স্পোর্টস ডেস্ক।।
২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মিতিালি রাজ। বুধবার অবসরের ঘোষণা দেন এই ভারতীয় কিংবদন্তি নারী ক্রিকেটার।
ভারতের জার্সিতে ৩৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার মিতালি ১২টি টেস্ট (৬৯৯ রান), ২৩২টি ওয়ানডে (৭৮০৫ রান) ও ৮৯টি টি-টোয়েন্টি (২৩৬৪ রান) খেলেছেন। ১৯৯৯ সালে অভিষেকের পর খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন এই তারকা। তাকে নারী ক্রিকেটের রানি বললেও ভুল হবে না।
নিচে পাঠকদের জন্য মিতালি রাজের রেকর্ডগুলো তুলে ধরা হলো।
নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক :
২০২১ সালের জুলাইয়ে মিতালি নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন। তিনি পেছনে ফেলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে (১০, ২৭৩)। ক্রিকেটে এই দুজন ছাড়া আর কেউই এখন পর্যন্ত ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে পারেননি। মিতালির ক্যারিয়ার শেষ হয় ১০,৮৬৮ রানে।
নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক :
ক্যারিয়ারে ২৩২ ম্যাচে ৭ হাজার ৮০৫ রান করেছেন মিতালি, যা নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ এডওয়ার্ডস ১৮১৩ রান পিছিয়ে। শীর্ষ ৭ দেশের ক্রিকেটারের মধ্যে রাজ একমাত্র ব্যাটার যার ৫০ এর ওপর গড় রয়েছে।
তার নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২৩৬৪ রান রয়েছে। যা ভারতের হয়ে সর্বোচ্চ।
সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান (দ্বিতীয়) :
১৯৯৯ সালে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির দেখা পান মিতালি। সেসময় তার বয়স হয়েছিল ১৬ বছর ২০৫ দিন। এমনকি সেসময় তিনি সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরির মালিক হন। ২২ বছর পর ২০২১ সালে তার রেকর্ড ভাঙেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। নিজের ১৬তম জন্মদিনে সেঞ্চুরির মালিক হন হান্টার।
সবচেয়ে বেশি ম্যাচ :
আন্তর্জাতিক নারী ওয়ানডে ক্রিকেটে রাজ মাত্র দুজন ক্রিকেটারের একজন, যিনি ২০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন (২৩২)। অন্যজন হলেন তারই এতদিনের সতীর্থ ঝুলন গ্বোসামী।
সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি :
ওয়ানডেতে মিতালির ৭১টি হাফসেঞ্চুরি ও টি-টোয়েন্টিতে ১৭টি। তার মোট এই ৮৮টি ফিফটি আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ।
অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান :
২০১৪-১৭ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে রাজ ১৭ ম্যাচে ৫৩৫ রান করেন রাজ, যা ভারতের অধিনায়ক হিসেবে এক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ।
টেস্টের সেরা :
ভারতের একমাত্র নারী ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মিতালি। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার ২১৪ রানের স্কোর নারী টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
দীর্ঘতম ক্যারিয়ার :
১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় মিতালির। তার ২৩ বছরের ক্যারিয়ার নারী ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ।
অধিনাক হিসেবে রেকর্ড (অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়) :
রাজের নেতৃত্বে ভারতীয় নারী দল ১৫৫ ম্যাচে ৮৯টি জয় পায়। নারী ক্রিকেটে যা সবচেয়ে বেশি। তার ১৫৫ ম্যাচের অধিনায়কত্বটাও নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ।
অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ :
২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে মিতালি পেছনে ফেলেন বেলিন্ডা ক্লার্ককে। তিনি বিশ্বকাপে মোট ২৮টি ম্যাচে ভারতের দলনেতা হিসেবে ছিলেন।
এশিয়া কাপে রেকর্ড :
এশিয়া কাপে মিতালির অধিনায়কত্বে ভারত টানা ৪টি শিরোপা জেতে (২০০৫-৬, ২০০৬-০৭, ২০০৮)।
ইংল্যান্ডে রাজ :
২০১৪ সালে রাজের নেতৃত্বে ভারত ইংল্যান্ডে ইতিহাস সৃষ্টি করে। সেবার প্রথম টেস্ট জিতে ইংলিশদের মাটিতে প্রথমবার সাদা পোশাকে জয় পায় ভারতীয় নারীরা।