ডলার নিয়ে অস্থিরতার মুখে ব্যাংক এমডিদের সঙ্গে বসছেন গভর্নর

9
Spread the love

ঢাকা অফিস।।
আমদানি দেনা এবং বকেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ায় বাজারে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় সরবরাহ নেই। এ কারণে বাজারে এর সংকট তীব্র আকার ধারণ করেছে। উপরন্তু চাহিদা বেড়েই যাচ্ছে। এতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। ডলার নিয়ে এমন অস্থিরতার মুখে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী/এমডিদের সঙ্গে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামীকাল (বৃহস্পতিবার) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গভর্নর স্যার ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ব্যাংকগুলো কেন আন্তব্যাংক মুদ্রাবাজারের দরের চেয়ে অনেক বেশি দামে ডলার বিক্রি করছে- সে বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র।

এ ছাড়াও ব্যাংকিং খাতের আরও অনেক বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান সিরাজুল ইসলাম।