খুবির স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্কলারশিপসহ থিসিস অ্যাওয়ার্ড প্রদানে এমওইউ স্বাক্ষরিত

4

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ল্যাম্প লিমিটেড এর সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুপুরে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অব বিজনেস শোয়েব মো. আসাদুজ্জামান এমওইউতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদান, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ছাড়াও বাংলাদেশ ল্যাম্প লিমিটেড লাইটিং ডিজাইনের ব্যাপারে সহায়তা করবে।
এমওইউ স্বাক্ষরকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।

খুবিতে ফলাফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ফলাফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’  (OBE curriculumn template) শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। রিসোর্সপারসন হিসেবে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান। ওরিয়েন্টেশনে প্রত্যেক ডিসিপ্লিন ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ২ জনসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।