সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

25

দেশে পরিকল্পিভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে : তুহিন

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে সরকার পরিকল্পিভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে। এজন্য বাজার সিন্ডিকেট এককভাবে দায়ী নয় বরং রাজনৈতিক অপশক্তি এর পেছনে রয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। জনগন যা বলতে চায় তা বলতে দেয়া হচ্ছে না। জুলুম-নির্যাতন সহ্য করলেও সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই জনগণের ক্ষোভের মুখে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে রবিবার (২০ মার্চ) বিকাল ৫টায় নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে পথ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ফলে নিম্ন ও নিম্ন মধ্যবৃত্তের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সরকারের কারণেই দেশে অবক্ষয়ের জয়জয়কার চলছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, ওয়াহেদুর রহমান দিপু, কে এম হুমায়ুন কবির, আফসার উদ্দিন মাস্টার, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, ইস্তিয়াক আহমেদ ইস্তি, ডা. ফারুক হোসেন, সজীব তালুকদার, কেএম মাহবুব আলম, মাসুদ খান, রেজাউল ইসলাম সাবু, হানিফ মাহমুদ, শফিকুল ইসলাম বাদল, সাজু মিয়া, এইচএম আসলাম হোসেন, একেএম সেলিম, মো. সহিদ খান, মো. হুমায়ুন কবির চৌধুরী, মিজানুর রহমান, মো. বাবুল রানা, মো. আসাদ, হান্নান হাওলাদার, বাবুল হোসেন, মোকলেছ, আব্দুল কুদ্দুস, বেল্লাল হোসেন, লোকমান, গাজী রফিক, গোলজার, জামাল হোসেন, সোবহান, ইবাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম মুরাদ, আব্দুস সালাম, মো. জিয়াউর রহমান, গাজী আব্দুর রহমান, মেহেদী হাসান, ফারুক হোসেন, রমজান, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ, চাঁন মিয়া, হেলাল, মো. হুদা, মেহেদী হাসান, রফিকুল, সাখাওয়াত হোসেন, আমিন আহমেদ, রবিউল ইসলাম রবি, আবু সায়েম,  মো. আব্দুর রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, কবির ফরাজী, ইয়াসিন, মো. বাবু, এজাজ মোল্যা, মো. সুমন, ইদ্রিস, রবিউল ইসলাম, লুৎফুন্নাহার লাভলী, স্নেহা জামান, ফাতেমা আক্তার প্রমুখ।    

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খুলনা বিএনপির বিস্তারিত কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

যথাযথ মর্যাদা এবং নানান কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে বিএনপি। দিবসটি পালনের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রস্ততি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন দলটির নেতৃবৃন্দ। একই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত একাধিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২ মার্চ মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। সকাল ১১টায় পালিত হবে এ কর্মসূচি।

এছাড়া ২৪ মার্চ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত মহানগর বিএনপি’র উদ্যোগে খুলনায় প্রতীকী অনশন পালিত হবে।

আগামী ২৬ মার্চ শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান দলীয় কার্যালয় সহ মহানগর ও জেলার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় গল্লামারি বধ্যভূমিতে শহীদদের আত্মত্যাগের সম্মানে শ্রদ্ধার্র্ঘ নিবেদন। বিকাল ৩টায় নগরীতে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। সকল কর্মসচি পালিত হবে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে।

এছাড়া আগামী ৩০ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘প্রতীকী অনশন’ সকাল ১০টা হতে দুপুর ৩ টা পর্যন্ত খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পালিত হবে।

সভা পরিচালনা করেন যৌথভাবে মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মো :মাসুদ পারভেজ বাবু, মেজবাউল আলম, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, ডাক্তার গাজী আবদুল হক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রেবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান, সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, কাজী মিজানুর রহমান, জি এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মনিরুজ্জামান লেলিন, নাজমুস সাকিব পিন্টু, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান আরিফ, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামাল উদ্দিন, রুম্মান  আযম, মোঃ আব্দুল হালিম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসনাত রিজভী মার্শাল, গাজী  আফসার উদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, রাহাত আলী লাচ্চু, আনসার আলী, নাসির উদ্দিন খান, ইঞ্জিনিয়ার টিটু ভূঁইয়া, আব্দুস সালাম, হাবিবুর রহমান রিটু, আলমগীর হোসেন, শেখ আবুল বাশার, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন দিদার, তারিকুল ইসলাম তারিক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরি  নেওয়াজ চন্দন, মোহাম্মদ জাহিদ হোসেন, শামসুল বারি পান্না, মিজানুর রহমান মিলটন, মাহমুদ জাহিদ আল কাদির, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মজিবর রহমান, চৌধুরী কাওসার আলী, মোল্লা সাইফুর রহমান, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, ইবাদুল হক রুবায়েদ, খান ইসমাইল, শেখ হেমায়েত হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ।

দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেক গুরুতর আহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর সূত্রে জানা গেছে ২০ মার্চ রবিবার দুপুর ১ টায় গিলাতলা দক্ষিণপাড়া গফ্ফার ফুড মোড় এলাকায় পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিরোমণি ও গিলাতলা গাজীপাড়া এলাকার কতিপয় যুবকের ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল গিলাতলা দক্ষিণপাড়া এলাকা বাসীর উপর দেশী অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চলায়। খবর পেয়ে  দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেক ঘটনা স্থলে পৌছে ছবি তোলাকালীন সময়ে সন্ত্রাসী কর্তৃক হামলার স্বীকার হন। এসময় খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসকে মুঠোফোনে জানালে তিনি তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানায় আনা হয় এবং তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগে চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে , তিনি আরোও বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গুরুতর আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেককে প্রথমে ফুলবাড়ীটে প্রথমিক চিকিৎসা শেষে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন ও সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার সহ সকল সাংবাদিকবৃন্দ।

রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি স্থগিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ দাবি আদায়ের লক্ষে  ৩ দিনের কেন্দ্রীয় এর সকল কর্মসূচি স্থগিত।  ২০ মার্চ রবিবার বেলা ৩টায় ঢাকা বিজেএমসি’র অডিটোরিয়ামে সংগঠনের দাবী আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেএমসি’র চেয়ারম্যান সালেহ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেএমসি’র মুখ্য পরিচালন কর্মকর্তা জামাল হোসেন। মহাব্যবস্থাপক( হিঃ ও অর্থ) আব্দুল মালেক, মহাব্যবস্থাপক (কস) মামুনুর রশিদ এবং বিজেএমসি’র অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা সমন্বয়ে পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ইসরাফিল খান। সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, খুলনাঞ্চলের সদস্য সচিব এস এম জাকির হোসেন, চট্রোগ্রামের আহবায়ক ফিরোজ আহম্মেদ চৌধুরী, ঢাকা অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাফরউল্লাহ হাই দির্ঘ্য আলোচনা শেষে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ২০২১ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত কর্মচারী- কর্মকর্তাদের প্রাপ্য পিএফ সহ গ্রাচুইটির টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং সংশ্লীষ্ট অবসরপ্রাপ্ত কর্মচারী- কর্মকর্তাদের নামে থাকা অডিট আপত্তি ও মামলা সমুহ অত্যান্ত মানবিক দৃষ্টিতে বিবেচনা করারও আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষথেকে বিজেএমসি’র চেয়ারম্যান সহ সংশ্রিষ্ট কর্মকর্তাদের  ধন্যবাদ জ্ঞাপন করে ঘোষিত কর্মসূচী ২১ মার্চ অনশন, ২৯ মার্চ শব মিছিল স্থগিত ঘোষনা করেন।

কুয়েট লালন শাহ্ হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ্ হলের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ রবিবার সন্ধ্যায় লালন শাহ্ হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (এ্যাকটিং) ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। অনুষ্ঠানে লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এবং খুলনা প্রেসক্লাব এর সভাপতি এস এম নজরুল ইসলাম। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে লালন শাহ হলের সহকারী প্রভোস্ট ড. পারভেজ আহমেদ ও মোঃ মারুফ মোল্লাসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা সাংবাদিক ইউনিয়নের ফারুক সভাপতি রিয়াজ সাধারণ সম্পাদক ও দিলীপ কোষাধ্যক্ষ নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ সভাপতি, দৈনিক খুলনা টাইমস-এর নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠ’র খুলনা প্রতিনিধি দিলীপ বর্মণ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ঃ সহ-সভাপতি-মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল) ও আলমগীর হান্নান (দৈনিক মানবকন্ঠ), যুগ্ম-সম্পাদক-নেয়ামুল হোসেন কচি (সময় টিভি), দপ্তর সম্পাদক-শেখ আব্দুল হামিদ (দৈনিক জন্মভূমি), প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক-এস এম মনিরুজ্জামান (আর টিভি), নির্বাহী সদস্য-আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), মিলন হোসেন (দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও শেখ জাহিদুল ইসলাম  (দৈনিক দেশ সংযোগ)।

রবিবার সকাল ৯টা খেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৩৫ জন সদস্যের মধ্যে ১৩২ জন সদস্য ভোট প্রদান করেন।

  খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের চিফ রিপোর্টার অমিয় কান্তি পাল এবং বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক হাওলাদার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও শ্রম কর্মকর্তা গনেশ চন্দ্র বসু নির্বাচন তত্বাবধান করার জন্য উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মোঃ মিজানুর রহমান খুলনা সাংবাদিক ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদান পর্যবেক্ষণ করেন।

জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারী:সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পঁচাত্তর পরবর্তী এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। আজীবন তিনি দলের জন্য নি:স্বার্থভাবে কাজ করেছেন। শুধু তিনিই নন তার সহধর্মীনি আইভি রহমানও ছিলেন আওয়ামী লীগের একজন দু:সময়ের দিকপাল। তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা গৃহবন্দী থাকা অবস্থায় তিনি সফলতার সাথে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তিন তিন বার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন, জিল্লুর রহমান একজন জনপ্রিয় জননেতা ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকা ভৈরব থেকে ছয় বার মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ২০ মার্চ সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জিল্লুর রহমানের মতো আদর্শ, ত্যাগী ও নীতিবান রাজনীতিবিদ হওয়ার আহ্বান জানান।  

গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, সামছুর রহমান তালুকদার, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম হোসেন, নূরানী রহমান বিউটি, নূর জাহান রুমি, হাফিজুর রহমান হাফিজ, আল আমিন উকিল, ইয়াছিন আরাফাত, মো. তাজুল ইসলাম, রোজী ইসলাম নদী, আব্দুল মালেক, মো. জিলহজ্ব হাওলাদার, আশরাফ আলী হাওলাদার শিপন, জব্বার আলী হীরা, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, এম এ হাসান সবুজ, রুম্মান আহমেদ, মো. চয়ন হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও গ্রেনেড হামলায় নিহত তার সহধর্মীনি আইভি রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রফিকুল ইসলাম।

জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দদের শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি।।

সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা মহানগর যুব শ্রমিক লীগ সহ বিভিন্ন ব্যাসিক ইউনিয়নের নেতৃবৃন্দ আজ বেলা ১.০০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, সহ সভাপতি এ্যাডঃ মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় খান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ শাহ আলম শেখ, আব্দুর রহমান মোল্লা, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ আসলাম হোসেন, মীর আব্দুল জব্বার, মোঃ হাই ইসলাম কচি, মোঃ ফারুক খান, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব কুমার রায়, খোকন শীল কুট্টি, অশোক বাহাদুর, মোঃ সোহেল বিন জয়নাল, মোঃ ইখলাস, মোঃ কুতুবুর রহমান, মোঃ দেলোয়ার, মোঃ মাহারাজ, মোঃ কালু, মোঃ সোলায়মান, মোঃ সেলিম, প্রমুখ নেতৃবৃন্দ।  

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল অসাংগঠনিক কর্মকান্ডকে প্রতিহত করে আগামী জাতীয় ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল সংগঠকে শক্তিশালী করার আহবান জানান।

শরণখোলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় তাহিরা আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে সে স্কুলে যাওয়ার জন্য গোসল করে আসার পর তাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় । শিশুটির মৃত্যুর কারণ কেউ বলতে পারেনি । ঘটনাটি ঘটে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের আকবর আলীর বাড়িতে।

সংশ্লিষ্ট ইউ,পি সদস্য মোঃ আলামিন খান জানান, উপজেলার উত্তর সাউথখালী গ্রামের আলী আকবর ও তার স্ত্রী লাইলী বেগম জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকায় তাদের শিশু কন্যা তাহিরা আক্তার দাদী সখিনা খাতুনের সাথে বাড়িতে থাকতো। তাহিরা আক্তার মধ্য সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। মৃত্যুর আধা ঘন্টা আগে তাহিরা দাদীর সাথে উঠানে বসে কলাই ডালের ভুষি পেটাচ্ছিল। পরে স্কুলে যাওয়ার জন্য তৈরী হতে পার্শ্ববর্তী খালে গোসল করে ঘরে আসে। পরে তার সাড়া শব্দ না পাওয়ায় দাদী ঘরে উঠে দেখতে পায় মাথা বাঁকা অবস্থায় সে চৌকির উপর পড়ে আছে। এ সময় দাদীর ডাক-চিৎকারে পাশের ঘরের লোকজন ছুটে এসে নাতনী কে মৃত অবস্থায় দেখতে পায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, উত্তর সাউথখালী গ্রামে তাহিরা নামের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মুখ থেকে ফেনা বের হচ্ছে । মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

আগামীকাল থেকেই চালের দাম নিন্মমুখী দেখতে চাই: খাদ্যমন্ত্রী

তত্য বিবরনী।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত ধান ও চাল উৎপাদন হয়। তারপরও চালের দাম বাড়ছে যা অত্যান্ত দু:খজনক। আগামীকাল থেকেই চালের দাম নিন্মমুখী দেখতে চাই। এসময় চালের বাজার নিন্মমুখী রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।

রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অবৈধ মজুতদারিরোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও ধাপেধাপে চালের দাম বাড়ছে, যা কাঙ্খিত নয়। এর কারণ খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ পর্যায়ের সঠিক তথ্য আমাদের পরিকল্পনা গ্রহণে কাজে লাগবে। দেশের বাজারে চালের অভাব নেই। কিন্তু দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়ে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, মিলের স্টক ভেরিফিকেশন করতে হবে, কতটুকু ক্র্যাসিং হল, কতটুকু সরবরাহ হল তা প্রতিদিন নিয়মিত রিপোর্ট করতে হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, রমজান মাসে চালের দাম বাড়ানো যাবে না। কাল থেকে ধাপেধাপে কমাতে হবে। তাছাড়া চালের বস্তায় ধানের জাত ও উৎপাদনের তারিখ উল্লেখ করতে হবে। এ বিষয়ে গাইড লাইন আমরা দ্রুত পাঠিয়ে দিব। কেউ অবৈধভাবে চাল মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

খুলনা বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক জানান, নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীতেও নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হবে। যারা অবৈধ কারসাজি ও মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি ও মূল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, এখন আর চালের দাম বাড়ার কোনো সুযোগ নেই। আগামী এক মাসের মধ্যে কিছু জায়গায় ধান কাটা শুরু হয়ে যাবে। সেই ধান বাজারে আসার পরপরই চালের দাম অনেকটা কমে আসবে। এ ছাড়া আগামীকাল থেকেই চালের দাম কমানো হবে। তিনি বলেন ৫০ কেজির সরু চালের বস্তায় দাম ১০০ টাকা কমানো হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (কুষ্টিয়া সদর সার্কেল) মো. আতিকুল ইসলাম, মিলার, আড়তদার, খুলনা বিভাগের সব জেলার খাদ্য খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিগণ।

এর আগে মন্ত্রী কুষ্টিয়ার খাজানগরে ফ্রেস এগ্রো লি., রশিদ এগ্রো ফুড লি. ও দেশ এগ্রো লি. আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে উল্লেখিত মিলগুলোতে অবৈধ মজুত দেখতে পান। অবৈধভাবে মজুদকৃত চাল দ্রুত বাজারজাত করার জন্য মিলমালিকদের নিদর্শেনা দেন তিনি। এছাড়াও মন্ত্রী অবৈধ মজুতদারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

খুবিতে তিন দিনব্যাপী সংগঠন মেলার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে তিন দিনব্যাপী সংগঠন মেলা ২০২২ শুরু হয়েছে।  ২০ মার্চ ২০২২ খ্রি. রবিবার বিকেল ৫ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। করোনা মহামারির পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এসময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, লোপা ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এবারের মেলায় নৃ-নাট্য, অমিত্রাক্ষর, খুবিসাস, ওংকার শৃণুতা, চেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, বায়োস্কোপ, ফটোগ্রাফিক সোসাইটি, ফিল্ম ক্লাব, ইনোভেশন ক্লাব, নৈয়ায়িক, চেতনা ৭১, বাঁধনসহ প্রায় ২৫টি সংগঠন অংশগ্রহণ করেছে।

খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২২ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি।।

২০ মার্চ ২০২২ খ্রি. তারিখ সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২২ উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ঐতিহ্যকে সমুন্নত রেখে পরিবেশ সম্মত স্থাপত্যকর্ম সৃষ্টি প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন দেশে স্থাপত্য শিক্ষায় বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশ বিদেশে তাদের কাজের নান্দনিকতা ও স্থাপত্যের ধরণই তাদের এই অর্জনকে এনে দিতে প্রধান ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভিন। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এটি এম মাসুদ রেজা। প্রধান অতিথি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডিদের হাতে সনদপত্র তুলে দেন এবং পরে ফিতা কেটে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো’র উদ্বোধন করেন। এরপর তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন স্থাপত্য নকশার মডেল ঘুরে দেখেন।

