রামপালে সাবেক ইউপি সদস্যার ছাগল চুরি করে ভুড়িভোজ

4
Spread the love

স্টাফ রিপোর্টার (রামপাল) ।।

রামপালের গৌরম্ভা ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা লুৎফুননাহার এর ২টি গাভীন ছাগল চুরি করে ভুড়িভোজের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।অভিযোগে জানা গেছে, উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের শেখ রবিউল ইসলামের স্ত্রী লুঃফুননাহার এর ২টি গাভীন ছাগল রবিবার রাতের কোন এক সময় কে বা কারা চুরি করে ভুক্তভোগীর বাড়ীর বাগানে নিয়ে জবাই করে মাথাসহ চামড়া ও পা ফেলে রেখে মাংশ নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।অভিযোগে উল্লেখ করা হয়- পার্শবর্তী আঃ হাকিম শেখ, রাব্বি সরদার, ইসমাইল শেখসহ অজ্ঞাতরা এহেন জঘন্য অপকর্ম করেছে বলে তাদের ধারনা। এর ১ মাস পূর্বে ভুক্তভোগীর বাড়ীতে থাকা তার ভ্যাগনের ভ্যান গাড়ীটি ও কে কারা চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে গৌরম্ভা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে রবিবার অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মুভ করা সম্ভব হয়নি।