সব দলকে হরতালে সমর্থন দেওয়ার আহ্বান বামজোটের

2

ঢাকা অফিস।।

আগামী ২৮ মার্চ ডাকা হরতাল বাস্তবায়নে সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, পেশাজীবী সংগঠন ও নেতাদের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জোটের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, বিপ্লবী পার্টির পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর বিধান দাস এবং জোট নেতা আব্দুল্লাহ কাফি রতন, জুলফিকার আলি, মুনিরুদ্দিন পাপ্পু, মো. রুবেল, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।