ডিসপোজেবল কাপও নিরাপদ নয়

4
Spread the love

মিলি রহমান।।
প্লাস্টিকের বোতল বা পাত্রের পানি পানে ঝুঁকির কথা সবারই জানা। এবার জানা গেল ডিসপোজেবল বা পচনশীল কাপও মোটেই নিরাপদ নয়। একবার ব্যবহারযোগ্য এই কাপ প্লাস্টিক দূষণের অন্যতম কারণ বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষকরা বলছেন, পরিবেশবান্ধব বলা হলেও আসলে তা নিরাপদ নয়। এগুলো থেকে লাখ লাখ কোটি প্লাস্টিক কণা মেশে চা, কফিসহ পানীয়তে। কণাগুলো অতি ক্ষুদ্র হওয়ায় খালি চোখে দেখা যায় না। খবর ডেইলি মেইলের।

যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজির গবেষকরা ডিসপোজেবল কাপ নিয়ে পরীক্ষায় দেখেছেন- এই পাত্রকে পানি নিরোধক করতে এগুলোর ভেতরের অংশে পাতলা প্রলেপ দেওয়া হয়, যা লো-ডেনসিটি পলিইথাইলিনের তৈরি। কাপগুলোতে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো পানীয় রাখার পর ওই প্রলেপ গলতে শুরু করে। এ সময় লাখ লাখ কোটি প্লাস্টিক কণা পাত্রের তরলে মিশে যায়। এগুলোর গড় আকৃতি ৩০ থেকে ৮০ ন্যানোমিটার। এগুলো মানব কোষে প্রবেশ করে নানা সমস্যা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন গবেষক ক্রিস্টোফার জাংমেইস্টার।

তিনি বলেন, আমাদের পরিবেশে অসংখ্য প্লাস্টিক মিশে আছে। মাত্র এক লিটার পানিতেই লাখ লাখ কোটি ন্যানো প্লাস্টিক পাওয়া গেছে। তবে এগুলো মানুষ বা পশুপাখির দেহে কী ক্ষতি করছে, তা নির্দিষ্টভাবে জানতে আরও গবেষণা প্রয়োজন।