৩১ মার্চ ঢাকায় ইসলামী আন্দোলনের  জাতীয় মহাসমাবেশ

খবর বিজ্ঞপ্তি

আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ২টায় রাজধানীর ঐতিহাসিক  সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।ইসলাম দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ,শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ,সাধীনাতার মূল লক্ষ -সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা  এবং দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমাত কায়েমের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র আহবানে অনুষ্ঠিত  জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষে গতকাল বিকাল ৪ টায় জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত  ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু সাইদ,আলহাজ্ব জাহিদুল ইসলাম,  মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির,মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান,মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সভায়  জাতীয় মহাসমাবেশ  বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ফকিরহাটে পুলিশের হাতে মাদক কারবারি আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকা থেকে গাজাসহ ভোলানাথ বালা (৫২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছেন মডেল থানা পুলিশ। এ ব্যাপারে ১৮মার্চ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) প্রতাপ কুমার সিংহ জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে গত ১৭মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ডহর মৌভোগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০গ্রাম গাজা উদ্ধার করা হয়। #

ঘুগরাকাটি মাদ্রাসায় কমিটি গঠনে অনিয়ম মানবন্ধন করেছে স্থানীয়রা

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসায় গভার্ণিংবোডির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে করেছে স্থানীয় সুধী সমাজ। শনিবার বিকাল ৫ টায় বাগালী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী সহ উক্ত ইউনিয়নের কয়েক শতাধিক জনতা মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। ঘুগরাকাটি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ গোলাম সরোয়ার  জাতীয় সংসদ সদসস্যকে উপেক্ষা করে স্বাধীনতা বিরোধী ও জামায়াত সমার্থিত ব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে গোপনে কমিটি করা হচ্ছে বলে অভিযোগে জানা গেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ওবায়দুল গাজী ও নুর মোহাম্মাদ, ইউপি সদস্য বনিউল ইসলাম, জেনারুল ইসলাম, আজিজুল হক, আওয়ামীলীগ নেতা আবুল হাসান, মোসলেম মোড়ল, জিয়াউল হক, আঃ হামিদ ঢালী, আলতাফ হোসেন গাজী এবং উক্ত মাদ্রাসার দাতা সদস্য আনোয়ারুল ইসলাম। সমাবেশে চেয়ারম্যান আঃ সামাদ গাজী জানান, ২৯/০১/২২ তারিখ ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ে মাদ্রাসার ভারপাপ্ত অধ্যক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তিনি বলেন, কমিটি গঠন নিয়ে সংসদ সদস্য পরামর্শ দিলেও অধ্যক্ষ তা উপেক্ষা করে মাদ্রসা কমিটিতে  জামাতি ইসলামি করনের লক্ষ্যে এবং নিজেই ভবিষ্যতে প্রিন্সিপাল হওয়ার আশায় ষড়যন্ত্র করে গোপনে ঢাকায় তার পছন্দমত নাম পাঠিয়েছেন। আর এই ষড়যন্ত্রের পিছনে কলকাটি নাড়ছেন আওয়ামীলীগের বারবার বিদ্রোহী ও বর্তমান সভাপতি আঃ সাত্তার পাড়। তিনি বলেন, আগামী ২৫ মার্চ কমিটির মেয়াদ শেষ হবে অথচ অধ্যক্ষ গোলাম সরোয়ার সব কিছু গোপন করে কমিটি তৈরি করার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এছাড়া সমাবেশে স্থানীয় মুক্তিযোদ্ধা ওবায়দুল গাজী ও নুরমোহাম্মাদ মাদ্রাসা অধক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদ করে বলেন,  বিদায়ী সভাপতি আওয়ামীরীগের বিদ্রোহী নেতা এবং ভাইস প্রিন্সিপাল জামাতি ইসলামের খুলনার দক্ষিণ জেলা আমির, যে কারনে তিনি বিদ্যুৎ সাহী পদেও একজন স্বাধীনতা যুদ্ধে নিহত রাজাকারের ভাইয়ের নাম প্রস্তাব পাঠিয়েছেন। এ বিষয় মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সভাপতি আঃ সামাদ পাড় সব কিছু করেছেন এবং আপনারা তার কাছে জেনে নিন। তবে  মাদ্রাসা কমিটির দাতা সদস্য আনোয়ারুল ইসলাম জানান, কমিটি নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি নিজেই হাইকোর্টে রিট দাখিল করেছেন এবং মাদ্রাসাকে পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের আদর্শের দিকে নিতে অধ্যক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছেন।

“নলতা হাইস্কুলে প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ৬০ হাজার  টাকা প্রদান”

কে এম রেজাউল করিম

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা বাংলাদেশের প্রথম মহিলা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এবং নলতা হাইস্কুলের ১৯৮১ ব্যাচের কৃতি শিক্ষার্থী, কানাডা প্রবাসী ড.হোসনে আরা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

২০ মার্চ রবিবার বেলা ১১ টায় স্কুলে অধ্যয়নরত এবং পূর্ব মনোনীত ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৫০০ টাকা হারে ৬ মাসের এককালীন ৩০০০ হাজার করে ১ম কিস্তির মোট ৬০ হাজার  বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন-

নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী ড.হোসনে আরা বানু’র মেজ ভ্রাতা মো. হাবিবুর রহমান, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন), 

সমাজসেবক আলহাজ্জ মো.রেজাউল ইসলাম, এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো. শহীদুল আলম’র বোন ড.হোসনে আরা বানু বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণির দরিদ্র,অসহায় ও মেধাবী  শিক্ষার্থীরা হলো-

১০ম শ্রেণির- মো.সাকিব হোসেন, মো.রাশেদ আলী, মো.আরাফাত হোসেন, রইমা পারভীন রুমি, মো. জাকারিয়া, মো.রাকিবুজ্জামান ও মো. আলমগীর হুসাইন।

৯ম শ্রেণির- মো. আমানউল্লাহ, তানিশা ইয়াসমিন তিশা ও মো. সাব্বির হোসেন।

৮ম শ্রেণির- সাকিবা সুলতানা মীম, মো. নাঈম হোসেন, মো. সাকিব হোসেন, মো.মেহেদী হাসান, আরিনা পারভীন ও মো. সাফায়েত হোসেন।

