খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ১২ জানুয়ারী ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ

3
Spread the love

>> নজরুল ইসলাম খান প্রধান অতিথি, মশিউর বিশেষ অতিথি


খবর বিজ্ঞপ্তি।।


বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর  দাবিতে আগামী ১২ জানুয়ারী বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির দ্বিতীয় ধাপে মহানগর জেলা সদরের বাইরে থানা/উপজেলা পর্যায়ে সমাবেশ করার নির্দেশ দিয়ে পত্র জারি করেছে কেন্দ্র। সেই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার ( জানুয়ারী) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জেলা বিএনপির যৌথ সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়।
সভা থেকে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ায় তার আশু সুস্থতা  রোগমুক্তি কামনা করা হয়।
সভা থেকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জানুয়ারী বিএনপির মানববন্ধন কর্মসূুচিতে পুলিশের ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার ঘটনায় সিনিয়র বিএনপি নেতা ফখরুল আলম সহ ৩০/৪০ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। সদর থানার ওসি মামুনের নেতৃত্বে যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। আহত বিএনপি নেতা ফখরুল আলমের আশু সুস্থতা কামনা করা হয়।
সভায় জানানো হয়, খুলনার সমাবেশ সফল করতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খুলনা জেলায় অবস্থানরত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে জেলা নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করবেন।
সভা থেকে ডুমুরিয়ার সমাবেশ সফল করতে প্রতিটি থানায় থানায় এবং প্রতি ইউনিটে প্রস্ততি সভা, ব্যাপক প্রচারণা, পোস্টারলিফলেট বিলি, পথসভা, হাট সভার মাধ্যমে ব্যাপক সংখ্যক জনসাধারণকে অবহিত করার মাধ্যমে বিপুল সংখ্যক জন উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

যৌথ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সভায়
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। যৌথ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আব্দুর রহমান, জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, কাউসার চৌধুরী, আব্দুর রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, ডাক্তার আব্দুল মজিদ, মোল্লা মোশারফ হোসেন মফিজ, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শামসুল আলম পিন্টু, ওয়াহিদুজ্জামান রানা, মুর্শিদ কামাল, এতেশামুল হক শাওন, শেখ সাদী, রবিউল হোসেন, শাহাদাত হোসেন ডাবলু, শেখ সরোয়ার হোসেন, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন দিলু, অমিত সাহা, ইলিয়াস মল্লিক, মোঃ মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুুন কবির, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাসানুর রশীদ মিরাজ, শামীম কবির, নুরুল হুদা খান বাবু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, ইবাদুল হক রুবায়েদ, ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, নাজির উদ্দিন আহমেদ নান্নু, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, শেখ জামাল উদ্দিন, মোহাম্মদ আলী বাবু, জাহিদুল ইসলাম, হাবিব বিশ্বাস, বদরুল আনাম খান, গাজী আফসার উদ্দিন মাস্টার, শেখ আনসার আলী, আহসানউল্লাহ বুলবুল, খোদাবক্স কোরাইশী কালু, মোল্লা ফরিদ আহমেদ, মশিউর রহমান খোকন, জিএম মঈনউদ্দিন, আব্দুস সালাম, আব্দুল মান্নান খান, আলামিন সানা, দীপক কুমার, মোজাফফর হোসেন, এনামুল হক সজল, শহিদুল ইসলাম, মোল্লা কবির হোসেন, শরিফুল ইসলাম শাহিন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, তরিকুল ইসলাম বাকার, মোল্লা রাজু আহমেদ, শরিফুল ইসলাম টিপু, শাহিন উদ্দিন, মাহমুদ হাসান শান্ত, ইউসুফ মোল্লা, খায়রুজ্জামান সজীব, শাকারুল ইসলাম সুমন, রেহেনা  ইসলাম প্রমুখ।