সারা খুলনা অঞ্চলের খবরা খবর

33
Spread the love

সাবেক ছাত্রলীগ কর্মীর চিকিৎসার দায়িত্বভার নিলেন সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের কেছমত খুলনা গ্রামের সন্তান মোঃ রাব্বী শেখ। এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী জানতে পারেন। পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক ছাত্রলীগের এই কর্মীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

একদিনের ছায়া প্যানেল মেয়রের ১০ সুপারিশ

খবর বিজ্ঞপ্তি:

একদিনের জন্য ছায়া প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেন দলিত শিশু শিমলা দাস। সোমবার (ডিসেম্বর) এই দায়িত্ব পালন করেন তিনি। এক দিনেই নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং নম্বর ঘাট এলাকার হরিজন পল্লী পরিদর্শন শেষে বিকেলে দায়িত্ব হস্তান্তর করেন কেসিসির প্যানেল মেয়র-২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আলী আকবর টিপুর কাছে।

এসময় নারী নির্যাতন বন্ধে তার কাছে দেয়া হয় দশ দফার সুপারিশমালা। এভাবেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে দলিত সম্প্রীতি ফোরাম।

গতকালকের ভিন্নরকম আয়োজন অনেকেরই নজর কাড়ে। একদিনের ছায়া প্যানেল মেয়র শিমলা দাস দায়িত্ব পালন করেন কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চেয়ারে বসেই। হঠাৎ কোন নাগরিক ওই অফিসে গিয়ে এমন ভিন্নতা দেখে অনেকটা হতচকিত হয়েও পড়েন।

সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর আর দিনশেষে আবারো দায়িত্ব ফেরত পেয়ে প্যানেল মেয়র আলী আকবর টিপু বললেন, আমাদের সবাইকে মিলেই এই সমাজকে, এই শহরকে বিশেষ করে আমাদের দেশকে গড়তে হবে। জনগনের পাশে থেকে আমরা সকলে আমাদের দায়িত্ব পালন করতে চাই বলেও তিনি উল্লেখ করেন। শহরকে নিয়ে আগামী দিনের যে স্বপ্ন সেটি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

একদিন দায়িত্ব পালন শেষে দলিত শিশু শিমলা দাস কেসিসির প্যানেল মেয়র ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আলী আকবর টিপুর কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। যার মধ্যে অন্যতম হচ্ছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা, এডভোকেসী সমাবেশের উদ্যোগ নেয়া, মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন, আইপ্যাড, ভিডিও প্লেয়ার বা এমন মোবাইল ডিভাইস না দেয়া যা দ্বারা সে অশ্লীল কিছুর প্রতি আসক্ত হয়, শিক্ষা প্রতিষ্ঠান সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে কিশোরী নারীদের সর্বোত্তম নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের নির্দেশনা অনুসারে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ বক্স স্থাপনসহ অভিযোগ নিরসন ব্যবস্থা জোরদার করা প্রভৃতি।

 সর্বোপরি সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেটে দলিত নারী কিশোরীদের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখারও সুপারিশ করা হয়। ‘কমলা রঙের বিশ^ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, এখনই’ এই শ্লোগানের মধ্যদিয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দলিত সম্প্রীতি ফোরাম কর্মসূচির আয়োজন করে।

একদিনের ছায়া প্যানেল মেয়র শিমলা দাস বলেন, গতকালকের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাতে একজন জনপ্রতিনিধিকে কতটা কষ্ট করে দায়িত্ব পালন করতে হয় সেটি যেমন বুঝতে পেরেছেন তেমনি তৃণমূল পর্যায়ের মানুষ বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মনুষগুলোর দুর্ভোগের চিত্রও তিনি নিজ চোখে দেখেছেন। বিশেষ করে নগরীর নম্বর ঘাট এলাকার হরিজন পল্লী পরিদর্শনকালে দেখা গেছে ১০০টি পরিবারের জন্য মাত্র তিনটি টয়লেট। নেই সুপেয় পানির কোন সুব্যবস্থা। শিশুদের বেড়ে উঠতে হচ্ছে ঘিঞ্জির পরিবেশে। এছাড়া পাশ্ববর্তী কিছু বখাটেদের দ্বারা হরিজন পল্লীর কিশোরীরা যৌন হয়রানির ঝুঁকিতেও থাকে। সব মিলিয়ে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষগুলোর জীবন মান উন্নয়নের মধ্যদিয়েই দেশকে এগিয়ে নেয়া সম্ভব বলেও তিনি মনে করেন। বিশেষ করে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অবশ্যই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিতে হবে এমন মন্তব্যও করেন শিমলা দাস। ছায়া প্যানেল মেয়র শিমলা দাসের কাছ থেকে কেসিসির প্যানেল মেয়র-আলী আকবর টিপু দায়িত্ব গ্রহণকালে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, দলিত’প্রকল্প কর্মকর্তা জুলি বাড়ই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক নেতা মো: সাবির খান,সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি ইশরাত আরা হীরা, কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: কবির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, সব মানুষের সমান মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ধরনের কর্মসূচির মধ্যদিয়ে দলিত শ্রেণির তথা সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো যেমন এগিয়ে যেতে পারবে তেমনি ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কেও তাদের দক্ষতা বৃদ্ধি হবে।

গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

সোমবার গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ বছর পর ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার আন্দোলন গণঅভ্যুত্থানের মুখে,  তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন সরকার।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বাদ-মাগরিব জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম ছালাম, এম রিয়াজ কচি, এ্যাড. শাহ আলম, মোজাফফর মোল্লা, মানিকুজ্জামান অশোক,   মোতালেব হোসেন, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, এ্যাড. জেসমিন পারভিন জলি, মোঃ পারভেজ হাওলাদার, আলমগীর মল্লিক,  ফেরদৌসুর রহমান, জিয়াদুল ইসলাম, কুমারেশ মন্ডল, আল মাহমুদ প্রিন্স, আবুল হাসান পলাশ, কমলেশ কুমার সানা, আবির মালিক, মাহ্ফুজুর রহমান সোহাগ, এ্যাড. পলাশী মজুমদার,  মারুফ হোসেন, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, আলমগীর হোসেন রাজু, পলাশ রায়, নীলমনি বিশ্বাস প্রমূখ।

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।

সোমবার বিকেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার) এনডিসি, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাইকেলিং শোভাযাত্রা দলের খেলোয়াড়, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কলারোয়া মুক্ত দিবস উদযাপিত

সোহাগ হোসেন, (কলারোয়া)

ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন।  পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, সোমবার। ১৯৭১ সালের ডিসেম্বর ছিলো সোমবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ডিসেম্বরও সোমবার। এদিনটি সাতক্ষীরার কলারোয়ার ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় গুরুত্বপূর্ণ দিন। ৭১’এদিনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে কলারোয়ায়। মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।

সোমবার (ডিসেম্বর, ২০২১) বৈরী আবহাওয়ার মধ্যেও ‘ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের দু:সাহসিক স্মৃতিচারণ করেন। প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধের চেতনা লালন ধারণে উদ্বুদ্ধ থাকুক নতুন পরবর্তী প্রজন্ম। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক (পদাধিকারবলে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।

ক্ষেতের ধান নিয়ে কৃষক চিন্তিত: পাইকগাছায় টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

এইচ এম হাশেম, কপিলমুনি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় শনিবার থেকে টানা তিন দিনের গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে রোববার সোমবার হালকা ভারী বৃষ্টি হয়েছে। সেই সাথে আকাশজুড়ে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। অনেক ক্ষেতে পাঁকা ধান বাতাস বৃষ্টিতে হেলে পড়েছে। এতে পাঁকা ধানের সম্ভাব্য ক্ষতি নিয়ে কৃষকের মধ্যে আশঙ্কা বিরাজ করছে। উপজেলায় বছর ১৭ হাজার ২৫৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। আর ৭/দিনের মধ্যে কৃষকরা ফসল ঘরে তুলতে পারতো। এর মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে কৃষকরা ভোগান্তিতে পড়েছে। শীত অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন এখানকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। ভ্যান চালক মো. বিশে গাজী বলেন, গত দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে। রাস্তায় যাত্রী নেই, রোজগার হচ্ছে না। গরিব মানুষ, বৃষ্টি এই ঠান্ডা মাথায় ভ্যান নিয়ে বের হয়েছি। তাই কষ্ট হলেও উপায় নেই। শীতের মধ্যে বৃষ্টিতে জন জীবন স্থবীর হয়ে পড়েছে। পাইকগাছায় ভারী বর্ষণ দিনব্যাপী আকাশ মেঘাচ্ছন্ন থেকে চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। এতে উপকূলীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষকরা জানান, তাদের ক্ষেতে এখন পাঁকা আমন ধান কাটতে বাকী রয়েছে। অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার অধিকাংশ ইউনিয়নের ধান কাটা শেষ হয়েছে। গড়ইখালী, চাঁদখালী ইউনিয়নের নিচু এলাকার কিছু ধান কাটতে এখনো বাকী আছে। নিচু জায়গাতে হালকা পানি জমলেও ধানের তেমন একটা ক্ষতি হবে না। কৃষকদের নিচু জায়গার ধান ক্ষেতের আইলের উপর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ধানের ক্ষতি কম হবে।

বাগেরহাটের ২টি কাচা পাকা রাস্তা এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাট সদরের খাঁনপুর ফকিরহাটের শুভদিয়া এবং বেতাগা ইউনিয়নের উপর দিয়ে নির্মিত ব্রিটিশ আমলে নির্মিত দুইটি গুরুত্বপূর্ণ জনবহুল কাচা-পাকা রাস্তা এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রত্যান্ত গ্রামাঞ্চলের হাজার হাজার পথচারী চলাচল করলেও মেরামত বা সংস্কার না করায় রাস্তা দুইটি তার পুরাতন ঐতিহ্য হারাতে বসেছে। অতিদ্রুত রাস্তা দুইটি মেরামত করা না হলে তা বিলিন হয়ে যাওয়ার আশাংকা রয়েছে।

