সাকিবকে নিয়ে বিস্ফোরক পাপন

2
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তবে সাকিবের ছুটি নিয়ে এতদিন কম নাটক হয়নি। তার ছুটির বিষয়টি সামনে আসে আরও আগেই। তাকে অন্তর্ভুক্ত করেই কিউই সফরের জন্য দলও ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন সাকিব।

এদিকে, সোমবার (ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, যার বিশ্রাম দরকার, তাকে তো তা দিতেই হবে। সে যেই হোক বা না হোক। তবে সাকিবের ইস্যুটা ভিন্ন। তো ইনজুরিতে নেই। বিশ্রামও চায়নি। সে ব্রেক চেয়েছে। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে। কাজেই এখানে ইস্যুটা ভিন্ন।

ক্রিকেটারদের ছুটি চাওয়ার ব্যাপারে আগেও বিসিবি প্রধান জানিয়েছিলেন, কোনো ক্রিকেটারের ছুটির প্রয়োজন হলে তা যেন অফিসিয়ালি বিসিবিকে জানায়।

সোমবার তিনি আবারও বললেন, আমরা আগে থেকেই বলে আসছি যে কেউ যদি ছুটি চায় বা খেলতে না চায়, ব্রেক চায়- আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তা না হলে তো সমস্যা।

আরও যোগ করেন, ‘হঠাৎ করে একটা সিরিজের আগে জানলে আমাদের জন্য সমস্যা। এই জানুয়ারি থেকে যেটা করতে চাচ্ছি আমরা- কারও যদি রেস্ট বা ছুটির প্রয়োজন হয়, আমাদের আগে থেকেই তা জানাতে হবে।’

এর আগেও বেশ কয়েকবার এমন আনঅফিসিয়ালি ছুটি চেয়েছিলেন সাকিব। সে সময়ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল বিসিবিকে।

এবার অন্দরমহলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে পাপন বলেন, ‘না, না এটা বিব্রতকর না। এটা আনঅফিসিয়ালি আমরা জানতাম। তবে আনঅফিসিয়ালি জানলে কী হয়- অনেক কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা যাতে তৈরি না হয় সেটার ওপর জোর দিচ্ছি।’