কালীগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত

3
Spread the love

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিলন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত টার দিকে কালীগঞ্জ- গাজীরহাট সড়কের নরেন্দ্রপুর নুড়িতলা মাঠের মধ্যে ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার ফরাসপুর গ্রামের আলী হোসেনের পুত্র। মটর সাইকেলে থাকা তার আরও বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ নিহতের পারিবারিকসূত্রে জানাগেছে, সোমবার রাত টার দিকে মিলন বন্ধুকে নিয়ে মটরসাইকেলে কালীগঞ্জ শহরের দিকে আসছিল। তারা কালীগঞ্জ –গাজিরহাট সড়কের নুড়িতলা নামক স্থানে আসলে সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যান সাইড দিতে যায়। সময় মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচের বড় গাছে সজোরে আঘাত করে। জনই গুরুতর আহত হয়ে পড়েছিল।

এদিকে ফরাসপুর গ্রামের আব্দুস ছালাম জানান, আহতরা সড়কের পাশে পড়ে থাকা দেখে পথচারীদের কেউ   ডাকাতি হচ্ছে অপপ্রচার করলে তা সড়কের দুই দিকের লোকজন খবর পেয়ে লোকচল বন্ধ যায়। ফলে ভয়ে আহতদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। পরে স্বজনেরা এসে উদ্ধার করে তাদেরকে প্রথমে কালীগঞ্জ পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষন পরে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষনা করেন। অপর বন্ধু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালীগঞ্জ ওসি মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।