জানা গেছে, ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বেতাগা পশু হাসপাতাল অথাৎ ভেড়ার খামার এর সামনে দিয়ে এই রাস্তাটি হৃষিপাড়া চৌরাস্তার মোড় হতে সোজা শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর ¯ু‹লের পাশে তেমাথায় গিয়ে মিশেছে। এই রাস্তাটি ব্রিটিশ আমলে তৈরী করা হয়েছিল। যা ১২ফুট চওড়া এবং প্রায় কিলোমিটার দৈর্ঘ। এইটি রাস্তাটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরী এবং বেতাগা ৫নং ওয়ার্ডবাসিসহ বিভিন্ন জনসাধারন চলাচল করে থাকেন। ব্রিটিশ আমলে এই রাস্তা দিয়ে লখপুর পিলজংগ বেতাগা শুভদিয়া ইউনিয়নের লোকজন চুলকাটি বাজারে অসা-যাওয়ার একমাত্র পথ ছিল। কিন্তু পার্শ্ববর্তী সাইডে বেশ কয়েকটি নতুন রাস্তা নির্মাণ করার কারণে এই রাস্তাটির উপর তেমন কোন নজর নেই কারোর।

স্থানীয়রা বলেছেন,স্বাধীনতার পর খানপুর বেতাগা লখপুর শুভদিয়া অঞ্চলের অধিকাংশ জনগন এই পুরাতন রাস্তাটি ব্যাবহার করতো। কিন্তু কালক্রমে রাস্তাটি মেরামত বা সংস্কার না করায় রাস্তাটির দুইপার্শ্বে শতশত ভুমিদস্যুরা তা দখল করে নিয়েছেন। যে করণে রাস্তাটি ছোট হয়ে পড়েছে। শুধু তাই নয়, রাস্তার পার্শ্বে বসবাসকারী এক শ্রেনীর ব্যাক্তিরা রাস্তার মাটি কেটে সেখানে নিজেদের জমি বানিয়ে গাছপালা লাগিয়ে ভোগদখল করে নিয়েছেন। রেকর্ডীয় এই রাস্তাটি ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে মেরামত করা জরুরী হয়ে পড়েছে।

অপর দিকে চুলকাটি বাজারের মধ্যদিয়ে পুরাতন পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার একটি কাচা রাস্তা রয়েছে। যে রাস্তাটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। সেই রাস্তাটি স্বাধীনতার পর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কয়েক দফায় ইটের সলিং নির্মাণ করলেও তা ভেঙ্গে চুরে এখন তা কাচা রাস্তায় পরিনত হয়েছে। এই রাস্তাটি দিয়ে চুলকাটি মুসলিমা দাখিল মাদ্রাসা চুলকাটি পলাশ কিন্ডার গার্ডেন স্কুলের শতশত শিক্ষার্থীরা চলাচল করে আসলেও সংস্কার বা মেরামতের কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছেনা। যে কারণে রোদ বৃষ্টি ঝড়ে শতশত মানুষ চরম জনদুভোগের মধ্যে এই কাচা রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। অতিদ্রুত জনবহুল গুরুত্বপূর্ণ এই ব্রিটিশ আমলে নির্মিত দুইটি রাস্তা পূণঃ নির্মাণ করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

খাজরায় চেয়ারম্যান ডালিম নৌকা পাওয়ায় আনন্দ মিছিল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরায় চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম পুনরায় নৌকা পাওয়ায় আনন্দ মিছিল এবং তাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুর খাজরা বাজারে কর্মসূচির আয়োজন করা হয়।

ইউপি নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এলাকার শত শত দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ। একই সাথে তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় সাবেক বিএনপি নেতা অহিদুল ইসলাম তার দোসরদের ছত্রছায়ায় কিছু সংখ্যক মানুষ তাকে তার পরিবারকে নিয়ে মিথ্যাচারের মাধ্যমে কিছু লোকজন নিয়ে অনশন মানববন্ধনের অভিনয় করে ষড়যন্ত্র করছে।

তাদের ষড়যন্ত্র মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুর হাই স্কুলের সামনে খাজরা বাজারে মেইন সড়কে প্রতিবাদ সমাবেশ মানবন্ধন করা হয়।

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেম্বার অনুপ কুমার মন্ডল, আঃ লতিফ, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খলিল টুকু, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম, মেম্বার ইব্রাহিম গাজী, সাইফুল ইসলাম কাজল, আনারুল ইসলাম, আছাদুজ্জামান রিপন, ছলেমান গাজী, প্রদীপ চক্রবর্তী, শ্যাম পদ, আশরাফুল সরদার প্রমুখ।

আশাশুনিতে চেয়ারম্যান ডালিমের মনোনয়ন বাতিলের দাবীতে অনশন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমকে নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে গণঅনশন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি শহীদ মিনার চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ মিনার বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে নারী পুরুষ অনশনে অংশ নেন এবং পাশেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, মোঃ মাসুদ, আক্তার হোসেন, নিহত সরবত মোল্যার স্ত্রী শেফালী খাতুন প্রমুখ।

বক্তগাণ বলেন, যুদ্ধাপরাধী মামলার সরকারি গেজেটভুক্ত রাজাকার মোজাহার সরদারের পুত্র শাহ নেওয়াজ ডালিম হত্যাসহ ১৭ মামলার আসামী। তাকে আ’লীগের দলীয় মনোনয়ন এলাকার মানুষ মেনে নেবেনা।

তার মনোনয়ন বাতিল করার সাথে সাথে ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যাকে মনোনয়ন প্রদানের দাবী করেন।

আশাশুনিতে জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোলাম মোস্তফা, আশাশুনি

আশাশুনির বিভিন্ন ইউনিয়নের জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (ডিসেম্বর) প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা প্রদান করেন।

সেলিম রেজা মিলন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান আগামী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা মিলন সোমবার উপজেলা নির্বচন অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ব্যাংকার আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেবিট, শ্রমিক লীগ নেতা মোঃ মনিরুজ্জামান বিপুল, তৈবুর রহমান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, আল আমিন প্রমুখ তার সাথে ছিলেন।

ঢালী মোঃ সামছুল আলম আশাশুনি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নেতা-কর্মীদের নিয়ে আল্লাহর নাম করে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি ইউনিয়নের সকলের কাছে দোয়া, আশীর্বাদ সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনে আনারস প্রতিক চেয়েছেন। এসময় এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাধারণ ভোটাররা তার সাথে উপস্থিত ছিলেন।

মোঃ আব্দুল হান্নান উপজেলার বুধহাটা ইউনিয়ন পিরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান। বুধহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল হান্নান সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এসময় বিভিন্ন নেতৃবৃন্দ সমর্থক তার সাথে ছিলেন।

মোঃ নজরুল ইসলাম উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ নজরুল ইসলাম। ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে দায়িত্ব পালনকারী নজরুল ইসলামের ভাই শহিদুল ইসলাম একাধিকবার চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। নমিনেশনপত্র জমাদানের সময় এলাকার গন্যমান্যব্যক্তি, কর্মী সমর্থকবৃন্দ তার সাথে ছিলেন।

ওমর সাকী পলাশ উপজেলার কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওমর সাকি পলাশ। ওমর সাকি পলাশ চাচা মরহুম এস এম রফিকুল ইসলাম একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় এড. খোরশেদ আলম, শিক্ষক আলমগীর হোসাইন, খলিলুর রহমান, ডাঃ আঃ আলিমসহ বহু নেতাকর্মী সমর্থক তার সাথে ছিলেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ৫৪৩ জন

তথ্য  বিবরনী

খুলনা জেলায় সোমবার ১৯ হাজার ৫৪৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ নয় হাজার চারশত ৬১ জন এবং মহিলা ১০ হাজার ৮২ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে একশত ৩৯ জন এবং নয়টি উপজেলায় মোট ১৯ হাজার চারশত চার জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার দুইশত ১৫ জন, বটিয়াঘাটায় ৪০ জন, দিঘলিয়ায় একশত ১১ জন, ডুমুরিয়ায় পাঁচ হাজার দুইশত ৯৫ জন, ফুলতলায় একশত ২৫ জন, কয়রায় আটশত ৭০জন, পাইকগাছায় পাঁচ হাজার চারশত ৮৯ জন, রূপসায় ৫৯ জন তেরখাদায় ছয় হাজার দুইশত জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এছাড়া সোমবার মহানগর খুলনা জেলায় তিন হাজার পাঁচশত ৩৩ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় সংলাপ আলোচনা সভা

রূপসা প্রতিনিধি

রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসেনের সাথে সংলাপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্য নিয়ে গত ডিসেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

অনুষ্ঠানে স্বগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জাামান, ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, ইউপি সদস্যা নারী উদোক্তা আকলিমা খাতুন তুলি, নারী উদোক্তা আবেদা খানম গোলাপী খাতুন, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক সুমা রানী কর্মকার, ফুড প্রসেসিং প্রশিক্ষক ফালগুনী রায়, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, সাংবাদিক চিত্তরঞ্চন সেন প্রমুখ। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এরপূর্বে গত ডিসেম্বর সকালে নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসেনের এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

চরমোনাইর মাহফিল ১০ই ডিসেম্বর থেকে শুরু

খবর বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা গুঁড়িগুঁড়ি মাঝারি বৃষ্টিপাতের কারনে ঐতিহ্যবাহী চরমোনাইর ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিলের তারিখে পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী আগামী (১০ ডিসেম্বর) শুক্রবার চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হবে। দিন বাদ জুম্মা চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে।

সোমবার (ডিসেম্বর) বাদ জোহর চরমোনাইতে আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভা শেষে সকলের অবগতির জন্য উপরোক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীরুল মুজাহিদিন চরমোনাই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম, চরমোনাই মাহফিল কমিটির নির্বাহী পরিচালক মাওঃ সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গণ। উল্লেখ্য: আগামী ৮,১০ ডিসেম্বর  চরমোনাই বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রামপালে সাবেক ইউপি সদস্যার ছাগল চুরি করে ভুড়িভোজ

স্টাফ রিপোর্টার (রামপাল)

