খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দাতা সংস্থা ইউএনডিপি বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগী হিসেবে কাজ করছে। পাশাপাশি দেশের অঞ্চল ভিত্তিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিতকরণ এবং শহরসমূহের বিদ্যমান সমস্যা সমাধানেও সংস্থাটি অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
সিটি মেয়র আজ মঙ্গলবার দুপুরে নগরীর হোটেল সিটি ইন্-এ ‘‘এসডিজিস লোকালাইজেশন ইন দা সিটি কনটেক্সট স্টেকহোল্ডারস ওরিয়েন্টেশন এন্ড কনসালটেশন’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সুন্দরবন এরিয়াবেজড ইনিশিয়েটিভস প্রোগ্রামের আওতায় খুলনা সিটি কর্পোরেশন এ কর্মশালার আয়োজন করে।
ইউএনডিপি’র সুন্দরবন অঞ্চল ভিত্তিক প্রোগ্রামের আওতায় প্রকল্পভুক্ত উপজেলাসমূহে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে সরকারের সাথে যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে, তা স্টেকহোল্ডারদের সামনে তুলে ধরার পাশাপাশি পানি ও স্যানিটেশন, কৃষি/মৎস্য/প্রাণিসম্পদ, আবাসন ও অবকাঠামো, নারীর কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও টার্গেট অর্জনে সিটি কর্পোরেশন পর্যায়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সিটি মেয়র সময়োপযোগী এ উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। সরকার ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে বিষয়গুলি যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরছে। সরকারের পাশাপশি জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহ এগিয়ে আসলে সমূহ ঝূঁকি মোকাবেলা করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সম্ভব সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, স্থানীয় সরকার-খুলনার বিভাগীয় পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিটি লিয়াজো কোঅর্ডিনেটর এসএম আব্দুল্লাহ আল মাসুম। ইউএনডিপি’র সুন্দরবন এরিয়াবেজড প্রোগ্রামের সংক্ষিপ্ত কার্যক্রম উপস্থাপন করেন রিজিওনাল প্রোজেক্ট ম্যানেজার অশোক কুমার দাশ, এসডিজি লোকালাইজেশনের টার্গেট ও অগ্রগতি সূচক উপস্থাপন করেন ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসার পালাশ কান্তি হালদার। ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, ইউএনডিপি’র প্রতিনিধি, কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, সিডিসি নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।