৭ম শ্রেণির- মিম আক্তার ইভা, মো. ফরহাদ হোসেন, মো. মোস্তাকিম হোসেন ও ছাবিকুন্নাহার।

প্রধান শিক্ষক সহ বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির টাকা প্রাপ্তির পর যার যার শিক্ষার উন্নয়নে ব্যয় করতে হবে। পাশাপাশি ড. হোসনে আরা বানু ও তার পরিবারের দীর্ঘায়ূ কামনা করা এবং বড় হয়ে তার দেখানো পথ অনুসরণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ চলমান এ কার্যক্রমের ২০২২ সালের অবশিষ্ট ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) এককালীন করে টাকা পরবর্তীতে একইভাবে প্রদানের কথাও জানান ড. হোসনে আরা বানু’র ভাই মো. হাবিবুর রহমান।

বাগেরহাটে আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশু উদ্ধার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধী একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের দক্ষিন হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে সাবেক পৌল কাউন্সিলর অহিদুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ শিশুটিকে স্কুলের গেটে রেখে আসেন।

হাড়িখালী গ্রামের মাহমুদা বেগম বলেন, বেলা ১১টার কিছু পরে স্কুলের সামনে দেখি কোন অভিভাবক ছাড়া একটি শিশু হাটাহাটি করছে। আমি কাছে যেতেই আমার কোলে উঠে। এরপর থেকে আর নামছে না। পরে আমি বিদ্যালয়ের শিক্ষকদের জানাই।

মনিরা বেগম নামের আরেক নারী বলেন, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি কালো বোরকা পরিহিত মধ্য বয়সী এক নারী একটি শিশুকে কোল থেকে  রাস্তার উপর নামিয়ে জোড় পায়ে হেটে গেল। শিশুকে রেখে কেন চলে যাচ্ছেন জানতে চাইলে, কোন কথা না বলে দ্রুত সে চলে যায়। পরে জানতে পারি শিশুটি হেটে সাবেক কাউন্সিলর অহিদের বাড়িতে গেছে।

সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ নামের এক কিশোর বলেন, ১১টার দিকে বাড়ি এসে দেখি ঘরের সামনে একটি শিশু বাবার মোটরসাইকেল ধরে খেলছে। কিন্তু এই শিশুকে আমরা কেউ চিনি না। স্কুলের কোন অভিভাবকের সন্তান ভেবে শিশুটিকে স্কুলের গেটে দিয়ে যাই আমরা।

দক্ষিন হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আছাদুজ্জামান বলেন, বাক প্রতিবন্ধী শিশুটিকে স্থানীয় এক নারী আমাদের এখানে নিয়ে আসেন। ছেলে শিশুটির স্বাস্থ্য ভাল, তবে কোন কথা বলতে পারে না। হাটা-হাটি করতে চায় না, মানুষের কোলে থাকতে ভালবাসে। আমরা বাগেরহাট সদর থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে নিয়ে গেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার মোঃ সোহেল পারভেজ বলেন, শিশুটিকে আপতত শহরের দশানীস্থ সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। শিশুটি সুস্থ্য রয়েছে। শিশু পরিবারেই তার সেবা যত্ন করা হবে। শিশুটির পরিবারকে খুজে পেতে, আমাদের সকল অফিসে তথ্য দেওয়া হয়েছে। এছাড়া সোস্যাল মিডিয়ায় পোস্টকরাসহ বিভিন্ন মাধ্যমে আমরা অবুঝ শিশুটির পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাগেরহাটে কার্ডধারীদের মাঝে টিসিবি পন্য বিতরণ শুরু, খুশি উপকার ভোগীরা

স্টাফ রিপোটার,বাগেরহাট

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্প মূল্যে টিসিবি পন্য বিতরণ শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে জেলা খাদ্যগুদাম থেকে ডিলারদের মাঝে প্যাকেট করা পন্য বিতরণ করেণ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পন্য বিতরণের কার্যক্রমের উদ্বোধন  করেন তিনি। 

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পন্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পন্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে। আগে লাইনে দাড়িয়ে, টিসিবির পন্য পেতে হত। নানা ধরণের বিড়ম্বনাও ছিল, পন্য পাওয়ার ক্ষেতে। কিন্তু এখন আমাদেরকে কার্ড প্রদান করা হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পন্য প্রদান দিলেন। কার্ডে প্রথম দিনের পন্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পন্য পাব, তাও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

টিসিবির ডিলার রাসেল বলেন, আগে আমাদের পন্য প্যাকেট করতে হত, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হত, অনেক সময় পন্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। তাদের সামাল দিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট এই কারণে কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা পন্য বিক্রি করতে পারছি। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রথম দিনে জেলায় ৬ হাজার উপকারভোগীদের মাঝে টিসিবির পন্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত  জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার স্বল্প মূল্যে টিসিবির পন্য পাবে।  প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও  চিনি পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৬০ টাকা।

বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে জনসচেনতা বৃদ্ধির লক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের ইয়েস গ্রুপ এর উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুচ্ছাবেরুল ইসলাম ক্যাম্পেইনের উদ্বাধন করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ইয়েস আহবায়ক মোরশেদুর রহমানসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর সদস্যবৃন্দ।

এই ক্যাম্পেইনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক লিফলেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভাঁজপত্র বিতরণ, তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে আগ্রহ সৃষ্টিতে কাজ করা, কুইজ প্রতিযোগিতা, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন ফরম হাতে কলমে পূরণ করা শেখানো, বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট করাসহ দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর প্রদর্শণের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

বাগেরহাটে জমি দখল করতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, মা ও দুই ছেলে আহত

স্টাফ রিপোটার,বাগেরহাট

জোর পূর্বক জমি দখলে নিতে বাগেরহাট সদর উপজেলার পার কুরশাইল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলীর ছোট ভাই অসহায় পঙ্গু সলেমান শেখের স্ত্রী ও সন্তানের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জিহাদ শেখ ও খালিদ শেখসহ ৯-১০ জনের হামলায় সলেমান শেখের স্ত্রী নাজমা বেগম ও দুই ছেলে আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় নাজমা বেগমের বড় ছেলে বেলাল শেখ(২৪) খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে এবং ছোট ছেলে জালাল শেখ (১৯) বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা তার ঘেরের ৩ লক্ষ টাকার মাছ লুটে নিয়েছে বলেও অভিযোগ করেছেন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন অসহায় পঙ্গু সলেমানের স্ত্রী আহত নাজমা বেগম।