রামপালের গৌরম্ভা ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা লুৎফুননাহার এর ২টি গাভীন ছাগল চুরি করে ভুড়িভোজের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগে জানা গেছে, উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের শেখ রবিউল ইসলামের স্ত্রী লুঃফুননাহার এর ২টি গাভীন ছাগল রবিবার রাতের কোন এক সময় কে বা কারা চুরি করে ভুক্তভোগীর বাড়ীর বাগানে নিয়ে জবাই করে মাথাসহ চামড়া পা ফেলে রেখে মাংশ নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অভিযোগে উল্লেখ করা হয়- পার্শবর্তী আঃ হাকিম শেখ, রাব্বি সরদার, ইসমাইল শেখসহ অজ্ঞাতরা এহেন জঘন্য অপকর্ম করেছে বলে তাদের ধারনা। এর মাস পূর্বে ভুক্তভোগীর বাড়ীতে থাকা তার ভ্যাগনের ভ্যান গাড়ীটি কে কারা চুরি করে নিয়ে যায়।

ব্যাপারে গৌরম্ভা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে রবিবার অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মুভ করা সম্ভব হয়নি।

পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপি বাবুর

খবর বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় এলাকা কয়রার প্রতিটি নদ নদীতে অতি মাত্রায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হরিহরপুর লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার (ডিসেম্বর) দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড তাদের নির্দিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। গত শনিবার রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অধিক জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধের উপর দিয়ে প্রথমে পানি ভিতরে প্রবেশ করে। নদীভাঙন পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমান শীতের সময়ে এই অসহায় মানুষ গুলো লবন পানিতে ভাসছে আপনাদের অবহেলার জন্য। ওদের চোখের পানি ঝরছে, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে শুধুমাত্র আপনারা সময়মত বাঁধে মাটি দিয়ে উঁচু না করার কারণে। বিষয়ে পাউবোর স্থানীয় কর্মকর্তা মশিউল আলম জানান, ঠিকাদার সময়মত কাজ না করা এবং আকস্মিক ঘূর্ণিঝড়ের কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এমনটা ঘটেছে। তিনি বলেন, দ্রুত বাঁধ রক্ষা করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও সোমবার বিকেলে কয়রার কাটকাটা, গাতিরঘেরি এলাকার বেড়িবাঁধও পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াস, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানিসহ দলীয় নেতা-কর্মীরা।

খুলনায় জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা

খবর বিজ্ঞপ্তি

সোমবার সকালে খুলনা জেলা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাপার সভাপতি কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু। প্রধান অতিথি ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব বিভাগীয় কমিটির আহবায়ক সাহিদুর রহমান টেপা, বিশেষ অতিথি ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা এড. জহুরুল হক জহির, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, কৃষক পার্টির ভাইস চেয়ারম্যান হাফেজ মুফতি ফিরোজ শাহ। জেলা জাপার সেক্রেটারি এম হাদিউজ্জামান, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব এম আল মামুন দৌলতপুর থানা াজপার আহবায়ক আশরাফুল ইসলাম সেলিমের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জাপা নেতা হুমায়ুন কবির শাওন, মহানগর জাপার ভঅরপ্রাপ্ত আহবায়ক এড. মাহাতাব উদ্দীন, ইসমাইল খান টিপু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোস্তফা শফিকুল  ইসলাম ঢালী, ওয়াদুদ মোড়ল, শাহ লায়েক উল্লাহ, আৎ রাজ্জাক, প্রিন্স হোসেন কালু, এজাজ আহমেদ, রাসেল হোসেন প্রমূখ। সভায় র্ভাচ্যুয়াল মিটিং-অংশ নেন জাপা চেয়ারম্যান জিএম গোলাম মোহাম্মদ কাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু। বক্তারা বলেন, আওয়ামীলীগ-বিএনপি মুদ্রার এপিট-ওপিট। তারা আজ জণগণের কাজে মহাসৈরাচার হিসেবে পরিচিতি লাভ করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। তারা আজ দেশে হত্যা, লুট, ধর্ষণের রাজস্ব কায়েম করেছে। জন্য জনগণ এদের হাত থেকে বাঁচতে বিকল্প এরশাদের শাসন আমল চায়। বক্তারা আরো বলেন, দু’ দল দেশের জন্য ক্ষতিকারক আর এরশাদ ছিল দেশের উন্নয়নের রূপকার। ৩০ বছর ধরে অপেক্ষা করেছেন. আরো একটু অপেক্ষা করুণ। ক্ষমতা অতি সন্নিকটে। জন্য তৃণমূল শক্তিশালী করতে হবে। তৃণমুলের নেতারা এক একজন জাপার চেয়ারম্যান। নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করার আহবান জানান।

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লার মৃত্যু শেখ হেলালের শোক

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোল্লা (৭৫) সোমবার দুপুর ৩টা-৪৫মি: সময় ঢাকা মিডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি —–রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সন্তানসহ বহুগুণগ্রহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা  কমা-, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে  পৃথক ভাবে শোক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি দাতারা হলেন উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন,যুগ্ম সম্পাদক শামীম আনোয়ার বাবু,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারন সম্পাদক এস,এম সোহেল,বীর মুক্তি যোদ্ধা মো: আবু তালেব,সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় ঝড়ো দমকা হাওয়া বৃষ্টিপাত অব্যাহত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে, বড় ধরণের আঘাতের কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। এদিকে, প্রাকৃতিক দূর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। বিশেষ করে জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জরাজীর্ণ বেঁড়িবাধ সংস্কারে স্থানীয়রা বালির বস্তা, বাঁশ খুটি দিয়ে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ রক্ষায় কাজ করছেন। উপকুলীয় এলাকা আশাশুনি শ্যামনগরের নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনের টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো।

সাতক্ষীরার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রবিবার থেকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাওয়াদের প্রভাবে উপকুলীয় এলকায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। তিনি আরো জানান, অবস্থায় জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যে কোন প্রাকৃতিক দূর্যোগের খবর এলেই সাতক্ষীরার উপকূল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতি বছরই দূর্যোগের কবলে পড়ে সর্বশান্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জরাজীর্ণ বেঁড়িবাধ সংস্কারে স্থানীয়রা বালির বস্তা, বাঁশ খুটি দিয়ে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ রক্ষায় কাজ করছেন।

সোনালী  জুট মিল শ্রমিক তার পরিবারকে প্রাননাশের হুমকি থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিলের ম্যাকানিকাল বিভাগের শ্রমিক যোগিপোল ইউনিয়নের তেলিগাতী কাজীপাড়ার বাসিন্দা কাজী আঃ রাজ্জাক বিল্টু তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।  ব্যাপারে ভুক্তভোগি আড়ংঘাটা থানা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সুত্রে জানা যায় জুট মিল শ্রমিক কাজী আঃ রাজ্জাকের তেলিগাতি মৌজার আর এস নং ৩১৫৮ এস নং ৩০১২ খতিয়ান নং ১৫৩ এর ১৪ শতক জমিতে একই এলাকার কাজী মুনসুর আলীর পুত্র পুত্র কাজী বাবলু (৫৫) কাজী বকুল (৪৮) কাজী শামসুর এর পুত্র কাজী শিমুল(৪৫) কাজী নাজমুল (৪৫) কাজী সাইফুল ইসলাম (৫২) গত ১৩ নভেম্বর জোরপুর্বক সাইনবোর্ড লাগিয়ে দিয়ে ভুক্তভোগির উক্ত জমির ভিতরে লাগানো গাছ বিক্রয় করতে গেলেও বাধা প্রদান জোরপুর্বক তার পুকুরের মাছ ধরার চেষ্টা করে মাধ ধরতে বাধা প্রদান করতে কলে বিবাদীদ্বয় কাজী আব্দুর রাজ্জাকের কন্যা মোসাঃ সাথী খাতুন (২৪) তার স্ত্রী মোসাঃ ঝরনা বেগমের উপর চড়াও হয় সময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে তারা প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি গত আড়ংঘাটা থানা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয় , অভিযোগ দেওয়ার পর থেকে কাজী আঃ রাজ্জাককে বিভিন্নভাবে হুমকি ধুমকি প্রদান করা হচ্ছে বলে তিনি জানান এছাড়া বর্তমানে তিনি তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আড়ংঘাটা থানার এস আই সুমঙ্গল দাস বলেন অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়েছিলাম বর্তমানে উক্ত বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে

প্রতারনার স্বীকার সিটি কর্পোরেশনের টোল আদায়কারী মইদুল ইসলাম

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট সিটি কর্পোারেশনের টোল আদায়কারী মোঃ মইদুল ইসলাম প্রতারনার স্বীকার হয়ে নগদ লক্ষ টাকা খুইয়ে এখন সর্বশান্ত হয়ে ন্যায় বিচারের আশায় জনপ্রতিনিধি, প্রশসান সহ বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছে প্রতারনার স্বীকার মোঃ মইদুল ইসলাম বলেন অনেক কষ্ট করে নিজের জমানো কিছু টাকা বিভিন্ন এনজিও থেকে লোন করে পরিবার পরিজন নিয়ে মাথা গোজার ঠাই খুজার জন্য মশিয়ালী গ্রামের বাছড় শেখের পুত্র হাতেম শেখ  নগদ লক্ষ  টাকা বায়না নেয় উক্ত জমির আর এস ১৮২৮ খতিয়ানের আর এস দাগ নং (৭৬৭ , ৭৬৮ ) ৩৩৯৭ ।   পরবর্তিতে উক্ত জমির ভিতর থেকে হাতেমের স্ত্রী  মর্জিনা বেগম পয়েন্ট ২৫ শতক তার পুত্র  মামুনের পয়েন্ট শতক মোট  সাড়ে ১৬ শতক জমি মইদুলকে রেজিষ্টী করে দেই জমি রেজিষ্টির পর বেশকিছুদিন পর দেখা যায় চৌহিদী অনুযায়ি যে দাগে জমি রেজিষ্ট করা হয়েছে সে দাগে কোন জমি নেই এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি মোঃ মইদুল ইসলাম আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন

