরকার, অভিভাবক মানু মিত্র। এবছর বিদ্যালয় থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসাপ্ত আত্মজীবনী বই, ফুল, টি শার্ট ও স্কেল দিয়ে বিদায় জানানো হয়।
ফকিরহাট বাহিরদিয়া স্কুলের এসএমসির নির্বাচন সম্পন্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ, উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্র বিদ্যালয়ে বিরামহীন ভাবে অভিভাবকদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে গননা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস ভোটের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ৬জন সদস্য প্রার্থী হিসেবে প্রতিদন্ধীতা করেন। এরমধ্যে ৪জন নির্বাচিত হয়েছেন। যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম, আশরাফ আলী সরদার ও মো. মনিরুল ইসলাম মোড়ল। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। নির্বাটন চালাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সহ জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ফকিরহাটের মূলঘর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়মী লীগের বিশেষ বর্ধিত সভা রোববার সন্ধ্যা ৬টায় মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন সংক্রান্ত সহ বিবিধ বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বকর। ইউনিয়ন আওয়মী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শংকর নাগ প্রমূখ। এসময় দলীয় বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রাখালগাছি ইউপি চেয়ারম্যানের জানাযা সম্পন্ন: পরিবারে শোকের মাতম
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি শেখ আবু শামীম আছনু’র জানাযা অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় সুগন্ধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও বাগেরহাট জেলার সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শতশত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। জানাযা নামাজের ইমামতি করেন হাকিমপুর মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মাবুদ। পরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ও সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাইকেল চোর পুলিশের খাচায়
বটিয়াঘাটা প্রতিনিধি:-
বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সাগর বিশ্বাসের নিজ ব্যবহৃত বাইসাইকেল চুরি করতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে হাবিবুর রহমান(৫০) নামের জনৈক এক ব্যক্তি। সে মহানগরীর বানিয়াখামার এলাকার আঃ রব এর পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাস অভ্যন্তরে। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ দিকে সাগর মন্ডল তার নিজ ব্যবহৃত বাইসাইকেলটি কলেজ অভ্যন্তরে রেখে শ্রেণি কক্ষে প্রবেশ করে। এ সময় উক্ত হাবিবুর রহমান তার বাইসাইকেলটি নিয়ে রওনা দিলে অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধৃত করে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌঁছে চোর হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ছাত্র সাগর বিশ্বাসের কাকা গোপাল বিশ্বাস বাদী হয়ে ৭/২০ নং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো বলে পুলিশ জানায়।
সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্লিনিক ভাংচুর, ওষুধপত্র ছিনতাইকালে বাঁধা দেওয়ায় তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত বিল্লাল হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আহত কামরুল ইসলাম (৩৬) তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে। সে যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি হিসেবে দায়িত্বরত।
আটক বিল্লাল হোসেন যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তালা হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি হিসেবে ছিলেন সুবর্না বিশ্বাস। তিনি মাতৃকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে স্বাস্থ্য সহকারি কামরুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনের নেতৃত্বে ৪-৫ জন আতর্কিতভাবে ক্লিনিকে হামলা চালায়। ক্লিনিক ভাংচুর ও ঔষধপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্বাস্থ্য সহকারি কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে ধারালো রাম দা দিয়ে মাথায়, হাতে, বুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
স্বাস্থ্য সহকারি নাজমুল হুদা জানান, ইতিপূর্বে বিল্লাল হোসেন নামের ছেলেটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সুবর্না বিশ্বাসকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে পৃথক সময়ে দুটি সাধারণ ডায়েরীও করেছেন সুবর্না বিশ্বাস। আজ একজনকে কুপিয়েছে। আমরা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় জড়িত বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়া উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিশি রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জাকারিয়া সুপার মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি,র সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন ও উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, জহুরুল ইসলাম আকু›জী, শেখ আতিয়ার রহমান, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, খান আফজাল, শেখ মাহাবুর রহমান, মোল্লা মশিউর রহমান,সন্দীপ চ্যাটার্জি, আঃ সালাম মহালদার,খান জাফর আহমেদ, মাষ্টার,শহিদুল ইসলাম মোড়ল, আহমদ আলী ফকির, দেলোয়ার হোসেন, মাষ্টার আইয়ুব আহমেদ, আঃসালাম শেখ, মোল্লা ইকরামুল ইসলাম, শাহাদাত হোসেন হালদার খান শফিকুল ইসলাম, সরদার দৌলত হোসেন, শেখ আঃ গাফফার,গাজী শাহেদুজ্জামান বাবু,সরদার আঃ সালাম,খোকন তালুকদার, এ্যডঃ মনিমুর রহমান, বিল্লাল হোসেন, মাষ্টার সেলিম, জাহানারা ইসলাম ,সরদার আবুল হোসেন, আশরাফ হোসেন, শাহীন আলম, আঃ গফুর গাজী, রফিকুল, খান ইমরান হোসেন, আবুল কালাম,পারভেজ গাজী, আইয়ুব মাহমুদ, শহিদুল ইসলাম, আফজাল বিশ্বাস, পিকুল মোড়ল,আঃ রশিদ, সাদেক আলী, জিয়া কাজী, শফি জোয়াদ্দার,হালিম মেম্বার, রবিউল মেম্বার, তিতাশ,বাবু,সাইফুল, আজগর, ইজাহারুল গাজী, ইনামুল মল্লিক, সানি, জাহাতাপ গাজী, আঃ আজিজ মোড়ল,আশরাফ খান, সোহরাব হোসেন, আনিচ, রিপন হালদার, আমিনুল, জাবির আলী,মোল্লা আবরার, হোসেন সৈকত, সাহেদ গাজী, ফারুক গাজী, জোবায়ের আহমেদ জীম,আলতাফ, ইমন সরদার, রিপন সরদার, রুবেল হোসেন, মামুন,আলভি, রনি, ইমরান ও আশরাফুল।
ডুমুরিয়ায় কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের কাজ ১২ দিনেই শেষ !
