যশোর অফিস।।
যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার দুদিন পরই দলীয় পদ হারালেন সাবেক ইউপি মেম্বার শফিকুল ইসলাম ওরফে শফি।
পুলিশের শীর্ষ মাদক কারবারির তালিকায় থাকা ১৬ মামলার আসামি শফি মেম্বারকে গত ২৮ মে ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
এ নিয়ে ৩০ মে যুগান্তরে খবর প্রকাশ হলে সমালোচনা শুরু হয়। এরপরই উপজেলা আওয়ামী লীগ শফির সভাপতি পদ স্থগিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ১৪ শীর্ষ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন।
সেই তালিকায় চার নম্বরে ছিল চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে শফি মেম্বারের নাম।
তখন মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হলে শফি মেম্বার বিদেশ চলে যান। সম্প্রতি দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
গত ২৮ মে যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। এতে শফি মেম্বারকে সভাপতি ও মাস্টার ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নাম প্রস্তাবের পর সমর্থনের ভিত্তিতে শফি মেম্বার সভাপতি মনোনীত হয়েছিলেন। কিন্তু তখন আমরা তার ‘আমলনামা’ জানতাম না। সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে সাংগঠনিক কারণে তাকে সভাপতি মনোনীত করা হয়েছিল। পরবর্তীতে তার ‘আমলনামা’ আমলে বিবেচনায় নিয়ে সভাপতি পদ স্থগিত করা হয়েছে।