মেশিনের মুড়ির দাপটে অস্তিত্ব সংকটে হাতে ভাজা মুড়ি

হেদায়েত হোসাইন,বাগেরহাট

দাম কম, আকারে বড় আবার দেখতেও চকচকে প্যাকেটজাত মুড়ির দাপটে অস্তিত্ব সংকটে পড়েছে মুড়িগ্রাম খ্যাত বাগেরহাটের বারুইখালী গ্রামের হাতে ভাজা মুড়ির কারিগররা। সময়ের সঙ্গে সঙ্গে দাম না বাড়ায় এবং প্যাকেটজাত মুড়ির বাজারজাতকরণ কৌশলের কাছে হেরে যাচ্ছেন তারা। প্রয়োজন অনুযায়ী লাভ না হওয়ায় বাপ-দাদার পেশা ছেড়েছেন অনেকেই।

সরকারি পৃষ্ঠপোষকতা বাজারজাতকরণে সহযোগিতার মাধ্যমে হাতে ভাজা মুড়ির ঐতিহ্যকে টিকিয়ে রাখার দাবি তাদের। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম বারুইখালি। মুড়িগ্রাম নামে যে গ্রামের খ্যাতি রয়েছে সারাদেশে। এক সময় গ্রামের শতাধিক পরিবার মুড়ি ভেজে তাদের জীবিকা নির্বাহ করতেন। দিন দিন হাতে ভাজা মুড়ি তৈরির পরিবারের সংখ্যা কমতে শুরু করেছে। গেল কয়েক বছরে অন্তত ৫০ পরিবার মুড়ি ভাজা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। তবে মুড়ি বিক্রির টাকায় সংসারে স্বচ্ছলতা না এলেও অন্য পেশায় যাওয়ার সুযোগ না থাকায় অনেকটা বাধ্য হয়ে পেশায় রয়েছেন অনেকে। এমণই একজন ষাটোর্ধ্ব কমল চন্দ্র সাহা। স্ত্রী মমতা রানী সাহা প্রতিবেশী অঞ্জলী রানী সাহাকে নিয়ে মুড়ি ভাজেন তিনি।৩৫ বছর ধরে হাতে মুড়ি ভেজে বিক্রি করেন। যা আয় হয়, সে টাকায় সংসার চলছে তার। মুড়ির টাকায় এখন আর সংসার চলে না। সংসারে স্বচ্ছলতা ফেরাতে একমাত্র ছেলেকে ভ্যান কিনে দিয়েছেন।

কমল চন্দ্র সাহা বলেন, আমাদের এলাকার বেশিরবাভ মানুষ এক সময় মুড়ি ভাজত। প্রতিটি বাড়িতে মুড়ি তৈরি হতো। কিন্তু এখন অনেকে আর মুড়ি ভাজে না। ধান, কাঠ, বালু, মাটির হাঁড়ি সব কিছুর দাম বেড়েছে। কিন্তু আমাদের মুড়ির দাম বাড়েনি। অন্যদিকে কোম্পানিতে তৈরি প্যাকেটজাত মুড়ির দাম আমাদের মুড়ির তুলনায় সহজলভ্য কম দামের হওয়ায় বেশিরভাগ মানুষ প্যাকেটজাত মুড়ি কেনে। তাই আমাদের হাতে ভাজা মুড়ি আর আগের মত চলে না।

তিনি আরও বলেন, দেড় হাজার টাকায় এক মণ মোটা ধান কিনতে হয়। ধান সিদ্ধ করে শুকিয়ে মিলে নিয়ে ভাঙিয়ে চাল বানাতে আরও দুইশ’ টাকা ব্যয় হয়। চাল লবণ পানি দিয়ে ভিজিয়ে এবং গরম বালুর মধ্যে নাড়িয়ে মুড়ি তৈরি করা হয়। এক মণ ধানে ২৪ কেজি মুড়ি হয়। প্রতি কেজি তৈরিতে ব্যয় হয় ৭৫ টাকা। সব কাজ শেষ করে ভ্যানে করে বাজারে নিয়ে খুচরা ১০০ টাকা কেজি দরে মুড়ি বিক্রি করি। আর পাইকারি বিক্রি করি ৯০ টাকা কেজি দরে। এত কম লাভে চলতে আমাদের খুব কষ্ট হয়। মুড়ি বিক্রির আয়ে আর চলে না, তাই ছেলেকে ভ্যান কিনে দিয়েছি।

একই বাড়ির মুড়ি কারিগর কৃষ্ণ কান্ত সাহা বলেন, ছোট বেলা থেকে বাবার পেশা হিসেবে মুড়ি ভাজি এবং বিক্রি করি। আগে সপ্তাহে দুই হাটে ১০ মণ মুড়ি বিক্রি করতাম। যে আয় হতো তা দিয়ে আমাদের সংসার চলে যেত। পাশাপাশি কিছু সঞ্চয়ও করতে পারতাম। কিন্তু গেল দুই বছর ধরে সব কিছুর দাম বাড়তি, কিন্তু মুড়ির দাম বাড়েনি। অন্যদিকে মেশিনের মুড়ি বের হওয়ার পরে আমাদের হাতে ভাজা মুড়ির চাহিদা অনেক কমে গেছে। এখন সপ্তাহে পাঁচ মণের বেশি মুড়ি বিক্রি করতে পারি না। তবে মৌসুমের শুরুতে যখন ধানের দাম কম থাকে, তখন এক সঙ্গে সারা বছরের ধান কিনে রাখতে পারলে লাভ কিছুটা বেশি হয়। সেই সুযোগ আর আমাদের আছে কই? সারা সপ্তাহে যে আয় করি, সংসার চালাতেই তা শেষ হয়ে যায়। সরকারিভাবে যদি স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়া যায়, তাহলে মুড়ির ব্যবসায় টিকে থাকতে পারতাম। সাবিত্রি রানী সাহা নামে এক নারী বলেন, মুড়ি ভাজাই আমাদের একমাত্র পেশা। কিন্তু মুড়ি ভেজে আমাদের আর চলে না।

 শীলা রানী সাহা বলেন, ফজরের আজানের সময় থেকে এক টানা চার-পাঁচ ঘণ্টা চুলার পাশে বসে মুড়ি ভাজি। চুলার প্রচ- তাপে আমাদের খুব কষ্ট হয়। সেই সঙ্গে দীর্ঘদিন তাপ সহ্য করার কারণে শরীরে স্থায়ী নানা সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের। এত কষ্টের পরও যখন আর্থিক স্বচ্ছলতা আসে না, তখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না।

মুড়ি ভাজা ছেড়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহকারী সুবল কৃষ্ণ সাহা বলেন, আগে মুড়ির ব্যবসা করতাম। এখন বাদ দিয়েছি। কারণ ধানের দাম বেশি, মুড়ির দাম চাহিদা দু’টোই কম। এছাড়া মেশিনে ভাজা প্যাকেটজাত মুড়ি বের হওয়ায় আমাদের মুড়ির চাহিদা আরও কমেছে। সঙ্গে সঙ্গে অন্য সব কিছুর দাম বাড়লেও আমাদের মুড়ির দাম বাড়েনি। তাই বাধ্য হয়ে আর্থিকভাবে ভালো থাকতে মুড়ি ভাজা ছেড়ে ভ্যান চালাতে শুরু করেছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সঞ্জিব সাহা বলেন, আমাদের এলাকায় অনেকেই মুড়ির ব্যবসা করতেন। আর্থিক সংকটের কারণে এখন অনেকেই মুড়ি ভাজা বন্ধ করে দিয়েছেন।  হাতে ভাজা মুড়ির ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান তিনি।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম শাহাবুদ্দিন আহমেদ বলেন, কৃষকরা সাধারণত মোটা ধান দিয়ে কোনো কেমিক্যাল ছাড়া বারুইখালি গ্রামের কৃষকরা মুড়ি তৈরি করেন। ব্যবসায়ী গ্রুপের প্যাকেটজাত মুড়ি বের হওয়ার কারণে মুড়ির চাহিদা কিছুটা কমে গেছে। উপরন্তু মোটা ধানের দামও বেড়েছে। কৃষকদের সুবিধার এলাকায় মোটা ধানের চাষ বাড়াতে আমরা কাজ করব। পাশাপাশি হাতে ভাজা মুড়ির বিক্রি বাড়াতে আমরা বিভিন্ন অর্গানিক খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব।

বিষয়ে কচুয়া উপজেলা চেয়্যারম্যান নাজমা সরোয়ার বলেন, ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। হাতে ভাজা মুড়ি কচুয়ার একটি ঐতিহ্য। ঐতিহ্য টিকিয়ে রাখতে আমরা কাজ করব। ক্ষেত্রে মুড়ি তৈরির সঙ্গে জড়িতরা সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করলে আমরা ঋণ দেওয়াসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করব।

পাইকগাছায় সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছা উপজেলা সাবেক যুবলীগ নেতৃবৃন্দের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষে মতবিনিময় সভা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাবেক উপজেলা যুব লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  সাবেক যুবলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, উত্তম কুমার দাশ, অশোক কুমার অধিকারী, অহেদুজ্জামান মোড়ল, গৌরাঙ্গ মন্ডল, সুকুমার ঢালী। উপস্থিত ছিলেন বাবুলাল বিশ্বাস, বাবু গাইন, আলমগীর হোসেন, পরেশ মন্ডল, আছাবুর রহমান, জালাল আহম্মেদ, শহীদ হোসেন শহীদ, রাজু আহম্মেদ, খন্দকার মিজান, আজগার আলী, মোঃ শফিকুল ইসলাম, শহীদুল্লাহ্ কায়সার, আনিসুর রহমান, রমেশ মন্ডল, হামিম সানা, দেবাশীষ দেবা, পার্থ সানা। সময় বক্তারা ক্ষোভ করে বলেন, গতকাল ডিসেম্বর পাইকগাছা দলীয় কার্যালয়ে এক যুবলীগের ব্যানারে বর্ধিতসভা হলেও সেখানে দলের দুর্দিনের সাথী হামলা মামলা খাওয়া সাবেক যুবলীগ নেতৃবৃন্দকে নুন্মতম দাওয়াত দেয়া হয়নি। সেকারনে আজ সাবেক উপজেলা  যুবলীগের পোড় খাওয়া নেতারা একত্রিত হয়ে মতবিনিময় করছেন।