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের কাজ এবার ১২ দিনেই সমাপ্ত ! আর যে কারণে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে সিংহভাগ অর্থাৎ ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৪থশ টাকা ফেরত যা”েছ। এতে ক্ষতিগ্র¯’ হ”েছ গ্রামের অবকাঠামো উন্নয়ন আর অভাবগ্র¯’ হয়ে পড়ছে অতিদরিদ্ররা। দূযোর্গ ব্যব¯’াপনা ও ত্রান অধিদপ্তর থেকে সময়মত নির্দেশনা না আসা ও উপজেলার অধিকাংশ ইউনিয়ন থেকে প্রকল্পের নাম দিতে মাত্রাতিরিক্ত দেরি করায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে বলে দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তরের। তবে ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করছেন। আর এসব কারণেই এবারই গরিবের সব চেয়ে বেশি টাকা ফেরত যা”েছ। একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয় সুত্রে জানা যায়, দূযোর্গ ব্যব¯’াপনা অধিদপ্তর থেকে চলতি অর্থবছরে ডুমুরিয়ার ১৪ টি ইউনিয়নে ১৭১৮ জন শ্রমিক দিয়ে ৪০ দিনের কাজ শুরু হয়। এতে বরাদ্দ হয় ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। গত ৫ মে ইজিপিপি অর্থাৎ ৪০ দিনের কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার চিঠি দেয়া হয়। ওই দিনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে ১০ মেথর মধ্যে প্রকল্প গ্রহন করে তালিকা প্রেরনের জন্য উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানকে চিঠি দেয়া হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান। উপজেলা কমিটির সভায় ৬৪ টি প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করার প্রস্তাব পাঠানো হয় জেলায় ১৭ মে। সে অনুযায়ী ২৪ মে থেকে কাজ শুরু করা হয়। এদিকে অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয় ৮ জুনের মধ্যে ৪০ দিনের কর্মসূচীর কাজ শেষ করতে হবে। ২৪ মে থেকে ৮ জুন ( বৃহস্পতি ও শুক্রবার বাদে) মাত্র ১২ দিন কাজ হ”েছ। এতে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে মাত্র ৮২ লাখ ৪৬ হাজার ৪থশ টাকা পা”েছ শ্রমিকরা। আর ফেরত যা”েছ ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৬থশ টাকা। তবে একটি দায়িত্বশীণ সুত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সকল অফিসার ৪০ দিনের কর্মসূচীর কাজে আগে থেকেই বেশ অনিহা দেখায়। তারা কাবিখা-টিআর আর ব্রিজ নির্মানের কাজে বেশি তদারকি করেন। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানে সর্বদা ব্যস্ত থাকেন। যে কারণে গরিবের এ প্রকল্প বাস্তবায়নে তাদের তেমন কোন আগ্রহ নেই। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, ইউনিয়ন থেকে রেজুলেশনসহ প্রকল্পের নামের তালিকা কোন বারই সময়মত পাওয়া যায়না। যে কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অধিকাংশ চেয়ারম্যান। বেশ কয়েকজন চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যব¯’পনা অধিদপ্তর শুধু না যে কোন দপ্তর থেকে সময় মত কাজ করার তাগিদ দেয়া হয় না। মাত্র ১২ দিন কাজ হয়েছে কিš‘ চেয়ারম্যানদের ১৫ দিনের বিল করার কথা বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে এ কাজের তদারকিতে নিয়োজিত সহকারি প্রকৌশলী মোঃ রাসেল আহম্মেদ বলেন, ৩ দিন বেশি কাজ করে দেয়ার কথা বলা হয়েছে। তবে সরেজমিন যেয়ে দেখা গেছে ১২৬ টি ওয়ার্ডের সিংহভাগ জায়গায় বাড়তি ৩ দিনের কাজ হয়নি। ইউপি সদস্য মোক্তার হোসেন ও দেবব্রত সরদার বলেন, অফিস থেকে মেইল পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করি। কিš‘ কর্তৃপক্ষের গাফিলতির কারণে কোন বারই ৪০ দিন কাজ করা সম্ভব হয়না বলে তারা দাবি করেন। তবে এবার মাত্র ১২ দিন কাজ হওয়ায় শ্রমিকসহ সকলেই হতাশ বলে তিনি জানান। তবে সহকারি প্রকৌশলী রাসেল আহম্মেদ বলেন, তাদের কোন গাফিলতি নেই। বরং ইউপি চেয়ারম্যানরা দেরি করে প্রকল্প দেয়ায় সময়মত কাজ করা সম্ভব হয়না। গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরাই তালিকা করতে দেরি করেছি। এজন্য কাজ হয়নি ২৮ দিন যে কারণে ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৬থশ টাকা ফেরত যা”েছ। উল্লেখ গত বছরও ৫ দিন কাজ কম হওয়ায় ২৬ লাখ টাকা ফেরত যায় বলে সূত্র জানিয়েছে।
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ এ ক্ষতিকর বিষয়ে সচেতনতা মূলক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চিংড়ী সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে রপ্তানীযোগ্য চিংড়ীতে অপদ্রব্য পুশের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। এসময় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,ওসি সেখ কনি মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ তুহিনুল ইসলাম তুহিন, মৎস্য চাষী মেজবাহুল আলম টুটুল প্রমূখ।
