মহানগর বিএনপির সমাবেশ হবে শতভাগ শান্তিপুর্ন: বাধা আসলে পরিনাম ভালো হবে না

1

>>সদর থানা বিএনপির প্রস্তুতি সভায় বক্তাদের হুশিয়ারি



খবর বিজ্ঞপ্তি।।


মহানগর বিএনপির ২৮ ফেব্রুয়ারির (আজ) সমাবেশ হবে শতভাগ শান্তিপুর্ন বাধা আসলে পরিনাম ভালো হবে না বলে হুশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন জনজীবনের সংকট সমাধানসহ দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ এ সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী দলের মতপ্রকাশে বাধা সৃষ্টি করছে। সরকারের সিন্ডিকেটের সদস্যদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে। টিসিবির লাইনে বেশিরভাগ মধ্যবিত্ত। এজন্য সরকারের সিন্ডিকেটই দায়ী। মধ্যবিত্ত মানুষেরা দরিদ্র হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের মাটিতে কোন নির্বাচন বিএনপি হতে দেবে না। বাংলাদেশের জনগণ দুর্বার গণআন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে। ব্যর্থতার জন্য আন্দোলনের তোড়ে অবিলম্বে এ সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারির (আজ সোমবার) মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষ্যে সদর থানা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, সরকার প্রধান বলেছিল ক্ষমতায় আসলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কোথায় সেই ১০ টাকা কেজির চাল? আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করছে।
বিএনপি নেতা নাজির উদ্দীন আহমেদ নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ূন কবীর, মুজিবর রহমান, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খন্দকার আহসানুল ইসলাম নিক, সজিব তালুকদার, গাজী আফসার উদ্দিন, মাহবুব উল্লাহ শামিম, মোল্লা ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন খান, শহীদ খান, এইচ এম আসাম, হুমায়ূন কবীর চেšধুরী, শফিকুল ইসলাম শফি, মো: জাহাঙ্গীর হোসেন, কে এম মাহবুব আলম, এ্যাড মারুফ হোসেন, জি এম মঈন উদ্দিন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, গোলাম কিবরিয়া, শহিদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, মো: মেশকাত আলী, মো: মাসুদ খান, মো: আব্দুল হান্নান, মৃধা শফিকুল ইসলাম, মো: শাহজালাল গাজী, মো: রিপন, মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান, শেখ বায়জিদ, আব্দুল হান্নান হাওলাদার, বাবুল হোসেন, লোকমান হোসেন, শফিকুল ইসলাম বাদল, সেলিম হোসেন মিন্টু, মেহেদী হাসান, মো: আবু সায়েম উদ্দিন, মো: বাবুল হোসেন, মো: কবীর ফরাজি, মো: রবিউল ইসলাম, নুর ইসলাম, মেহেদি হাসান, মো: নাজমুল, মো: মহিবুল্লাহ শামিম, মো: হাবিব, মো: সেলিম হোসেন মন্দল, বশির উদ্দিন, ফিরোজ আহম্মেদ, এস এম নুরুল আলম, জাহিদ হাসান, মো: বশির আহম্মেদ, মো: নাজমুল হক, লুৎফন নাহার লাভলি, মো:রফিকুল ইসলামসহ অনেকে।