মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় টাকা নিয়েও জমির দলিল না দেওয়ায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী এক মাছের পোনা ব্যবসায়ী। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে ১৩ শতক জমি দেয়ার কথা বলে টাকা নিয়েও দলিল দেয়নি অখিল বৈরাগী। ওই গ্রামের হুমায়ূন কবির নামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তিনি দলিল না দিয়ে এখন তাকে উচ্ছেদের পায়তারা করছেন। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।
মামলার সূত্রে জানা গেছে, জয়খাঁ গ্রামের মতলেব শেখের ছেলে হুমায়ূন কবিরের কাছ থেকে গত ২০২০ সালে ১৩ শতক জমি দিয়ে দুই দফায় আড়াই লাখ টাকা নেয় মৃত নিরোধ বৈরাগীর ছেলে অখিল বৈরাগী। কিন্তু এখনও পর্যন্ত সেই জমির কোন রেজিস্ট্রি দেয়নি অখিল। এ ব্যাপারে জমি রেজিস্ট্রির জন্য বলা হলে ভুক্তভোগী হুমায়ূন কবিরকে গত ৭ মে মারধর করে অখিল বৈরাগী। পরে ওই জমি থেকে তাকে উচ্ছেদের জন্য অখিল মাটি কাটার মেশিন দিয়ে হুমায়ূনের বসতবাড়ি ভাংচুর করে। সোনাইলতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর মনমতো বৈরাগী বলেন, জমি দেওয়ার কথা বলে হুমায়ূনের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা সত্য। অখিল বৈরাগী টাকা নিয়ে কেন জমি রেজিস্ট্রি দিচ্ছেন না তা বলতে পারবো না।
এ ব্যাপারে অখিল বৈরাগীর বলেন, জমি দেওয়ার কথা বলে আড়াই লাখ নয় এক লাখ টাকা নিয়েছি। তবে সে টাকা ফেরত দিয়ে ওই জমি দখলে নেওয়া হবে। আর মারামারি ঘটনা সত্য না বলেও জানান তিনি।
মোংলা থানার এএস আই আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটা পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।