যশোরের চৌগাছায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের চৌগাছা উপজেলার মাসিলা ধোনার খাল থেকে চয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধোনার খালে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা ওই মরদেহটি হুদাপাড়ার সবুজ হোসেনের ছেলে চয়ন বলে শনাক্ত করে।
ওসি রুপন কুমার সরকার আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
নড়াইলে আজমির এন্টারন্যাশনাল এর স্বাস্থ্য বিষয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
তাহের, নড়াইল প্রতিনিধিঃ
লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকার আয়োজনে এবং আজমীর ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ক্যান্সার ও করোনা প্রতিরোধ বিষয় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার বেলা ১১ টায় নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপত্বি করেন ডাঃ অনন্দাতা ঘোষ। এ সময় উপস্তিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোল্যা ফোরকান আলী, মেডিকেল অফিসার সুভাসিষ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় বক্তরা ক্যান্সার ও করোনা সচেতনতা বিষয়ে নানা আলোচনা করেন। আজমীর এন্টারন্যাশনানের পক্ষ থেকে নড়াইল সদর হাসপাতালের মধ্যে একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বটিয়াঘাটায় অবহিতকরন ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা
বটিয়াঘাটা প্রতিনিধি:-
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় ডিএই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরন ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম ও কি নোট স্পিকার শেখ ফজলুল হক মনি। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পল্লী উন্নয়ন অফিসার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শেখ আসাবুর রহমান আসাব, জিএম মিলন গোলদার ও মোঃ আসলাম হোসেন, কৃষক সুনীল বৈরাগী প্রমূখ।
নাগরিক ঐক্য’র শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু শামিম আছনু’র মৃত্যুতে নাগরিক ঐক্য’র খুলনা নগর শাখা গভীর শোক প্রকাশ করেছে। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। মরহুম সাবেক চেয়ারম্যান নাগরিক ঐক্য’র নগর শাখার সদস্য এম.এন আলী শিপলুর ভগ্নিপতি। বিবৃতিদাতারা হচ্ছেন, দলের নগর শাখার আহবায়ক এ্যাড. ড. জাকির হোসেন, সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া ও সদস্য সচিব সেলিম রেজা বকুল।
কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ১৩ জুন (সোমবার) ‘ট্রেনিং ফর দ্য স্টাফস্ ফর প্রোভাইডিং ইফিসিয়েন্ট সাপোর্ট সার্ভিস অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক দিনব্যাপী কর্মচারীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, কোনো একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ওই প্রতিষ্ঠানের সকল শ্রেণির কর্মরত সবারই ওপর। প্রশাসনের উঁচু থেকে সর্বনিমন্ন পর্যায়ে প্রত্যেকের ভূমিকা স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর সবাই যদি আন্তরিকভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাহলে সে প্রতিষ্ঠান হয়ে ওঠে মানসম্পন্ন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে এখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও মোটিভেশনাল ওয়ার্কশপ করা হয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা ইতোপূর্বে করা হয়নি। আমরা মনে করেছি, শুধু শিক্ষক-কর্মকর্তা নয়; বিশ্ববিদ্যালয়ের সার্বিক সাফল্য বা মান অর্জনে কর্মচারীদেরও প্রশিক্ষণের আওতায় আনা উচিত। সেই উদ্যোগ থেকেই সকল পর্যায়ের কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ প্রথম এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হলো। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
পরে তিনি ‘একজন কর্মচারীর বৈশিষ্ট্য’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। সেশনে তিনি কাজে অনুপ্রেরণা, উদ্দীপনা, সততা, আন্তরিকতা, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, হতাশা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যারা তাদের চাকরি জীবনে কোনো প্রশিক্ষণের সুযোগ পায়নি তারা এমন আয়োজনে উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় অফিসের পরিচালক (প্রশাসনের উপ-সচিব) মো. ফিরোজ শাহ, খুলনা সিটি কর্পোরেশনের সচিব (প্রশাসনের উপ-সচিব) মো. আজমুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন কর্মচারী অংশগ্রহণ করেন। পরে বিকালে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ইউজিসি আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় খুবির প্রকল্পের অগ্রগতি উপস্থাপন
খবর বিজ্ঞপ্তি
