ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ও ইইই বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার হালদার এবং ফজলুল হক হলের প্রভোষ্ট ও ম্যাথামেটিক্স বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রভোষ্ট এর দ্বায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ভাইস চ্যান্সেলর এর বরাবর আবেদন করেছেন। প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অসাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত টিম তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ৫ সদস্যের তদন্ত টিমের সদস্যরা হলেন কুয়েট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহিউদ্দীন আহমাদ সভাপতি,গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আলহাজ উদ্দীন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, খুলনা পুলিশ কমিশনারের মনোনীত প্রতিনিধি অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহম্মদ, জেলা প্রসাশকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বাসক। এব্যাপারে কুয়েট জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র মোঃ রবিউল ইসলাম সোহাগ বলেন দুইজন প্রভোষ্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে আবেদন করেছেন, কুয়েট কর্তৃপক্ষ এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।