ঢাকা অফিস।।
ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বেশি কেন? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কারসাজির কারণে যদি দাম বেশি হয়, তাহলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরাসরি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হলেও মূল আলোচনায় জায়গা করে নেয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিশেষ করে চলের দাম বৃদ্ধি প্রসঙ্গে।
ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কেউ অবৈধভাবে চাল মজুদ করে সংকট সৃষ্টি করছে কিনা-তা দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নিয়ম-নীতি লঙ্ঘন করে অনেক ব্যবসায়ী চাল নিয়ে কারসাজিতে নেমেছে বলে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।