দাকোপে ব্রি ধান ৬৭ জাতের উপর কৃষক মাঠ দিবস

5
Spread the love

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে লবণ সহনশীল বোরো ধান ব্রি ৬৭ জাতের প্রদর্শনীর একটি ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুর এ মাঠ দিবসের আয়োজন করেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় খাটাইল দক্ষিণ পাড়া গ্রাম সমিতি সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ডা. তাহমিদ হোসেন আনছারির সভাপতিত্বে এ মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ব্রি গাজীপুরের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান (পিএসও) ড. মনিরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প পরিচালক এবং সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. প্রিয় লাল চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, ব্রি‘র বিজ্ঞানী সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. দেবজিৎ রায়, মোঃ বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ শেখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক হিরণময় বিশ^াস, রাধিকা মন্ডল, প্রিয়া মন্ডল প্রমুখ। এসময় এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, এই অঞ্চলে শুকনো মৌসুমে পানি ও মাটির লবণাক্ততার কারণে অনেক জমি পতিত থাকে। অনেক বছর ধরে ব্রি‘র বিজ্ঞানীরা গবেষনা করে আসছে কিভাবে দক্ষ সেচ ও মাটির লবণাক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা যায়। আগে এখানে বোরো ধানের চাষ হতো না। এবছর প্রথম এখানে প্রায় ১০০ বিঘা জমিতে বোরো ৬৭ জাতের ধানের চাষ হয়েছে। প্রতি ৩৩ শতকের বিঘায় ২৩ মন করে ধানের ফলন হয়েছে।