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার সোমবার খুলনাস্থ নৌবাহিনী ঘুাটি বানৌজা তিতুমীর অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো। অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে খুলনা নৌ অ’লের সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে খুলনা শিপইয়ার্ড এর পরিচালক কমডোর খন্দকার আখতার হোসেন, মোংলা বন্দর কর্র্তৃপক্ষ এর সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম আব্দুল ওয়াদুদ তরফদার, বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি এর মেরিটাইম সাই›ডিপার্টমেন্ট এর প্রভাষক নাজমুস সাকিব, বিআইডবি¬উটিএ এর উপ পরিচালক ফরেন ট্রাফিক, মেরিন সেফটি এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট মিসেস শারমিলা খানম, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য সমুদ্র সম্পদ প্রযুক্তি ডিসিপি¬এর প্রফেসর ড. এম রউফ এবং বানৌজা কপোতাক্ষ এর অধিনায়ক কমান্ডার এম আই শরীফসহ উলে¬খযোগ্য সংখ্যক আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে ‘ব¬ু-ইকোনমির মাধ্যমে বঙ্গোপসাগরের সম্পদ আহরণ ব্যবহারের সমস্যা সম্ভাবনা’, ‘সমুদ্র দূষণ এবং মেরিটাইম সংস্থাসমূহের করনীয়’, ‘ভিশন-২০৪১ এর আলোকে মোংলা বন্দরের অর্থনৈতিক অগ্রগতি’, ‘আভ্যন্তরীণ নদীপথসমূহে চলাচলের সঠিক ব্যবস্থাপনা কার্যকরী পদক্ষেপ গ্রহণ’, ‘বঙ্গোপসাগরের উপকূলীয় পরিবেশ জীব বৈচিত্র সংরক্ষণে সচেতনতা তৈরী’, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে জাহাজ শিল্পের সমস্যা সম্ভাবনা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব¬ু-ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বরোপ করেন। প্রধান অতিথি তুার বক্তব্যে ব¬ু-ইকোনমিসহ মেরিটাইম সেক্টর সংশি¬ষ্ট সকলকে সচেতনতার মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন নৌবাহিনীর সমুদ্র মহড়াকে উপলক্ষ্য করে ধরণের একটি সচেতনতামূলক সেমিনারে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি বক্তার মাঝে শুভেচ্ছা স¥ারক সনদপত্র বিতরণ করেন।

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী কাল খুলনা আসছেন

তথ্য বিবরনী

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম এক দিনের সফরে আগামী ডিসেম্বর বুধবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ডিসেম্বর বিকাল চারটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল’ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।বিকেলে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুবির আইকিউএসির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘আউটকাম বেইজড এডুকেশন কারিকুলা এ্যান্ড কোর্স ফাইল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, আউটকাম বেইজড বা ফলাফলভিত্তিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ সময়োপযোগী বিষয়। এখন শিক্ষাক্ষেত্রে কেবল সিলেবাস শেষ করলেই হবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যেসব কর্মসূচি ঘোষণা করেছেন, দেশ সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই সাথে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে। আমাদেরকে শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি গ্রহণসহ বিশ্বমান অর্জনের পথে এগোতে হবে। তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ যে ধারণা লাভ করবেন তাতে কারিকুলা সময়োপযোগী করা সহজ হবে। আমরা প্রত্যাশিত পথে এগিয়ে যেতে পারবো।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পরে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর ৪টি সেশন অনুষ্ঠিত হয়। এসকল সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান প্রত্যেক ডিসিপ্লিন থেকে তিনজন শিক্ষক অংশগ্রহণ করেন।

বেনাপোল বন্দরে ‘ওমিক্রন’ নিয়ে বাড়তি সতর্কতা নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানা হচেছ না বলে অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে ‘ওমিক্রন’ নিয়ে বাড়তি সতর্কতা বাড়ানোর নির্দেশনা থাকলেও গত দিনেও দেশের বৃহত এই স্থলবন্দরে স্বা¯থ্যবিধি মানা হচেছ না বলে অভিযোগ। চোখেও পড়েনি কোনো সুরক্ষাব্যবস্থা। ওমিক্রন’ সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরে মাস্ক, সেনিটাইজেশন ছাড়া ভারতীয় ট্রাকচালকরা অবাধে ঢুকছে বেনাপোল বন্দরে। তাদের কোনো স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে না প্রবেশ মূখে। পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে করারও কোন ব্যবস্থা নেই বন্দরে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, করোনা কমে আসায় স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছিল। তবে নতুন করে স্বাস্থ্যবিধি মানার ওপর জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী যাতায়াতের ক্ষেত্রে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা আর করোনা নেগেটিভ সনদ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ আছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। তবে ওমিক্রন সংক্রমিত দেশ থেকে কেউ এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে জানান স্বাস্থ্য বিভাগ।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন ১৩ হাজার ৮০ জন দেশি-বিদেশি পাসপোর্টযাত্রী। এর মধ্যে ভারতে গেছেন হাজার ৪২১ জন ভারত থেকে এসেছেন হাজার ৬৫৯ জন। এর আগের সপ্তাহে ভারতে যাতায়াত করেছেন ১১ হাজার ৮০৭ জন পাসপোর্টযাত্রী। এর মধ্যে ভারতে গেছেন হাজার ৯৯৩ জন ভারত থেকে এসেছেন হাজার ৮১৪ জন।

তবে এখানে বর্তমানে স্বাস্থ্যবিধি রক্ষায় কর্তৃপক্ষের খুব একটা পদক্ষেপ না থাকায় ঝুঁকি বাড়ছে ‘ওমিক্রন’ সংক্রমণের। গত তিন মাস আগেও বেনাপোল বন্দরে করোনা সংক্রমণ রোধে জোরদার ছিল সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। তবে মাঝে সংক্রমণ কমে আসায় সুরক্ষা ব্যবস্থা শিথিল করে বন্দর কর্তৃপক্ষ। কোয়ারেন্টাইন ব্যবস্থাও তুলে দেয় স্বাস্থ্য বিভাগ।

শার্শা উপজেরা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, আফ্রিকা মহাদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যদিও এখনো আফ্রিকা মহাদেশ থেকে কোনো যাত্রী বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আসেনি। করোনা সংক্রমিত দেশ থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। ভারত-বাংলাদেশ পাসপোর্টযাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় করোনা সনদ পরীক্ষা করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রী মাস্কবিহীন বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ বলেন, করোনা সংক্রমণ কমে আসায় বন্দরে স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছিল। আবারও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা নেওয়া হবে জরুরী। ট্রাকচালক হেলপারদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।

বিয়ের অভিনয় করে হিজড়ার কাছ থেকে ১৯ লাখ টাকা আত্মসাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

নাছরিন আক্তার নামে এক নারী হিজড়াকে বিয়ের ফাঁদে ফেলে ১৯ লাখ টাকা আত্মসাত মামলার আসামী মাসেও গ্রেফতার হয়নি। নিয়ে মামলার বাদী ক্ষোভ প্রকাশ করে ন্যায় বিচার দাবী করেছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের লুসানুর রহমান (লুসান) নামে এক যুবক বিয়ের অভিনয় করে নাছরিন আক্তার কাছ থেকে বিভিন্ন সময় ১৯ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর থেকে তিনি বিয়ে অস্বীকার করেন। এই মামলায় লুসানের পিতা খাসিয়ার রহমান মা দিপিকা বেগমও আসামী হলেও তারা জামিনে আছেন। গ্রেফতারী পরোয়ানা শৈলকুপা থানায় আসার পর মাসেও আসামী লুসান গ্রেফতার হয়নি। মামলার বাদী অভিযোগ করেন, প্রতারক লুসান শৈলকুপা ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান, অথচ পুলিশ তাকে গ্রেফতার করে না। তথ্য নিয়ে জানা গেছে, গত এপ্রিল মানিকগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-আদালত থেকে এই আদেশ জারী করা হয়। মামলা সুত্রে জানা গেছে, ২০১৩ সালে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে নারী হিজড়া নাছরিনের সঙ্গে পরিচয় হয় শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের খাসিয়ার রহমানের ছেলে লুসানের। লুসান তখন তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। ২০১৫ সালের জানুয়ারী নোটারি পাবলিকে লাখ টাকা দেনমোহর ধার্য্যে তাদের বিয়ে হয়। এজাহারে বাদীর ভাষ্যমতে বিয়ের আগে পরে স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে লুসান ব্যবসার কথা বলে ১৫ লাখ টাকা নিয়েছে। পরে আরো লাখসহ সর্বমোট ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নেওয়ার পর লুসান স্ত্রী নাসরিনকে এড়িয়ে চলে। টাকার জন্য ঘুরতে থাকলে লুসান বিভিন্ন সময় হুমকি ধামকি সে কোন টাকা নেয়নি বলে অস্বীকার করতে থাকে। নিরুপায় হয়ে নাছরিন স্বামী লুসানের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতে ৪২০, ৪০৬ ১০৯ ধারায় মামলা করেন, যার মামলা নং সিআর-১৪৭। শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লুসানের সঙ্গে নারী হিজড়া নাছরিনের বিয়ে হয়েছিল। বিয়ের সুত্রে বিজুলিয়া গ্রামে দীর্ঘদিন সংসার করেছে নাসরিন। বিষয়ে নাসরিন তার পরিবার অনেকবার আমার কাছে এসেছিল, তাদেরকে আমি আইনী আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। শৈলকুপা থানার ওসি রফিক জানান, আসামী গ্রেফতারের জর‌্য আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি, কিন্তু পলাতক থাকায় পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ক্ষেত্রে বাদীর কাছে যদি আসামীর অবস্থানের নির্ভুল কোন তথ্য থাকে তবে আমরা অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হবো।

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝিনাইদহ। আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে।

দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মজিবর রহমান, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহম্মেদ, মনোয়ার হোসেন মালিতাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

মেহেরপুরে বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টুকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব ৬। রোববার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে প্রেস বিফ্রিংএ র‌্যাব জানায়, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে তাকে গাংনী থানায় সোপর্দ করে র‌্যাব।

গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারী পড়–য়া বছরের এক কন্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।

কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সহ ১৯ জনের জামানত বাজেয়াপ্ত