১৩ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি উপস্থাপন করেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভায় ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানসহ ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পাওয়ার পয়েন্টে অগ্রগতি উপস্থাপন করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মু. মাহবুবুস সোবহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কোটচাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
মোঃ আশাদুল ইসলাম
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার কটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সরকারি কে.এম.এইচ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে নুপুর শর্মার কুরুচিপূর্ণ বক্তব্য বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। বাংলাদেশের মুসলমানসহ বিশ্বের কোটি কোটি মুসলমান বিজেপির এই নেতা সহ ভারতের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে বিশ্বের মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে ভারতকে ক্ষমা চায়তে হবে। এবং কটুক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নেওয়ার দাবি জানান। সেই সঙ্গে ভারতের সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদের হাজার হাজার ধর্ম প্রাণ মুসুল্লী অংশ গ্রহন করেন। এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোটচাঁদপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।
নারী শ্রমিককে শ্লীলতাহানী মামলায় ফের কারাগারে এ্যাসেনসিয়াল ড্রাগস প্লান্টের কর্মকর্তা শফিকুলের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা এ্যাসেনসিয়াল ড্রাগস লিমিটেড (ইডিসিএল) এর সাবেক ডিজিএম (এডমিন) ও বর্তমানে বগুড়া এ্যাসেনসিয়াল ড্রাগস লিমিটেড এর ষ্টোর ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম বারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করেছে আদালত । খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্টেট এর ২ নং আদালত এর বিচারক মোঃ আলামিন গত ১২ জুন দুপুরে এ আদেশ দেন। এ আগে গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজোয়ানুল ইসলাম আদালতে এ মামলার চার্জশিট দেন। খুলনা এ্যাসেনসিয়াল ড্রাগসের ভান্ডার বিভাগের নারী কর্মী শ্রাবনী কেয়া (২৬) বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধীত২০০৩) খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন, যার নং ১৩। গত ২৪ ফেব্রুয়ারি আসামিকে গোপালগঞ্জ এর মুকসুদপুর থানার দক্ষিণ চন্ডিবর্দি, গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ । আদালতে দায়েরকৃত অভিযোগপত্রের সুত্রে জানা যায়, মামলার বাদী ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি খুলনার মাত্তমডাঙ্গাস্থ এ্যাসেনসিয়াল ল্যাটেক্স প্লান্ট, উৎপাদন (শ্রমিক) পদে যোগদান করেন। ১ বছর পূর্বে মোঃ শফিকুল বারী ডিজিএম (এডমিন) হিসাবে বগুড়া অফিস থেকে খুলনা এ্যাসেনসিয়াল ল্যাটেক্স প্লান্টে যোগদান করেন। প্রতিষ্ঠানে চাকরিকালীন মোঃ শফিকুল বারী বিভিন্ন কাজের অজুহাতে বাদীর কাছে আসতো এবং কাজের ক্ষেত্রে অফিসের বিভিন্ন স্থানে দেখা হলে বাদীকে কুপ্রস্তাবব দিত। বাদী তাকে সবসময় এড়িয়ে চলতো। গত ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় বাদী উক্ত প্রতিষ্ঠানের ভান্ডার বিভাগে ষ্টেশনারী শাখায় কাজ করছিলেন। হাতের কাজ শেষ করে বাদী ওয়শ রুমে যাওয়ার সময় ভান্ডার বিভাগে ষ্টেশনারী শাখার কাছ থেকে আসামি বাদীকে দেখামাত্র ডাক দিয়ে, বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলার একপর্যায়ে একা পেয়ে সামনে থেকে জাপটে ধরে এবং বাদীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে। এ ঘটনায় ঢাকা হেড অফিসের জি এম ইজ্ঞিনিয়ারিং মাহবুব হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো অধিকতর তদন্তেরর পর তদন্ত কমিটি শ্লীলতাহানী করার ঘটনার সত্যতা পায় , এবং অভিযুক্ত শফিউল বারিকে ডিমোশন দিয়ে ডিজিএম এডমিন থেকে (ষ্টোর ম্যানেজার ) হিসেবে গত ১২ মে এক অফিস আদেশে খুলনা থেকে বগুড়াতে বদলি করে । গত ১২ জুন (রবিবার) আসামি আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত দির্ঘক্ষন মামলার বাদির বক্তব্য শোনেন, এবং আসামিকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মোংলায় বনবিভাগের প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শুরু হয়েছে বনবিভাগের প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। স্থায়ী বন্দর এলাকার বনবিভাগের ফুয়েল জেটি রেস্ট হাউসে সোমবার সকাল সাড়ে ১০টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো। এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্যরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে ও সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী শুরু হওয়া এ প্রশিক্ষণে ৩০ জন বন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে দুপুরে উপমন্ত্রী হাবিবুন নাহার সুন্দরবনের করমজল ও আন্ধারমানিকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন যান। তার এ পরিদর্শন সফরে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বনবিভাগের পদস্থ কর্মকর্তারা সাথে রয়েছেন।
