খুলনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : চিকিৎসক-ক্লিনিক মালিক লাপাত্তা

14
Spread the love

স্টাফ রিপোর্টার ।।

নগরীর ময়লাপোতা মোড়ে খানজাহান আলী হাসপাতালে ভুল চিকিৎসায় ইলিয়াস ফকির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পরপরই হাসপাতালের পরিচালক চিকিৎসকরা পালিয়ে যান। রবিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির দাকোপ উপজেলার জয়নগর গ্রামের হাবিবুর রহমান ফকিরের ছেলে।

নিহতের স্ত্রী পারভীন বলেন, মাস আগে ইলিয়াস ফকিরের হার্নিয়ার সমস্যা হয়। সে সময় তিনি ওই এলাকার গ্রাম্য চিকিৎসককে দেখাতে থাকে। সাথে ঔষধ গ্রহনও করে। তাতে সমাধান না হওয়ায় তিনি নগরীর মোহাম্মাদ নগরের ফার্মাসিস্ট মনির সাথে কথা বলেন। তখন ইলিয়াসকে খানজাহান আলী হাসপাতালে গিয়ে অপারেশন করার জন্য পরামর্শ দেয়া হয়। সে অনুযায়ী রবিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে হাসপাতালে আনা হয়। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, ডা. মোর্শেদ ইন্টার্ণী ডা. মোহন রোগীকে অপারেশনের জন্য কক্ষে প্রবেশ করেন। অস্ত্রপ্রচার সফল হয়েছে বলে চিকিৎসকরা রোগীর স্বজনদের জানান। এর কিছুক্ষণ পর ইলিয়াস ফকিরের এক আত্মীয় গিয়ে দেখে তার খিচুনী উঠেছে। রোগীর অবস্থা বেগতিক দেখে নিহতের পরিবারের এক সদস্যকে ডেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে ওই হাসপাতালের এক চিকিৎসক সটকে পড়েন। ঘটনায় পুলিশ হাসপাতালের হিসাব রক্ষক একজন সেবিকাকে আটক করেছে।