বাগেরেহাট সদর উপজেলার পারকুরশাইল গ্রামের নাজমা বেগম বলেন, আড়পাড়া কুরশাইল মৌজায় ক্রয়কৃত এক একর ২৩ শতক জমি আমরা ৩০ বছর ধরে ভোগদখল করে আসছি। ওই জমিতে আমাদের মৎস্য ঘের রয়েছে। কিছুদিন ধরে পারকুরশাইল গ্রামের আশরাফ আলী শেখের ছেলে জিহাদ শেখ ও খালিদ শেখ আমাদের এই জমি দখলের চেষ্টা শুরু করে। জমি রক্ষায় আমরা বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারার আবেদন করি। আদালতের নির্দেশে সহকারি কমিশনার ভূমি সরজমিন তদন্ত করে ওই জমিতে আমাদের মৎস্য ঘের রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। এর পরেও জিহাদ,  খালিদ ও সুমন আমাদের জমি দখলের চেষ্টা করে। এর ধারাবাহিকতায় রবিবার (১৩ মার্চ) সকালে আমি, আমার দুই ছেলেসহ কয়েকজন ওই ঘেরে মাছ ধরতে গেলে জিহাদ, খালিদ, সুমন, শিমুল, হাকিম, জুয়েল, রাসেলসহ ১০-১১ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারি পিটুনিতে আমি, আমার বড় ছেলে বেলাল শেখ ও জালাল শেখগুরুত্বর আহত হই। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আমার বড় ছেলে বেলাল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বেলালের নাকের বাসি ফেটে গেছে, আমার ছেলে বাঁচবে কিনা জানিনা এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

নাজমা বেগম আরও বলেন, আমার স্বামীর বড় ভাই শেখ হোসেন আলী একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমার স্বামী সলেমান খান পঙ্গু, তার একটি পা নেই, দুই ছেলেই পড়াশুনা করে। এই সুযোগে আমার জমি দখলের জন্য উঠে পড়ে লেগেছে তারা। তারা শুধু আমাদের মারধর করেনি, আমার ঘেরের ১৪টি বস্তায় ১২ মন মাছ নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। আমি এর অন্যায়ের বিচার চাই।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন জালাল শেখ বলেন, ভাইয়া নর্দান বিশ্ব বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়েন, আমি এবার এসএসসি পরীক্ষা দিব। আমরা দুই ভাই কারও সাথে কোন ঝগড়া বিবাদে যাই না। নিজেদের জমিতে মাছ ধরছিলাম, তখন এসে আমাদের উপর অতর্কীত হামলা করেছে তারা। এতে ভাইয়ার নাক ফেটে গেছে, অনেক জায়গা জখম হয়েছে। আমারও হাত, পা, পিঠসহ কয়েক জায়গা জখম হয়েছে। আমরা এর বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মারধর ও ঘের দখলের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালামাল বিক্রির অভিযোগ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন পারভীনের বিরুদ্ধে অবৈধভাবে প্রতিষ্ঠানের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের বিক্রিত মালামাল জব্দ করেছে প্রশাসন। এবিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন পারভীন বিদ্যালয়ের বেঞ্চ ও বেশকিছু পুরোনো কাগজপত্র ৭ হাজার টাকার বিনিময়ে এক ভ্যান চালকের কাছে বিক্রি করেছেন। ভ্যান চালকের সাথে কথা বলে ঘটনা সত্যতা জানতে পেরে আমরা মালামাল জব্দ করেছি। মালামাল গুলো পুনরায় বিদ্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক জেসমিন পারভীনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তে মালামাল বিক্রিতে অনিয়ম পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদুর রহমান প্রিন্স বলেন, শনিবার (১৯) মার্চ একজন ভ্যান চালককে একাধিকবার  বিদ্যালয়ে প্রবেশ করতে এবং বের হতে দেখি। কাছে যে দেখি, ভ্যান চালক বেশকিছু বেঞ্চ ও কাগজপত্র নিয়ে যাচ্ছেন। জানতে চাইলে ভ্যান চালক বলেন,  ৪৫ টাকা করে তিনি বেঞ্চ ও এক বস্তা কাগজ ক্রয় করেছেন, যার মূল্য সাত হাজার টাকা।

এ বিষয়ে প্রধান শিক্ষক জেসমিন পারভীন বলেন, বেঞ্চগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পরেছিল। তাই ওয়ার্কশপে পাঠিয়েছিলাম। কিন্তু ভ্যান চালক ও স্থানীয় কিছু দুষ্ট লোক এই অপপ্রচার চালাচ্ছে।