মোংলায় স্ত্রীর পূর্বের বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে এক সন্তানের পিতার আত্মহত্যা হত্যা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পারিবারিক কলহের জের ধরে এক বছর বয়সের এক শিশু সন্তানের পিতা আত্মহত্যা করেছেন। সোমবার ভোর রাতে উপজেলার উত্তর কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বর মোল্লা কামরুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা শেখ মোঃ শরীফ (২৮) পেশায় একজন ওয়ার্কশপ পিটার। শরীফ অন্যান্য দিনের মত রবিবার দিবাগত রাতে ওয়ার্কশপের কাজ শেষে বাড়ীতে গেলে স্ত্রীকে নিয়ে মা ও বোনদের সাথে ঝগড়া হয়। স্ত্রীকে নিয়ে পরিবারে এমন ঝগড়াঝাঁটি প্রায়ই হতো। মুলত শরীফের এ স্ত্রীর আগে অন্যত্র বিয়ে ছিলো, পরে তার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে করেন শরীফ। সেই পূর্বের বিয়ের খোটা দিয়ে মা ও বোনেরা প্রায় স্ত্রী এবং তার সাথে ঝগড়াঝাটি করতো। সেই ঝগড়াঝাটির জেরে মা-বোনদের উপর অভিমান, রাগ ও ক্ষোভে সোমবার ভোর রাতে থাকার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শরীফ। শরীফের সংসারে এক বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। পরে আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যতটুকু শুনেছি পারিবারিক কহলের কারণে শরীফ আত্মহত্যা করেছে। তার লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সকালেই বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
বৃষ্টির জন্য দোয়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের কেন্দ্রীয় বাজার জামে মসজিদে সোমবার মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ইস্তেগফার ও বৃষ্টির জন্য দোয়া করেন মসজিদটির খতিব ও ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মোংলায় কোন বৃষ্টিপাত নেই। সেই সাথে চলছে প্রচন্ড তাপদাহ। অনাবৃষ্টি ও তাপদাহে শুকিয়ে গেছে এখানকার পুকুর ও জলাশয়। দেখা দিয়েছে সুপেয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির তীব্র সংকট। এছাড়া তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। সাম্প্রতিক সময়ে আশপাশ এলাকায় বৃষ্টিপাত হলেও দীর্ঘ মাসের পর মাস ধরে বৃষ্টির দেখা নেই মোংলায়। তাই মুসল্লিদের নিয়ে বাজার মসজিদে বৃষ্টির জন্য এ দোয়া অনুষ্ঠিত হয়।
স্কুলছাত্রীকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ
যশোর অফিস
যশোরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোর করে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘ্টনাটি ঘটেছে।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মাহিম (২৭) পালিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ভুক্তভোগী কিশোরী জানান, রোববার বিকালে আমি আমাদের পোষা হাঁস বাড়ির পেছনে পুলের কাছ থেকে নিয়ে আসছিলাম। এ সময় গ্রামের পান্নার ছেলে মাহিম (২৭) মুখ চেপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে আমাকে কোমল পানীয়ের বোতলে থাকা কি যেন একটা জোর করে খাওয়ায়। এ সময় আমার মাথা ঝিমঝিম করছিল। এ সময় আমাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে আমার জ্ঞান ফিরলে বাড়িতে এসে মাকে বিস্তারিত জানাই।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এখনো আমরা থানায় লিখিত অভিযোগ দেয়নি।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. আব্দুস সামাদ বলেন, মেয়েটিকে সেক্সচুয়াল অ্যাসাল্ট হিসাবে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। মেয়েটির আলামত (নমুনা) সংগ্রহ করা হয়েছে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা কোনো অভিযোগ দেয়নি। পুলিশের কাছে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে মামলা করতে পরামর্শ দিয়েছি। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীকে প্রকাশ্যে খুরের আঘাত, স্কুলে হামলা-ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের আবির নামে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে খুর দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে জেলা স্কুলের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এসময় স্কুলে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থী আবির বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আবিরের বাড়ি জেলা স্কুলের সামনে মজমপুর এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ শাহজাদা।
