ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ উদ্ধার, আটক চার

4
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট ||

ব্লেন্ডার এবং আয়রন মেশিনের ভেতরে করে দুবাই থেকে নিয়ে আসা সোয়া ১১ কেজি স্বর্ণ জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৭ ডিসেম্বর) ঘটনায় দুবাই থেকে আসা চার যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা। আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন সুলতান মাহমুদ এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ। তাদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজের উপ-কমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে ওই চার যাত্রী সিলেট আসেন। তার আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে খবর ছিলো- ওই ফ্লাইটের যাত্রীদের কেউ স্বর্ণের বড় একটি চোরাচালান নিয়ে আসছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি নজরে রাখেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওই জনকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেহ লাগেজ তল্লাশি করা হয়। এসময় একটি ব্লেন্ডার আয়রন মেশিনের ভেতর গলিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর দাম প্রায় সাত কোটি টাকা। আল আমিন আরও জানান, কাটার মেশিন দিয়ে আয়রন ব্লেন্ডার মেশিন কেটে স্বর্ণগুলো বের করা হয়। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।