বিএনপি’র শ্লোগানের মধ্য দিয়ে দেশ আজ দুই শিবিরে বিভক্ত : বাবুল রানা

4

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, পঁচাত্তরের হাতিয়ার শ্লোগানের মধ্য দিয়ে প্রমানিত বিএনপিই বঙ্গবন্ধুর হত্যাকারী। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর রক্তের উপর দাড়িয়ে রাজাকারদের নিয়ে বিএনপি’র সৃষ্টি করেছিলো। তিনি আরো বলেন, এই শ্লোগানের মধ্য দিয়ে দেশ আজ দুই শিবিরে বিভক্ত একটি স্বাধীনতার পক্ষে অপরটি বিপক্ষের। একটি স্বাধীনতার পক্ষের আর যারা পঁচাত্তরের হাতিয়ারের শ্লোগান দেয় তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শিবির। সুতরাং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে কোন সমঝোতা বা রাজনীতি চলতে পারে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, হাফেজ মো. শামীম, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, ফয়েজুল ইসলাম টিটো, মো. মোতালেব মিয়া, আতাউর রহমান শিকদার রাজু, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল।
এসময়্ েউপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবাল, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, আইরিন চৌধুরী নিপা, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, এ্যাড. এনামুল হক, শরীফ এনামুল হক, মোস্তাক আহমেদ টুটুল, কাউন্সিলর আমেনা হালিম বেবী, মোক্তার হোসেন, রুহুল আমিন খান, আলী আকবর, চ. ম মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মো. নুর ইসলাম, মো. জাহিদুল ইসলাম, এ্যাড. শেখ ফারুক হোসেন, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, শেখ আব্দুল আজিজ, মো. জাহিদুল হক, শেখ মো. রুহুল আমিন, মো. ইউসুফ আলী খান, ওহিদুল ইসলাম পলাশ, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, সেলিম মুন্সি, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, মো. জাকির হোসেন হাওলাদার, এস এম হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. মিলটন, আফরোজা জেসমিন বিথী, মেহজাবিন খান, ফেরদৌসী আলম রিতা, মো. জিলহাজ্ব, মাহমুদুর রহমান রাজেশ, কামরুল ইসলাম, মো. শওকাত হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।