কলকাকলি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে ছেলে-মেয়েরা বাড়ি ফিরছিলো। এসময় জেলা স্কুলের একদল শিক্ষার্থী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে হামলা চালায়। এসময় আবিরকে খুর দিয়ে ডান পায়ের রানে আঘাত করা হয়। শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননেসা সবুজ বলেন, জেলা স্কুলের ছেলেরা আমাদের স্কুলে হামলা করেছে। এসময় আমাদের এক ছাত্রকে খুর দিয়ে আঘাত করেছে তারা। স্কুলের দুটি ভবনের সব জানালা ভেঙে দিেেয়ছ তারা। এ বিষয়ে আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
আবিরের বাবা শাহাজাদা বলেন, ‘সংগ্রামের নেতৃত্বে হামলা হয়েছে। তারা বিএসবি কিশোর গ্যাংয়ের সদস্য। আমার ছেলেতো নিরীহ। তাকে কেন মারা হলো। এ ঘটনায় আমি বিচার চাই।’
পুলিশ জানায়, তিন দিন আগে কলকাকলী স্কুলের আরেক শিক্ষার্থী প্রদীপকে মারধর করেছে জেলা স্কুলের শিক্ষার্থীরা। তারা আবার পুলিশ লাইন্সের এক শিক্ষার্থীকে মারধর করে কলকাকলি স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সেই প্রতিশোধ নিতে জেলা স্কুলের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম বলেন,‘ সকালে ছেলেরা উত্তেজিত হয়। আমি তাদের ঠাণ্ডা করার চেষ্টা করি। তারা আমার কথা না শুনে পুলিশের সামনেই কলকাকলী স্কুলে গিয়ে এক ছাত্রকে খুর মেরেছে। স্কুলে ভাঙচুর চালিয়েছে। এটা লজ্জ্বাজনক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু: পুলিশ বলছে আত্মহত্যা, বাবার দাবি হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কাটাইখানা মোড় এলাকায় জুয়েল রানা নামে এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বলছে, জুয়েল আত্মহত্যা করেছে। কিন্তু পরিবার বলছে, জুয়েলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকার একটি চারতলা ভবন থেকে লাফ দেয় জুয়েল।
গুরুতর আহত অবস্থায় কয়েকজন তরুণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে ভর্তির পর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এই হত্যারহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ ছাড়াও পিবিআই ও সিআইডি।
নিহত জুয়েল রানা তমাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সদরের থানাপাড়া এলাকার মাসুদ রানা ছেলে। সে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
বেলা ২টার দিকে হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, মরদেহের শরীরে কোনো জখমের চিহ্ন নেই। নেই আঘাত বা রক্তও। তবে নাক ও মুখের ভেতর দেখা গেছে রক্ত। বাম হাতের কনুইয়ের নিচে দেখা গেছে কালো দাগ।
জুয়েলের বাবা মাসুদ রানা বলেন, সকাল ৮টার দিকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে ফোন করে জানায়, জুয়েল হাসপাতালে মারা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করে বলেন, এর আগে জুয়েল কখনো কুষ্টিয়ায় একা আসেনি। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করবো।
জুয়েলের চাচা বলেন, সে নিরীহ প্রকৃতির। সে বাড়ির বাইরে একা বের হতো না। তারা বাবা রাজনীতি করে। শত্রুরা তাকে মেরে ফেলতে পারে। এখানে কোনো ষড়যন্ত্র আছে।
ডিআইসি পুলিশের এক কর্মকর্তা বলেন, যে ভবন থেকে জুয়েল ঝাঁপ দিয়েছে, সেখানে এর কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়েল চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে কারা তাকে হাসপাতালে ভর্তি করেছে; তাদের খোঁজা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
যোগীপোল ইউনিয়ন ও কেসিসির ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণ
।। খবর বিজ্ঞপ্তি।।
খানজাহান আলী থানা বিএনপির কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন ও কেসিসির ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৫ ঘটিকায় থানা সাংগঠনিক টিমের প্রধান ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়ার সভাপতিত্বে ফরম বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আবদুস সালাম, শেখ আলমগীর হোসেন, এনামুল হক ডায়মন্ড, মো. এমদাদ হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, আতাউর মোড়ল, আবুল কালাম আজাদ, শেখ মিজানুর রহমান, রুমি শিকদার, শফিকুল ইসলাম, মোল্যা সোহাগ হোসেন, মুন্সী আজমল হোসেন, মোল্লা সোহরাব হোসেন, হেলাল শরিফ, রফিকুল ইসলাম রফিক, চমন আরা বেগম, রেশমি সুলতানা, মীর শওকত হোসেন, কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, বারেক হাওলাদার, শাহজাহান শেখ, মো. মশিউর রহমান, ইমদাদ মোড়ল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, আল মামুন জুয়েল, বেগ আরিফ আল হাসান, মেহেদী হাসান বাপ্পি, ইমতিয়াজ আহমেদ শুভ প্রমূখ।
