তথ্যপ্রতিমন্ত্রীর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে

5
Spread the love

ঢাকা অফিস।।

তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় সারসংক্ষেপসহ পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরের পর তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে আসেন তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ হাসানকে মঙ্গলবারের পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে ই-মেইল যোগে তথ্যমন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান ডা. মুরাদ।