খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনা মহানগর বিএনপির দোয়া মাহফিল আজ (১৪ জুন) মঙ্গলবার বিকাল ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে মহানগরী থানা ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (১০ জুন) মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের জটিলতা শুরু হওয়ায় বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর হৃদযন্ত্রের প্রধান আর্টারিতে ধরা পড়েছে ৯৯ শতাংশ ব্লক। রিং পরানো হয়েছে। ২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।