সন্ত্রাসী হামলায় আহত চেয়ারম্যানের শয্যাপাশে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান গাজী জাকির হোসেন রবিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর সন্ত্রাসী হামলার খবর শুনে গতকাল হাসপাতালে তার শয্যাপাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধ্যা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ছাত্রনেতা ইসমাইল মৃধা ইমন প্রমুখ। নেতৃবৃন্দ এসময় জাকির হোসেনের চিকিৎসার সার্বিক খোজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বাদ আছর নগরীর পিটিআই জামে মসজিদে ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইশহাক তালুকদার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সরদার রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল, মিজানুর রহমান ডিকেন, হাবিবুর রহমান, সেলিম বড় মিয়া, মুন্সি ইদ্রিস, আশিকুর রহমান সেলিম, শাহাবুদ্দিন আহমেদ, মিরাজ শেখ, মো. হাসান, টিটু, ফয়সাল হোসেন, শফিকুল ইসলাম, মো. জুয়েল, কামাল হোসেন, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, আব্দুল প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর পাশাপাশি তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, তাহলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনে হিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে নেবে। এখনো সময় আছে। এখনো বাঁচতে পারবেন। এখনো কিছুটা রক্ষা পেতে পারেন। এরপরে আর পালাবার সময় পাবেন না। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের মানুষেরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুর্বার গণ-আন্দোলন শুরু হলে এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য সরকার গঠন করা হবে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য মসজিদে সকলে দু’হাত তুলে আল্লাহ্’র নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি যেন সুস্থ হয়ে আবার জনগনের সেবা করতে পারেন।
এসএসসি পাস ‘বিশেষজ্ঞ চিকিৎসককে’ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখা এবং ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে আতিকুজ্জামান চঞ্চল (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, এসএসসি পাসের পর প্যারামেডিক্যাল এবং আরএমপি বিষয়ক ট্রেনিং নিয়ে তিনি বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
সোমবার (১৩ জুন) দুপুরে জীবননগর পৌর শহরের ইব্রাহিম টাওয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ওই চিকিৎসকে জরিমানা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চল জীবননগর পৌর শহরের লক্ষীপুর পাড়ার মৃত আয়ুব আলীর ছেলে।
ইউএনও আরিফুল ইসলাম বলেন, ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে আতিকুজ্জামান চঞ্চল জীবননগর শহরে চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসা দেওয়ার নামে নানা কৌশলে সাধারণ মানুষের প্রতারণা করেছেন তিনি। অভিযোগ পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার সনদের কাগজপত্র ভুয়া প্রমাণিত হয়। পরে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এসএসসি পাস করে দুটি মেডিক্যাল বিষয়ক দুটি প্রশিক্ষণের ওপর ভিত্তি করে তিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান সুজন এবং ওসি আব্দুল খালেকসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
নৌকা থেকে ব্যাংক কর্মচারীর ঝাঁপ, উদ্ধারে এলে দেন ডুব
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে মো. আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মচারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরকান্দি খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ওই ব্যক্তি অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখার কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। তিনি কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার মৃত আজাহার উদ্দিন মিয়ার ছেলে।
তার পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। হয়তো রোগের কারণেই হঠাৎ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাতে পারেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গড়াই নদীর তেবাড়িয়া খেয়াঘাট এলাকায় চলন্ত নৌকা থেকে ঝাঁপ দেন তিনি। এরপর নৌকায় থাকা মাঝি ও অন্যান্যরা তাকে ওঠানোর চেষ্টা করলে তিনি পানিতে ডুব দেন। এরপর নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর খেয়াঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে জিলাপীতলা এলাকা থেকে জেলেরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হেফাজতে নেয় এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
