ক্রীড়া প্রতিবেদক।।
১৫ জুন এর মধ্যে যে কোন দিন শুরু হবে খুলনার বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ফুটবল এ্যসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে লীগে অংশগ্রহণকারী ১৬টি দলের রেজিস্ট্রেটশন সম্পন্ন করেছে। সকল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগে অংশ নেয়া ১৬টি দলকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনা এসবিআলী ফুটবল একাডেমির
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন খালিশপুরে এসবিআলী ফুটবল একাডেমির নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা হলেন একাডেমির প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সভাপতি মো. বাবুল হোসেন বাবলা, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, কোষাধ্যক্ষ কাজী শহিদুল হক শুভ্র, সদস্য সমীর কৃষ্ণ হীরা, মো. জিয়া, নজরুল ইসলাম শিমুল, রবিউল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সিদ্দিকুর রহমান, আবু দাউদ মোল্লা, শরিফুল ইসলাম মুন্না।