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৯ প্রার্থীর। উপজেলা নির্বাচন অফিসার  ওয়াহেদ মুরাদ বলেন,নিয়মানুযায়ী মোট পোল হওয়া ভোটের ভাগের ভাগ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীকে পেতে হবে। এর কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনে ৫টি ইউনিয়ন থেকে ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, সাবদারপুর ইউপির হাতপাখা প্রতীকের মফিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকের হিরণ খাঁ। ২নং দোড়া ইউপিতে মোট প্রার্থী ছিলেন জন। যার মধ্যে জন জামানত হারিয়েছেন। যার মধ্যে  জাকির হোসেন মিঠু, আশরাফুল আলম, আবদুল লতিফ, নৌকার প্রার্থী কাবিল হোসেন ফারুক হোসেন। নং কুশনা ইউপিতে প্রার্থীর মধ্যে জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে আতিয়ার রহমান, আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, রওশন আলী রবিউল ইসলাম।৪নং বলুহর ইউপিতে কম প্রার্থী জামানত হারিয়েছেন। এই ইউপিতে মোট প্রার্থী ছিলেন জন। যার মধ্যে জন জামানত হারিয়েছেন। তাঁরা হলেনÍআবু বক্কর রফিউদ্দিন মল্লিক। নং এলাঙ্গী ইউপিতে জামানত হারিয়েছেন প্রার্থী। তাঁরা হলেন আবু তালেব, ইসরাফিল হোসেন, জামারুল ইসলাম, বদরুজ্জোহা লাবু মজনুর রহমান।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক শূণ্য সুন্দরবন, মোংলা বন্দরে পণ্য ওঠানামা বিঘিœ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে রুপ নেয়ার পর এখন সেটি লঘুচাপে পরিণত হতে যাচ্ছে। এর প্রভাবে সোমবারও মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে রবিবার দিবাগত রাতভর ব্যাপক বৃষ্টিপাত হয়েছে মোংলাসহ উপকূলীয় এলাকা জুড়ে। সোমবার ভোর থেকেও সামান্য থেমে থেকে বেশ বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে মাঠ ভরা কৃষকের পাকা-আধা পাকা ধান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, গত রাতে সকালে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে ক্ষয় –ক্ষতির বিষয়ে এখন কেউ কোন তথ্য জানায়নি। তারপরও আমি দুপুরে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণে যাবো, তারপর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে।

বৃষ্টি-বাতাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের সকল পর্যটন কেন্দ্র। পর্যটন ব্যবসায়ী কর্মচারীরা তাদের নৌযান ঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, বৃষ্টি বাতাস, তারপর আবার নদী উত্তাল। তাই কোন পর্যটক আসতে পারছেনা সুন্দরবনে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত একজনও পর্যটক আসেনি এখানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে পুরো সুন্দরবন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দর জেটি, কন্টেইনার কার ইয়ার্ডের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর চ্যানেলে থাকা খাদ্যশস্যবাহী জাহাজের পণ্য বোঝাই-খালাস বিঘ্নিত হলেও অন্যান্য সকল পণ্যবাহী বিদেশী জাহাজের মালামাল ওঠানামা এবং পরিবহণের কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬ বিশ^বিদ্যালয়ের মধ্যে তৃতীয় কুয়েট

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) ২০২০-২০২১ অর্থবছরে এপিএ বাস্তবায়নে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কুয়েট। প্রকৌশল বিশ্ববিদ্যালয় মধ্যে প্রথম। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৯২.১৫ নম্বর পেয়ে তৃতীয়  স্থান অর্জন করেছে অত্র বিশ্ববিদ্যালয়। রবিবার (০৫ ডিসেম্বর) ইউজিসির পাঠানো মূল্যায়ন প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দক্ষতা দায়বদ্ধতার এমন নজির স্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন তিনি বলেন, নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমাদের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা যে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন এই স্বীকৃতি তারই প্রমাণ। ভবিষ্যতে শিক্ষা-গবেষণায় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরকারি দপ্তর-সংস্থা প্রতিষ্ঠানের দক্ষতা দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

মন্ত্রী এমপিদের লাগামহীন বক্তব্য সরকারের বেসামাল অবস্থার বহিঃপ্রকাশ: খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি।।

এমপি-মন্ত্রীদের শালীন ভাষা শেখার পরামর্শ দিয়ে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সরকারের কিছু মন্ত্রী নীতিনির্ধারকদের লাগামহীন যথেচ্ছ বক্তব্য সরকারের অস্থিরতা বেসামাল অবস্থার বহিঃপ্রকাশ। ধরনের বক্তব্য-বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে।

সোমবার (ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাইমা রহমানসহ জিয়া পরিবার বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কিছু মন্ত্রী এমপিরা প্রতিদিন যা খুশি বলে চলেছেন। অস্থির অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাদের এমন ফ্রিস্টাইল বক্তব্য-বিবৃতি রাজনীতিতে আরও হিংসা, ঘৃণা চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে। ফলে প্রতিশোধের রাজনীতিকে ক্রমান্বয়ে উস্কানি দিয়ে চলেছে। সরকারের প্রতিহিংসা প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে। সরকারকে এই আত্মঘাতী রাজনৈতিক কৌশল পরিহারের আহবান জানিয়ে বলেন, আপনারা ভাষা শিখুন, বাংলা ভাষায় অনেক ভাল ভাল শব্দ আছে। তা বক্তব্যে ব্যবহার করুন। এসব কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। একই সাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মারাত্মক অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে মানবিক হওয়ার আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

অসময়ের বৃষ্টিতে ভাসছে কৃষকের সোনালী স্বপ্ন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

রোববার সোমবারের টানা বৃষ্টিতে পানি জমেছে মাঠ ঘাট বসত বাড়ির আনাছে কানাছে। গৃহবন্দী হয়ে পড়েছেন উপজেলার পাঁচ লাখ মানুষ। জনশূণ্য হয়ে পড়েছে রাস্তা ঘাট। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নস্তরের মানুষ। কাজের সন্ধানে বেরতে পারছেন না তারা।

দু দিনের টানা বৃষ্টিতে আমন নিয়ে বিপাকে কৃষকরা। পানিতে ভাসছে হাজার হাজার বিঘা পাকা ধান। কারো ভাসছে কেটে রাখা ধান, কারো ডুবেছে আমন খেত। কপালে ভাজ পড়েছে সরিষা মসুর চাষিদের। তলিয়ে গেছে বোরোর আগাম বীজতলা। পানি জমেছে শীতকালীন সবজি জমিতে। ক্ষতির আশঙ্কায় রয়েছেন আলু পেয়াজ রসুন চাষিরা।

সোমবার (ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, উপজেলার রঘুনাথপুর বিলে ২৫ কাঠা জমির কেটে রাখা ধান ভাসছে মাহমুদকাটি গ্রামের চাষি জাহাঙ্গীর মিস্ত্রির। হাঁটু পানিতে কাটা ধান ভাসছে একই বিলের চাষি জাকির হোসেন, মইনুদ্দিন হোসেন, আল-আমিন, ইউসুফ আলী, শহিদুল ইসলামের।

টেংরামারী বিলের কৃষক আব্দুল ওয়াদুদের ১৫ কাঠা, আব্দুল আজিজের ১৫ কাঠা ইব্রাহীম হোসেনের কাঠা জমির কেটে রাখা আমন ধান পানিতে ভাসছে।

আমনের আড়াই বিঘা পাকা খেতে তলিয়ে গেছে রঘুনাথপুর গ্রামের চাষি জয়কৃষ্ণ ম-লের, রোহিতা শেখপাড়া মাঠের চাষি নাজিম উদ্দিনের বিঘা, রঘুনাথপুর মাঠের জামাল হোসেনের বিঘা, নজরুল ইসলামের বিঘা, মাহমুদকাটি গ্রামের সিরাজুল ইসলামের দেড় বিঘা মেসকাত হোসেনের বিঘা আমন খেত হাঁটু পানিতে তলিয়ে গেছে।

চাষি জামাল হোসেন বলেন, বর্ষা মৌসুমের ভারি বর্ষায় বিঘা আমন তলিয়ে যায়। পানি টানার পরে ধান মোটামুটি ভাল হয়েছিল। মাসখানেক আগের ঝড়োবৃষ্টিতে ধানগাছ শুয়ে যায়। খেতে পানি থাকায় ধান কাটতে পারিনি। এখনকার বর্ষায় খেতে হাঁটুপানি জমে ধান তলিয়ে গেছে।

রঘুনাথপুর বিলের অন্তত ১০০ বিঘা জমির ধান পানির নিচে রয়েছে, বলেন কৃষক। আমন চাষি শহিদুল ইসলাম বলেন, খেতে আগের পানি ছিল। ১৫ কাঠা জমির ধান কেটে উপরে তুলতে হাজার টাকা খরচ হয়েছে। এখন সেই ধান পানিতে ভাসছে। ধানের ভাত খাওয়া যাবে না। বিচালিও কোন কাজে আসবে না।

মাহমুদকাটি গ্রামের দিনমজুর নূর আলম বলেন, মাঠে ধান তোলার কাজ। দুই দিনের বৃষ্টিতে কাজে যেতে পারছি না। অলস সময় কাটাতে হচ্ছে। ভ্যানচালক আলম হোসেন বলেন, অবস্থায় কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। দুই দিন কোন ভাড়া নেই।

টেংরামারী বিলের সরিষা চাষি আব্দুল ওয়াদুদ বলেন, সাড়ে তিন বিঘা সরিষার চাষ করেছি। সরিষায় ফুল ফল এসে গেছে। দেড় বিঘা ডুবে গেছে। বাড়ি দুই বিঘায় পানি জমেছে। বৃষ্টি থেমে পানি টান ধরলে সবগাছ মরে যাবে। মাহমুদকাটি গ্রামের চাষি নূর ইসলাম বলেন, দুই বিঘা জমিতে মসুর বুনিছি। দুই একটা গাছ উঠেছে। পানি জমে মসুর খেত নষ্ট হয়ে গেছে। পানির নিচে আছে দুই বিঘা আমন দুই বিঘা সরিষা।

মনিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার হাজার ৪০১ হেক্টর জমিতে সরিষা ৮৭৫ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে।

মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, আমন ধানের ৯৫ শতাংশ ইতিমধ্যে কৃষক ঘরে তুলতে পেরেছেন। বৃষ্টিতে বাকি শতাংশ ধানের ক্ষতি হবে। তিনি বলেন, যাদের সরিষায় ফুল এসেছে বৃষ্টিতে তাদের ক্ষতি কম হবে। তবে তলিয়ে যাওয়া মসুর খেতের ক্ষতি হবে।

করোনার টিকা নিয়ে ফেরার পথে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা উল্টে নিয়াত আলী (৬০) নাম একজন লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতপুর-তারাগুনিয়া থানামোড় সড়কের সরুপপুর গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াত আলীর বাড়ি তারাগুনিয়া শালিমপুর গ্রামে। তিনি লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে নিয়াত আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ফিরছিলেন। সরুপপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী নিয়াত আলী গুরুতর আহত হন। তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে নিয়াত আলী নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনায় পরিবারের কোনও অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পানিতে ভাসছে খুলনাঞ্চলের কৃষকের স্বপ্ন

স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময়ের ভারী বর্ষণে কপাল পুড়েছে কৃষকের। টানা বৃষ্টিপাতে হাজার হাজার একর ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এসব ফসলের মধ্যে আমন ধান, পেঁয়াজ, রসুন, মসুর শাকসবজি রয়েছে। পানিতে ধান কলিয়ে (অঙ্কুরোদগম) হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বছরের খোরাকি বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের।

যশোর: জেলায় প্রায় সাড়ে ২৩ হাজার হেক্টর জমির ধান ফসলের ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে বসতঘরেও। অসময়ের বৃষ্টিতে জেলার আট উপজেলার কর্তন করা আট হাজার হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত। পানিতে তলিয়ে গেছে ২৫৩ হেক্টর জমির বীজতলা। এছাড়া গম ২০৬ হেক্টর, আলু ২৫০ হেক্টর, সরিষা নয় হাজার ৯১০ হেক্টর, মসুরি চার হাজার ১৬৩ হেক্টর চার হাজার ৬৫০ হেক্টর জমির সবজি পানিতে নিমজ্জিত।

মাগুরা: তিনদিনের টানাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে মাগুরায়। বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রধান ফসল রোপা আমন ধানসহ মসুর, রবি সরিষা, রসুন, পেঁয়াজ শাকসবজির ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার চাষি। কৃষক শাহ আলম বলেন, সাধারণত এক বিঘা (৪৬ শতক হিসেবে) জমিতে ৩০ মণ হারে ফলন হয়। সেখানে বৃষ্টির কারণে পানিতে ডুবে যাওয়ায় আট থেকে ১০ মণের মতো ধান ঝরে যাবে। বিচালিও পচে নষ্ট হয়ে গেছে।

নড়াইল: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত তিনদিনের টানাবৃষ্টিতে এক হাজার ৪৫ হেক্টর শীতকালীন ফসল, ১৬২ হেক্টর বোরো বীজতলা, ৫০ হেক্টর মরিচ, সাত হাজার ৭৩০ হেক্টর সরিষা, সাত হাজার ৫৪৫ হেক্টর মসুর ডাল এবং দুই হাজার ১০০ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরগুনা: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় বরগুনায় গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে জমিতে থাকা আমন ধান খেসারি ডাল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টি বাতাসে আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। খেসারি ডালের খেতগুলোতে পানি জমেছে।

কৃষক মো. আবুল আজিজ বলেন, বছর চার একর জমিতে আমন ধানের আবাদ করেছি। এবার ফলন ভালো হবে বলে আশা ছিল। কিন্তু বৃষ্টিতে অনেক ধান পড়ে গেছে। অর্ধেক ধানই নষ্ট হয়ে যাবে।

ওমিক্রন ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সোমবার (ডিসেম্বর) দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখা গেছে, ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের নেগেটিভ সনদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (পুলিশের উপপরিদর্শক) আব্দুল আলিম জানান, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওমিক্রন প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের অতি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করেই অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ অবশ্যই থাকতে হবে। এরপরও চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা করার পর কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। ব্যাপারে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বরত চিকিৎসক মো. রফিক জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার এই ধরন মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে যেসব পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে সেসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল বরখাস্ত

খুলনাঞ্চল রিপোর্ট

 ‘কাজ নিতে গেলে মন্ত্রণালয়ে পাঁচ পার্সেন্ট আগেই দিতে হয়’ এমন বক্তব্যের কারণে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-শাখা থেকে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যেহেতু আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য দিয়েছেন। যেহেতু, আপনার ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) এর অপরাধে মেয়রের পদ হতে অপসারণযোগ্য অপরাধ; যেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ (১) মোতাবেক যে ক্ষেত্রে কোনো পৌরসভার মেয়র অথবা কোনো কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে।

যেহেতু, আপনি আমিনুল ইসলাম রাবেল, মেয়র, গোলাপগঞ্জ পৌরসভা, সিলেট স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ উপ-ধারা (খ) ১ (ঘ) মোতাবেক বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর জনহানিকর বক্তব্য দেওয়ায় আপনার এহেন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে; সেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী আপনি আমিনুল ইসলাম রাবেল, মেয়র, গোলাপগঞ্জ পৌরসভা, সিলেটকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো এবং ইহা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১২ ক্রু নিয়ে তলা ফেটে ডুবল জরিপ জাহাজ

খুলনাঞ্চল রিপোর্ট

১২ জন ক্রু নিয়ে বয়রা সংলগ্ন এলাকায় এক্সপ্রেস ৫৪ একটি জরিপ জাহাজ গেলে জাহাজের তলা ফেটে সমুদ্রে ডুবে যায় জাহাজটি। পাশে থাকা মাছের ট্রলার তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে আসে। তবে ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি।

সোমবার (ডিসেম্বর) ভোর ৪টার সময় পায়রা বন্দরের পায়রা ফেরার বয় সংলগ্ন সমুদ্রে এক্সপ্রেসের ৫৪ একটি জরিপ জাহাজ তলা ফেটে ১২ জন ক্রু নিয়ে সমুদ্রে ডুবে যায়। পরে তাদের সমুদ্রে মাছ ধরার ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে আসে। বর্তমানে তারা সবাই সুস্থ আছে।

জানা যায়,  ১২ জন ক্রুর মধ্যে ১০ জন ইন্দিনিশিয়ান এবং জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শরিফুর রহমান। তিনি আরও জানায়, পায়রা বন্দরকে গভীর সমুদ্র বন্দর করার জন্য গত বছর থেকে এখানে ড্রেজিং শুরু হয়। যাতে সরাসরি বড় বড় জাহাজ বন্দরে এসে ভেড়াতে পারে। এই ড্রেজিং এর কাজ দেখাশোনা করার জন্য এক্সপ্রেস ৫৪ একটি জরিপ জাহাজে পায়রা বন্দর থেকে ক্রু নিয়ে প্রতিদিন সমুদ্রে যাতায়াত করতো। কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এমনটি হয়নি।

চরফ্যাশনে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

খুলনাঞ্চল রিপোর্ট

ভোলার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণের সাগর মোহনায় ট্রলিং জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার (ডিসেম্বর) রাতে ঢালচরের দক্ষিণে ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা শামসুননাহার নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। সোমবার (ডিসেম্বর) বিকেলে সংবাদ লেখা পর্যন্ত জেলে ট্রলারের মাঝিমাল্লা উদ্ধার হলেও বাকি ১৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক কামাল খন্দকার জানান, রোববার রাতে তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারে থাকা ২১ মাঝিমাল্লা জাল ফেলে অপেক্ষা করছিলেন। সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিং জাহাজ মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দিলে ২১ জন জেলেসহ ট্রলারটি ঢুবে যায়।

পরে নিকটবর্তী অপর একটি ট্রলারের জেলেরা নিমজ্জিত ট্রলার জেলেদের উদ্ধারের চেষ্টা করেও বৈরী আওহাওয়ার কারণে ব্যর্থ হয়। নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলারের মাঝি মো. বাচ্চু , আল আমিন, ফারুক, জাবেদ, খালেক, হাফেজ, ইউসুব, জসিম, রফিক মাসুদসহ ১০ জনের নাম জানা গেলেও অপর নিখোঁজ জেলেদের নাম এখনও শনাক্ত করা যায়নি। তবে নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জেলেদের সূত্রে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার ডুরিব ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডকে অবগত করা হয়েছে। সোমবার বিকেলে পাথরঘাটার একটি ট্রলার জেলেকে উদ্ধার করে পাথরঘাটার উদ্দেশে রওয়ানা হয়েছে। বাকি ১৩ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। জেলেদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলায়। কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ জানান, মেঘনায় ট্রলার ডুবি ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনাস্থলের অবস্থান নিশ্চিত করে উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ছয় ঘণ্টায় যশোরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

যশোর অফিস

ঘূর্ণিজল জাওয়াদ এর প্রভাবে সারা দেশের ন্যায় যশোরেও বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও যশোরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিন ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ৮২ মিলিমিটার যা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে টানা দুদিন যশোরে বৈরী আবহাওয়ায় বিরাজ করায় স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে দিনমজুর নিম্ন আয়ের মানুষেরা। টানা বৃষ্টিতে কৃষকের পাকা আমন ধানের ক্ষতি হয়ে গেছে। অধিকাংশ কৃষকের ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। বৃষ্টি যদি দীর্ঘ হয় তাহলে ক্ষতির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছেন তারা। যশোরে আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে শনিবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। মঙ্গলবারও আবহাওয়া একই থাকবে। ডিসেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

টানা বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত যশোর জেলায় ৮২ মিলিমিটার যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল ২০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববারও দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যশোরে ছিল ২৭ মিলিমিটার। এছাড়া দেশে সর্বোচ্চ তাপমাত্রা এদিন রেকর্ড করা হয় টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতে সঙ্গে শীতের তীব্রতাও বাড়বে। এদিকে দুদিন ধরে টানা বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে।

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের ভ্যান চালক জামাল আহম্মেদ বলেন, গত দুদিন ধরে বৃষ্টি শীতের কারণে ভ্যান চালাতে পারেনি রোজগারও নাই। কোনো আয় না থাকায় অনেক কষ্টের মধ্যে আছি।