তা স্ত্রী নুরজাহান বলেন, ‘আমার স্বামী অগ্রণী ব্যাংকে চাকরি করে। সকালে হোটেলে খাওয়ার কথা বলে বের হয়। পরে ফোন পেয়ে জানতে পারি, নদীতে ঝাঁপ দিয়েছে। তিনি প্রায় মাসখানেক মানসিক রোগে ভুগছেন।’
উপজেলা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম বলেন, ‘আফজাল ব্যাংকের কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। শুনেছি নদীতে ঝাঁপ দিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘আত্মহত্যার উদ্দেশে চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়েছিলেন। দেড় ঘণ্টার অভিযানে জীবিত উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘জীবিত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা দেখাশোনা করছেন।’
বিষ দিয়ে মেরে ফেলা হলো ১৪ লাখ টাকার মাছ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। রোববার (১২ জুন) রাতে উপজেলার লাবসা ইউনিয়নের শুল্কির বিলে আলি হোসেনের ২০ একর আয়তনের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। ভুক্তভোগী আলী হোসেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার।
বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপরে ভেসে ওঠে।
এ ঘটনায় ইউপি মেম্বার আলি হোসেনের স্ত্রী নাছিমা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েক বছর ধরে কৈখালী গ্রামের আনছার আলীর ছেলে আমজাদ হোসেনের সঙ্গে ইউপি মেম্বার আলি হোসেনদের বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন রাতে আমজাদ হোসেন, তার ছেলে আনারুল ইসলাম, একই এলাকার মৃত এসএম সরদারের ছেলে ইমান হোসেনসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজন আলি হোসেনের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেন। খবর পেয়ে আলি হোসেনের পরিবারের সদস্যরা ঘেরে গেলে আমজাদ হোসেনসহ অন্যরা পালিয়ে যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
দেশে অ্যান্টিবায়োটিক গ্রহণে দ্বিতীয় খুলনা বিভাগ
স্টাফ রিপোর্টার
দেশে অ্যান্টিবায়োটিকের অতিব্যবহার ও অপপ্রয়োগ বাড়ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ৮১ শতাংশ রোগী অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন। ফলে উপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে।
দেশে অ্যান্টিবায়োটিক গ্রহণের দিক দিয়ে খুলনা বিভাগ দ্বিতীয় স্তরে রয়েছে। ময়মনসিংহ বিভাগের রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক গ্রহণের হার সবচেয়ে বেশি।
জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া পল্লী চিকিৎসকদের প্রেসক্রিপশন ও ফার্মেসী মালিকদের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন রোগীরা। সামান্য জ্বর ও সর্দি কাশিতেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। বিশেষ করে শিশুদের ওপর এর প্রয়োগ সবচেয়ে বেশি।
এ প্রসঙ্গে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. জাহিদ হোসেন বলেন, ‘অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হচ্ছে। রোগীর পরিবারের অর্থ অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে অল্প বয়সী রোগীদের স্বাস্থ্যহানি ঘটছে।’
খুলনা মেডিকেল কলেজের ডা. অপু বলেন, ‘অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সামান্য সর্দি, জ্বরেও রোগী যখন অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন করছেন, পরবর্তীতে তার শরীরে অনেক ওষুধ কাজ করছে না। ক্ষেত্র বিশেষ রোগ নির্ণয় করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।’
খুলনার গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বঙ্গকমল বসু বলেন, ‘অ্যান্টিবায়োটিকের অতিমাত্রায় ব্যবহারে জীবাণু প্রতিরোধ করার জন্য হাতের অস্ত্র কমে আসছে। জীবাণুর দৌরাত্ম্য বাড়ছে।’
বিশেষজ্ঞ চিকিৎসক জি এম শাফাত আল দ্বীন বলেন, ‘চিকিৎসা ব্যবস্থা সঠিক কাঠামোতে নেই। মেডিকেলের সঠিক জ্ঞানের অভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। ফলে রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এ জন্য অতি ব্যবসায়ী মানসিকতার চিকিৎসক ও ওষুধ প্রস্তুত কোম্পানি দায়ী।’
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু ঈসা নুর বলেন, ‘মাত্রাতিরিক্ত ও কম ডোজের অ্যান্টিবায়োটিকের কারণে উপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। ফলে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেলর অফিসার ডা. আহমাদ হোসাইন বলেন, ‘পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিকের পরামর্শে রোগীরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। এতে উপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগীর কোনো কাজ হচ্ছে না।’