নামযজ্ঞে বাঁধার প্রতিবাদে রামপালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে মহা নামযজ্ঞে বাঁধা দেয়ার প্রতিবাদে সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সগুনা মহানামযজ্ঞ উদযাপনে বাঁধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন, গালাগালি ও হুমকির প্রতিবাদে প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশার বিরুদ্ধে রবিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন সগুনা গ্রামের সনাতন ধর্মাবলম্বীরাসহ এলাকাবাসী। মানববন্ধনে সগুনা মহানামযজ্ঞ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নারী, পুরুষ ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতায় নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি অনাদি রঞ্জন পাল বলেন, আমাদের সনাতন ধর্ম নিয়ে কটুক্তি, নামযজ্ঞ করতে বাঁধা দেয়া ও নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দদের লাঞ্চিত ও গালাগালি এবং তালেবান দিয়ে নামযজ্ঞ ভন্ডুল করার হুমকি দেন প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশা। আমরা দীর্ঘ ২৪ বছর ধরেই এ নামযজ্ঞ করে আসছি, কিন্তু এবার প্রধান শিক্ষক তাতে বাঁধা দিচ্ছেন। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তাকে অপসারণের দাবী জানাচ্ছি। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষোভকারীদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ওই প্রধান শিক্ষক সাংবাদিকদের উপর ও চড়াও হন এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। এ সময় তিনি নিজের ক্ষমতা দেখাতে স্কুল বন্ধ করে তালাবদ্ধ করার হুমকি দেন উপস্থিত সকলের সামনে। এতে উপস্থিত শিক্ষা কর্মকর্তা, চেয়ারম্যান, এলাকাবাসী ও সাংবাদিকরা হতভম্ব হয়ে যান।  তার বিভিন্ন অনিয়মের বিবরণ তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, তিনি আমাদের সবসময়  অকথ্য ভাষায় গালাগালি করেন। বিদ্যালয়ের কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সহযোগিতা নেন না। স্কুলের মালামাল ও টিন কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার রুমের সংকট থাকলেও ওই শিক্ষক রুমের ভেতরে ওয়াল তুলে খাস কামরা বানিয়ে একটা রুম দখল করে রেখেছেন। তার নির্দেশ অমান্য করলে তালেবান দিয়ে নামযজ্ঞ ভন্ডুল করে দিবো বলেও হুমকি দেন ওই শিক্ষক। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং হিন্দু অধ্যুষিত ওই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ঘটনা তদন্তপূর্বক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।   

এ বিষয়ে সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশার কাছে জানতে চাইলে তিনি তালেবান দিয়ে নামযজ্ঞ ভন্ডুল করা গালাগালি করার বিষয়টি অস্বীকার করে বলেন, সগুনা মহানামযজ্ঞ কমিটি আসছে রমজানে স্কুল খোলা থাকালীন সময়ে স্কুলেই নামযজ্ঞ করার অনুমতি চেয়েছেন। কিন্তু তাতে রমজানের পবিত্রতা ও স্কুলের পরিবেশ নষ্ট হবে। তাই তাদেরকে হয় রমজানের আগে না হয় রমজানের পরে অনুষ্ঠান করার জন্য বলেছি। কারণ ওই সময়ে স্কুলের অনেকে রোজা থাকবেন, তাদের সামনে স্কুলে নামযজ্ঞ ও খাওয়া দাওয়া করার বিষয়টি বেমানান হবে। তাই তাদেরকে রোজার আগে কিংবা পরে করতে বলায় তারা তা না মেনে রোজার মধ্যেই করার উদ্যোগ নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন পরিস্থিতি তো আপনারা স্ব চোখে দেখলেন, আমি সমস্যার সমাধানের চেষ্টা করছি। তবে তিনি ওই প্রধান শিক্ষকের আচারণে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হকের কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে এবং সকলের সহাবস্থান নিশ্চিত করতে চেষ্টা করছি। কেন ওই শিক্ষক এমনটি করছেন সেটি ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নড়াইলের কালিয়ায় এক রাজমিস্ত্রী ৮দিন যাবত নিখোঁজ

মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় মোঃ রাজিব মোল্যা (৩২) নামে এক রাজমিস্ত্রী ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোঃ ছালাম মোল্যার ছেলে। জামাই নিখোঁজের ঘটনায় শ্বশুর দাউদ খান বাদি হয়ে গত ১৬ মার্চ কালিয়া থানায় একটি জিডি করেছেন। পুলিশ ও নিখোঁজের পারিবারিক সুত্রে জানা যায়, রাজিব উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ দাউদ খানের মেয়ে শিখা বেগমকে প্রায় ৭ বছর আগে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতে শুরু করে। প্রতিদিনের মত গত ১৩ মার্চ সকাল ৮ টার দিকে সে উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়িতে কাজ করার নাম করে বেরিয়ে যায়। এরপর আর সে ফিরে আসেনি। আত্মীয়

স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার কোন অবস্তান জানা যায়নি। রাজিবের স্ত্রী শিখা বেগম বলেন, কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকেবের হলেও ওইদিন সে কাজে যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্দ রয়েছে। পারিবারিক ভাবে অনুসন্ধান চালিয়েও কোন ফল হয়নি। দুটি শিশু সন্তান নিয়ে তিনি অসহায় অবস্তায় দিন কাটাচ্ছি। এ বিষয় তার বাবা দাইদ খান থানায় জিডি করেছেন। কালিয়া থানার ওসি (তদন্ত) মোঃ রতনুজ্জামান বলেন, এখন পর্যন্ত নিখোঁজের সন্ধ্যান মেলেনি। দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানোসহ সবধরনের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

মোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বিদেশী গ্যাসের জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরীর জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও চোরাকারবারীদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার কয়রা উপজেলার মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ নুর আলম। এদিকে জব্দকৃত ৪ হাজার লিটার ডিজেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

রূপসায় তালাকপ্রাপ্ত স্বামীর হামলায় স্ত্রী সন্তানসহ আহত ৩

রূপসা প্রতিনিধি :

 রূপসায় তালাকপ্রাপ্ত স্বামীসহ সংঘবদ্ধদলের হামলায় স্ত্রী-সন্তানসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন শিউলি বেগম (৩৮), ঝর্ণা খাতুন (২২) ও মনি খাতুন (১৯)। রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রূপসা থানাধীন কদমতলা মাঠের সন্নিকটে এঘটনা ঘটেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিউলি বেগম ও প্রতিবেশীরা জানায়, উপজেলার বাগমারা গ্রামে বসবাসরত আব্দুল জলিলের সাথে প্রায় ২২ বছর দাম্পত্য জীবনে শিউলির দুই কণ্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এদিকে দিত্বীয় বিয়ে করে জলিল নতুন সংসার পেতে প্রথম পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলার পাশাপাশি স্ত্রী সন্তানদের নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে শিউলিকে তালাক দিয়ে সে বাগমারা গ্রামে আরো একটা বিয়ে করে। প্রথম স্ত্রীকে তালাক দিলেও সে ঘরে থাকা তিন সন্তানের ভরন-পোষন প্রদানে শুরু হয় নানা তালবাহানা। রোববার সকালে শিউলির বাসার সামনে থেকে যাওয়ার পথে জলিলকে পেয়ে সন্তানদের ভরপোষনের জন্য টাকা দাবি করে শিউলি। এতে জলিল ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে তার ভাই-বোন ও ভাগ্নিসহ লোকজন জড়ো করে বেধড়ক মারপিট করে তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলি, কণ্য ঝর্ণা ও মনির উপর। শিউলি ও তার সন্তানদের ডাকচিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে জলিল তার লোকজন নিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পূর্ব রূপসা বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।

