রূপসা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মীনী, এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম বলেছেন বর্তমান শেখ হাসিনা সরকার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নে বিশ্বাসী। এ সরকারের সময়ে সর্বস্তরের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। এ কারনে এ সরকারকে সর্বস্তরের জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বারবার নির্বাচিত করছে। দেশের এই উন্নয়নের ধারা ধরে রাখতে পুনরায় শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন আওয়ামীলীগ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীকে দ্বিধা দন্দ্ব ভুলে দলের স্বার্থে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আজ ৮ ডিসেম্বর দুপুরে এমপি সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আলো ফুটবেই মো: সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ করা হয়। । অত্র বিদ্যালয়ের পরিচালক এস এম আলমগীর হোসেন শ্রাবনের সভাপতিত্বে ও জাতীয় ক্রীড়া ধারাভার্ষকর রবিউল ইসলামের পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আ: সালাম, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপি প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি। বক্তৃতা করেন মহিলানেত্রী সাবিনা ইয়াসমিন, রিনা পারভীন, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, আজিজা সুলতানা, আনজুয়ারা সুমি, রিক্তা আক্তার, তাহিরা নয়ন, জেসমিন খাতুন, কানিজ ফাতেমা, হোসনেয়ারা পারভীন হেনা, ফিরোজা বেগম, তানজিলা বেগম, রেশমা বেগম, যুবলীগ নেতা মহিউদ্দিন মানিক, খান মারুফ হোসেন, সামসুল আলম বাবু, লিপিকা রানী দাস, ইলিয়াজ হোসেন, তুষার দাস, শেখ মাসুম প্রমুখ। অপরদিকে বিকালে টিএসবি ইউনিয়নের খাজাডাংগা গুলবাগ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থী ও এতিমদের মাঝে এমপির নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন এমপি পতœী, সালাম মূর্শেদী সেবা সংঘের সভাপতি সারমিন সালাম। টিএসবি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, হাফেজ আবুল কালাম, দাউদ আলী, রবিউল ইসলাম, জ্যাকি ইসলাম সজল, শফিকুর রহমান ইমন, আরিফুল ইসলাম কাজল, খায়রুজ্জামান সজল, নাজমুল হুদা অঞ্জন, শারিরুল ইসলাম হিমেল, রিয়াজ শেখ প্রমুখ।