কলারোয়ায় বিজিবির অভিযানে স্বর্নের গহনা সহ আটক

10
Spread the love

সোহাগ হোসেন, কলারোয়া।।

সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাংগা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৫ পিস সোনার নেকলেসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ হুমায়ূন কবীর (৪০)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছির গাড়াখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে। আটক সোনার দাম ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গতবছর ৩১ ডিসেম্বর রাত ৮টার দিকে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানী এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপির সামনে বটতলা নামক স্থানে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন পূর্বক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে থেকে উদ্ধার করা হয় ৩ দশমিক ৬৫ গ্রাম স্বর্নের গহনা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উক্ত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।