হিরোশিমা বোমার চেয়েও শক্তিশালী টোঙ্গার অগ্ন্যুৎপাত

7
Spread the love

খুলনাঞ্চল ডেস্ক ।।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র যে পারমাণবিক বোমা ফেলেছিল, তার চেয়ে কয়েকশ গুণ বেশি শক্তিশালী ছিল টোঙ্গায় গত সপ্তাহে বিস্ফোরিত অগ্ন্যুৎপাত। জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এটিকে তিন দশকের মধ্যে ‘সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত’ উল্লেখ করে টোঙ্গা সরকার জানিয়েছে, সেখানে পাঁচ ভাগের চার ভাগ মানুষ সুনামি আকাশ থেকে পড়া আগ্নেয় ছাইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন অন্তত তিনজন।

অগ্ন্যুৎপাতের আগে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’পাই ছিল দুটি পৃথক দ্বীপ-যার সঙ্গে ২০১৫ সালে নতুন ভূমি যোগ হয়। অগ্নুৎপাতের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে নতুন ভূমি পুরোপুরি উধাও হয়ে গেছে বলে জানিয়েছে নাসা।

উদগীরণ এবং সুনামিতে বিস্তৃত এলাকা পুরু থকথকে ছাইয়ের চাদরে ঢেকে গেছে। এরই মধ্যে সেখানে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। ডাইরিয়া কলেরার মত পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও দিন দিন বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।