দাকোপে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বসত বাড়ি

5
Spread the love

 

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়নের নিলয় বিশ্বাসের বসত ঘর গতকালের কালবৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙে লন্ডভন্ড। জানা যায় দাকোপের ৫নং সুতারখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কালবৈশাখীর তান্ডবের শিকার হয়েছেন মঙ্গল বিশ্বাসের বড় ছেলে নিলয় বিশ্বাস।

তার বসত ঘর, রান্না ঘর, গোয়াল ঘর সহ সকল ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে একেবার মটির সাথে বিলীন করে দিয়েছে। ফলে ওই পরিবারের ৬ জন সদস্য এখন তারা অসহায় জীবন জাপন করছে। ক্ষতি গ্রস্থ্য নিলয় বিশ্বাস বলেন হঠাৎ আসা কালবৈশাখী ঝড় আমার বাড়ি ঘর সহ সব কিছু ভেঙে তচনচ করে দিয়েছে। এখন খোলা আকাশের নিচে বসে আছি পরিবারের সকলকে নিয়ে।

এলাকার মোঃ জিয়াউর রহমান জানান বৈশাখের তান্ডবে তাদের সব কয়টি ঘর ভেঙে যে অবস্থার শিকার হয়েছে তাতে ওই পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার ভাষা আমি হারিয়ে ফেলেছি। তাই অতি তাড়াতাড়ি এই অসহায় পরিবারের পাশে এসে দাড়াতে সমাজের সকলকে আহবান জানাচ্ছি।