দিঘলিয়া প্রতিনিধি||
গত রবিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন (৫৫) উপর দুর্বৃত্তরা হমলা চালিয়ে মারাত্মক আহত করে। আহত চেয়ারম্যান কে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল স্থানান্তরিত করা হয়।
স্হানীয় লোকজন জানান, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন,মৎস্য ঘেরের প্রয়োজনীয় কাজ সেরে, বারাকপুর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে , বারাকপুর বাজার টু আড়ূয়া ঘাট প্রধান সড়ক, বোয়ালিয়া চর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার এর কাছে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে পিছন থেকে দ্রুত অন্য একটি মটর সাইকেলে (৪জন) আরোহী দ্রুত অতিক্রম করে চেয়ারম্যান জাকির হোসেনকে সজরে লাঠি দিয়ে হাতে আঘাত করে, চেয়ারম্যান জাকির হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর মোটরসাইকেল সহ-পড়ে যায়, সন্ত্রাসীরা চেয়ারম্যানকে টেনে হেঁচড়ে রাস্তার পাশে নিয়ে দুই হাত ও দুই পয়ে, হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গাজী জাকির হোসেন নিজেই তার মটর সাইকেল চালাচ্ছিলেন , চেয়ারম্যান এর সাথে থাকা পিছনে বসা বেক্তিকে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে, প্রান রক্ষায় দৌড়ে অন্ধকারে পালিয়ে থাকে। চেয়ারম্যানের মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। রাস্তায় চলাচল কারীরা রাস্তার উপর মোটরসাইকেল পড়ে থাকতে দেখে চেয়ারম্যানের গাড়ি নিশ্চিত দেখে চেয়ারম্যান কে খুঁজতে থাকে , পাশের খালে চেয়ারম্যান জাকির হোসেনের নিথর পড়ে থাকতে দেখে চিৎকার দিলে, আসে পাশের মানুষ চেয়ারম্যানকে খাল থেকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়।
চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়লে বারাকপুর ইউনিয়নের সর্বত্রই উত্তেজনা দেখা দেয়, দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা সিটি মেডিকেল হাসপাতালে খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেয়ারম্যানের চিকিৎসার খোঁজখবর নেন।