পোড়ানো হলো দেড় লক্ষাধিক এনআইডি কার্ড

6
Spread the love

 অভয়নগর (যশোর) প্রতিনিধি ।।

যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ডের) লেমিনেটেডকৃত এক লাখ ৫৩ হাজার ৯০৬টি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।

অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে এক লাখ ৫৩ হাজার ৯০৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র জমা রাখা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত এসব পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসেইন সাগর প্রমুখ।