খুলনায় দেয়াল চাপায় নিহত তামিমের বাবাকে চাকরি

4

স্টাফ রিপোর্টার।।
খুলনার বয়রা এলাকায় দেয়াল ধসে নিহত শিশু তামিমের বাবা মিঠু আকনকে চাকরি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ময়নাতদন্ত ছাড়াই শনিবার লাশটি দাফন করা হয়েছে।
তামিমের বাবা মিঠু আকন জানান, গত শুক্রবার দুপুরে বিদ্যুৎ ভবনের দেয়াল ধসে তাঁর ছেলে নিহত হয়। শনিবার জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

ওজোপাডিকোর ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা জানান, মিঠু আকনকে আউটসোর্সিংয়ের আওতায় বিদ্যুৎ বিভাগে ‘লাইন হেল্পার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রোববার থেকে যোগদান করতে পারেন। এ ছাড়া দেয়াল ধসে যে ২ শিশু আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করছেন তাঁরা।
নাজমুল হুদা জানান, ওজোপাডিকো কার্যালয়ের পেছনের ঝুঁকিপূর্ণ দেয়াল গত শুক্রবার বিকেলে ভেঙে ফেলা হয়। সেখানে টিন দিয়ে ঘিরে কাজ চলছে। পশ্চিম পাশের ঝুঁকিপূর্ণ দেয়াল রোববার ভেঙে সেখানেও টিন দিয়ে ঘিরে রাখা হবে। পরে দরপত্রের মাধ্যমে নতুন করে দেয়াল নির্মাণ করা হবে।