ঢাকা অফিস।।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় সারসংক্ষেপসহ পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরের পর তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে আসেন তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ হাসানকে মঙ্গলবারের পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে ই-মেইল যোগে তথ্যমন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান ডা. মুরাদ।