মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাট রামপালে সরকারী খাল দখল মুক্ত ও বাঁধ অপসারণের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন শনিবার দিনভর উপজেলার বিভিন্ন খাল দখল মুক্ত ও বাঁধ অপসারণের অভিযান চালান। এ সময় তার সাথে ছিলেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ।
শনিবারের অভিযানে ওই ইউনিয়নের হেতালমারী খাল, বড় ভাইজোড়া খাল, ছোটভাই জোড়া খাল, কৈয়ার খাল, ফুলতলার খাল, বরইতলার খাল, ময়েন্দাখালীর খাল ও পুটিমারীসহ ৮ টি খালের বেশ কয়েকটি বাঁধ অপসারণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, নদী-খাল দখল ও দূষণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দখলবাজেরা যতই শক্তিশালী হোক কেউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।