খুলনাঞ্চল ডেস্ক।।
বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছ থেকে বিপুল পরিমাণ গম সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বিশ্বজুড়ে খাদ্যঘাটতি সৃষ্টি হয়েছে। মূলত তা মোকাবেলায় ১৫ লাখ টনের বেশি গম সরবরাহের অনুরোধ পেয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৩০ মে) দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ চাহিদার বেশিরভাগই বাংলাদেশের কাছ থেকে এসেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানান, অর্ধডজনের বেশি দেশ গম সরবরাহের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।
গত ১৩ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। দেশের অভ্যন্তরে সরবরাহ ঠিক রাখতে এবং মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে এ পদক্ষেপ নেয় তারা। তবে প্রতিবেশি ও দরিদ্র দেশগুলোতে গম সরবরাহ বজায় রাখার কথা জানায় নয়াদিল্লি।
অন্যান্য দেশের কাছ থেকে কিনতে যে দাম লাগে, তার চেয়ে ৩০ শতাংশ কমে ভারতের কাছ থেকে গম পায় বাংলাদেশ। এছাড়া দেশটি থেকে এক সপ্তাহের মধ্যে এদেশে খাদ্যশস্যটি পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই ভারতীয় গমের নিয়মিত ক্রেতা বাংলাদেশ।
সম্প্রতি গম আমদানির জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ। কিন্তু উচ্চ মূল্যের কারণে পরবর্তীতে তা বাতিল করে ঢাকা। ২০২২ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে ভারত থেকে রেকর্ড ৪০ লাখ টন গম আমদানি করে বাংলাদেশ। এক বছর আগে যার পরিমাণ ছিল মাত্র ১২ লাখ টন।