টানা ৩দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি সচল

বেনাপোল প্রতিনিধি

টানা ৩দিন বেনাপোল বন্দরে ও গত এক সপ্তাহ যাবত পেট্রাপোল বন্দরে বন্ধ থাকার পর রোববার (২০ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি চালু হয়েছে।

ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল-পেট্রাপোল বন্দর এলাকায়। ভারতের পেট্রাপোল বন্দরে যে সব ট্রাক পণ্য নিয়ে এই ক‘দিন দাঁড়িয়ে ছিল সেসব পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে রফতানি করছে ভারতীয় কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টরা। বন্ধ থাকার ফলে পেট্রাপোল বন্দর এলাকায় আটকা পড়েছিল শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, পবিত্র শবেবরাত ও সাপ্তাহিক ছুটির কারণে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে শনিবার (১৯ মার্চ) টানা তিনদিন বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। অপরদিকে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের বনগাঁ কালিতলা পার্কিং এর পার্কিং ফি বৃদ্ধির প্রতিবাদে ওপারের ৮টি সংগঠন নিয়ে গঠিত পেট্রাপোলে এক্সপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি গত এক সপ্তাহ যাবত ভারত থেকে পণ্য বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়। পরে নতুন করে পার্কিং ফি ধার্য্য করায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত এক সপ্তাহ যাবত বনগাঁ পার্কিং এর ফি বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ডাকে আমরা কোন পণ্যবাহী ট্রাক পার্কিং থেকে বের করেনি। রাজ্য সরকারের পরিবহন অধিদফতার থেকে গত বুধবার (১৬ মার্চ) বর্ধিত পার্কিং ফি কমানোর পত্র আসার পর আমরা আবারো কাজে যোগ দেই।

১৭ মার্চ থেকে ১৯ মার্চ বেনাপোলে সরকারি ছুটি থাকায় আমরা কোন পণ্য বেনাপোল বন্দরে পাঠাতে পারেনি। আজ রোববার (২০ মার্চ) সকাল থেকে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি সচল হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ওপারে পার্কিং ফি কমানোর সিদ্ধান্তে বনগাঁ একপোর্ট-ইমপোর্ট সমন্বয় কমিটি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় রবিবার (২০ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি পুনরায় সচল হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ৩দিন সরকারি ছুটি থাকার পর রোববার (২০ মার্চ) সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল দিয়ে পুনরায় আমদানি-রফতানি চালু হয়েছে। আমরা দ্রুততার সাথে কাজ করছি।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার সকাল থেকে আমদানি-রফতানি সচল হয়েছে। বন্দরে যে সব পণ্য প্রবেশ করেছে তা দ্রুত ছাড় দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ হবে বন্দরের অভ্যন্তরে।

খুলনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশুই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। সরকার শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়ন করে চলছে। শিশুর সুরক্ষার দায়িত্ব অভিভাবকসহ সকলের।

আজ (রবিবার) সকালে নগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীর শরীরিকভাবে সুস্থ না থাকলে লেখাপড়ায় মন বসে না। কৃমির কারণে শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভোগে এবং মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। এটি প্রতিরোধ করতে হলে খাবার গ্রহণের আগে ভালভাবে হাত পরিষ্কার করা, খাবার ঢেকে রাখা, স্যান্ডেল পায়ে টয়লেটে যাওয়া এবং পরে ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন। এসময় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমিন, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল আহসান প্রমুখ বক্তৃতা করেন। ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার।

এবছর খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪৯৮টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১২ বছর বয়সী ৯৩ হাজার ৮৭২ শিক্ষার্থী এবং ৯৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮৯৮জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫-১৬ বছর বয়সী তিন লাখ ৮৪ হাজার ৭১২ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ২০ মার্চ থেকে শুরু হয়ে  সপ্তাহব্যাপী শিশুদের বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানোর কার্যক্রম চলবে।

পরে মেয়র ইসলামাবাদ কলেজিয়েট স্কুল চত্বরে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী।।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, খুলনা জেলায় এপর্যন্ত প্রায় ২০ লাখ ২২ হাজার জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ, ১৬ লাখ ব্যক্তিকে দ্বিতীয় ডোজ এবং এক লাখ ৯০ হাজারের বেশি ব্যক্তিকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান সভায় বলেন, দাকোপ ও কয়রা উপজেলায় নদীর সাথে খালগুলোর প্রবেশ পথে স্লুইস গেটগুলো কার্যকর রাখা প্রয়োজন। সুষ্ঠু পানি নিষ্কাশনের অভাবে গত বছর বোরো ধানের বীজতলা নষ্ট হয়েছিলো। দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় উৎপাদিত তরমুজ সহজে পরিবহনের জন্য ঐ এলাকার ফেরিঘাটগুলো অধিক কার্যকর রাখা প্রয়োজন।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় গত মাসে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় নয়টি তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের দায়ে ২৫টি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৫ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনার দাকোপ উপজেলায় কৃষকের কাছ থেকে সারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সমাজসেবা দপ্তরে জটিল রোগের চিকিৎসা ব্যয়ের আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রতিমাসের শুরুতে মন্ত্রণালয়ে চাহিদা পত্র পাঠাতে হবে। এসডিজির লক্ষ্য অর্জনে সবার জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের অযথা মূল্য বৃদ্ধি ঠেকাতে মনিটরিং জোরদার করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: শাহানাজ পারভীনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও হাবিবপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে সিজান (২২)।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গাড়াগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। বাস স্টান্ডের পাশের একটি দোকানের সামনে পেঁৗঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন এবং সিজান’কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।