ওই এলাকার রওশনারা বেগম নামের এক নারী বলেন, বৃষ্টি শীতের কারণে আমরা টিনের ঘরে বসবাস করতে কষ্ট হচ্ছে। ছাড়া মাঠে কাটা ধান ভিজে অনেক ক্ষতি হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, দুদিন আগে ১২ কাটা জমির আমন ধান কেটে রেখেছি। কিন্তু দুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিতে ধানের ক্ষতি হয়ে গেল। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে ধানের অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এই কৃষক।

সদরের চুড়ামণকাটি অঞ্চলের কৃষক বিল্লাল হোসেন জানান, এবার তিনি আড়াই বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। ইতিমধ্যে ধান কাটা হয়ে গেছে। বিচালি রক্ষার জন্য মাচা করা হয়েছে। তবে মাঠের সবজির ক্ষতি হবে। এই বিষয়ে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, যশোর জেলার কৃষকরা তাদের আমন ধান ঘরে নেওয়া শেষ পর্যায়ে। এই বৃষ্টিতে আমন ধান ঘরে তুলতে বৃষ্টি কিছুটা বাগড়া দিয়েছে। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে ধানের কিছুটা ক্ষতি হবে। সেই সঙ্গে শীতকালীন সবজি, মসুর সরিষার ক্ষতি হবে। এতে কৃষি করা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারি অপু জানান, বৃষ্টির পানি যাতে পৌর এলাকায় না জমে সেজন্য ড্রেনগুলো পরিষ্কার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিম্নচাপের প্রভাবে খুলনায় বৃষ্টিতে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

নিম্নচাপের প্রভাবে খুলনায় সোমবার ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি, আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। ছাড়া শীতের মধ্যে বৃষ্টিতে ভিজে যাওয়ায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার সকাল থেকে রাস্তায় লোক চলাচলও তুলনামূলক কম। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে গত শনিবার রাতে বেড়িবাঁধ ভেঙে কয়রা উপজেলার গাতিরঘেরী হরিহরপুর গ্রাম প্লাবিত হয়। প্রতিদিন দুইবার জোয়ারের সময় লোকালয়ে শাকবাড়িয়া নদীর পানি ঢুকে যাচ্ছে। এর ফলে প্রায় ২০০ পরিবার দুর্ভোগে পড়েছে।

অটোরিকশা উল্টে একজন নিহত

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা উল্টে নিয়াত আলী (৬০) নাম একজন লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার  সরুপপুর গ্রামে দৌলতপুর-তারাগুনয়িা থানামোড় সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াত আলীর বাড়ি উপজেলার তারাগুনয়িা শালমিপুর গ্রামে।

দৌলতপুর থানা পুলশি প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দৌলতপুর উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে থেকে করোনার টিকা নিয়ে নিয়াত আলী ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। তাকে বহনকারী অটোরিকশাটি দৌলতপুর-তারাগুনয়িা থানামোড় সড়কের সরুপপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে পাশ কাটাতে যায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে নিয়াত আলী গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াত আলীকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে একযোগে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সদর উপজেলার একযোগে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। এসময় ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে। ঘটনায় থানায় ২টি  সাধারণ ডায়েরি হয়েছে।

স্কুলগুলোর সূত্রে জানা যায়, পিরোজপুরের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রবিবার রাত ১২টা থেকে সকাল ৫টার মধ্যে দরজার তালা ভেঙে চোর ঢোকে। এসময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ ১টি প্রোজেক্টর নিয়ে যায়। অন্যান্য স্কুল থেকে যেসব সামগ্রী চুরি হয়েছে তার কোন তালিকা রিপোর্ট লেখা পর্যন্ত দিতে পারেননি পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা। পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, ৩টি স্কুলে চুরি ২টিতে তালা ভাঙার সংবাদ এসেছে। তবে সে দু’টি থেকে কোন মালামাল চোরে নিয়েছে কি না এখনও জানি না।  তিনি স্কুল প্রধানদের থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দেন।

পিরোজপুর সদর থানার ওসি আ.জা.মো মাসুদুজ্জামান জানান, দু’টি স্কুল তেকে চুরি হওয়ার অভিযোগ এসেছে এবং তা সাধারণ ডায়রিভুক্ত করা হয়েছে।

রূপসা সেতু সংলগ্ন সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু

স্টাফ রিপোর্টার

রূপসা সেতু সংলগ্ন সড়কের উভয় পার্শ্বে বাংলাদেশ সড়ক জনপথ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী খুলনা সওজ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু করে। ঞযব এড়াবৎহবহঃ ধহফ খড়পধষ অঁঃযড়ৎরঃু খধহফং ধহফ ইঁরষফরহম (জবপড়াবৎু ড়ভ চড়ংংবংংরড়হ) ঙৎফরহধহপব, ১৯৭০ মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করেন সওজ এর খুলনা জোনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্টেট আইন কর্মকর্তা অনিন্দিতা রায় (উপসচিব)সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর আগে গত ২৫ নভেম্বর সওজের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত খুলনা সিটি বাই-পাস (এন-৭০৯) সড়কের কচও –এর আওতাভুক্ত খানজাহান আলী (রূপসা সেতু) সংলগ্ন এলাকাসহ ২২তম কিঃমিঃ হতে ২৫তম কিঃমিঃ পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক জনপথ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে মর্মে স্থানীয় এবং জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলদারিদের নিজ দায়িত্বে/নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিলো।

খুলনায় তথ্য প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার

খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল যুবদল।  সোমবার (ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তথ্য প্রতিমন্ত্রীর নৈতিক স্খলনজনিত কারণে মন্ত্রীত্ব থাকার কোনও অধিকার বা যোগ্যতা নেই। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রীর কটূক্তির প্রতিবাদ করে নেতৃবৃন্দ বলেন, জাইমা রহমান কোন পরিবারের সন্তান তা প্রতিমন্ত্রী জানেন না। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ঐতিহ্যবাহী পরিবারের মধ্যে জাইমা রহমানের বাবা তারেক রহমান মা ডা. জোবাইদা রহমানের পরিবার অন্যতম। জাইমা রহমানকে নিয়ে কথা বলার যোগ্যতা ডা. মুরাদ রাখেন না। কুশপুত্তলিকা দাহকালে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হয় এবং তথ্য প্রতিমন্ত্রীর বিচার দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, নগর যুবদল সভপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম হোসেন, জেলা যুবদল সভাপতি শামীম কবির, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদ-

স্টাফ রিপোর্টার

অস্ত্র মামলায় খুলনার আদালতে মোহাম্মদ মাহমুদুল হাসান বাবলু নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। তিনি ফুলতলা উপজেলার দামোদর গ্রামের দক্ষিণ পাড়ার আবুল কাসেম মোল্লার ছেলে। সোমবার (ডিসেম্বর) খুলনা স্পেশাল ট্রাইব্যুনাল-এর বিচারক চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাত সাড়ে টার দিকে র‌্যাব একটি বিশেষ দল ফুলতলা উপজেলায় অভিযান পরিচালনা করে। সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকার তাজপুর গ্রামের একটি গরুর হাটে একদল সন্ত্রাসী অবস্থান করছে। রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের সদস্যরা সেখানে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় মাহমুদুল হাসান বাবলুকে প্রশাসনের সদস্যরা আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি এক নালা কাটা বন্দুক উদ্ধার করে তারা। ব্যাপারে পরের দিন ফুলতলা থানায় বাবলুকে আসামি করে র‌্যাব এর ডিএডি মোহাম্মদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের জানুয়ারি ফুলতলা থানার এস আই মোহাম্মদ আব্দুল খালেক হাওলাদার বাবলুকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

খুলনায় টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

স্টাফ রিপোর্টার||

ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে উপকূলীয় জেলা খুলনায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। গত তিন দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শনিবার থেমে থেমে গুড়ি গুড়ি হলেও রোববার দুপুর থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। হিমেল হাওয়ার সাথে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে রয়েছে দিনমজুর নিম্ন আয়ের মানুষরা। জেলার কৃষি ফসলের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে কৃষি বিভাগ। কৃষকরা জানান, তাদের ক্ষেতে এখন পাঁকা আমন ধান কাটতে বাকী রয়েছে। অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাউকগাছা উপজেলার কৃষক আমান উদ্দীন বলেন, ‘এবার আমি  বিঘা জমিতে আপন ধান চাষ করেছিলাম। এখন ধান পেকে গেছে। বৃষ্টি আসায় অনেক ধান ঝড়ে পড়েছে। আবার ধান গাছও নুয়ে পড়েছে।’ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার অধিকাংশ ইউনিয়নের ধান কাটা শেষ হয়েছে। গড়ইখালী, চাঁদখালী ইউনিয়নের নিচু এলাকার কিছু ধান ক্ষেতের ধান কাটতে এখনো বাকী আছে। নিচু জায়গাতে হালকা পানি জমলেও ধানের তেমন একটা ক্ষতি হবে না। কৃষকদের নিচু জায়গার ধান ক্ষেতের আইলের উপর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ধানের ক্ষতি কম হবে।’ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। এদিকে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ‘জাওয়াদের কারণে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘন মেঘপুঞ্জ সৃষ্টি হয়েছে। কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আজ সকাল থেকে সূর্যের দেখা মিলতে পারে।’ খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছর খুলনায় ৯৩ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছিল। এর মধ্যে মাত্র ২৫ শতাংশ ধান কাটা হয়েছে। বর্তমানে প্রায় ৩০ ভাগ ধান পেকে গেছে। আর বাকি ধানে কেবল শিষ আসতে শুরু করেছে। জেলার মধ্যে দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা ডুমুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি ধান আছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘অসময়ের এই বৃষ্টি সবাইকে চিন্তিত করে তুলেছে। বৃষ্টির কারণে ধানের শিষকাটা পোকার আক্রমণ হতে পারে। ছাড়া জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসল উৎপাদনও বাধাগ্রস্ত হবে। জেলায় কতটুকু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে, তা নিরুপন করার কাজ চলছে।’