নিম্নচাপের প্রভাবে খুলনায় বৃষ্টিতে দুর্ভোগ

1
Spread the love

স্টাফ রিপোর্টার।।

নিম্নচাপের প্রভাবে খুলনায় সোমবার ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি, আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা।

ছাড়া শীতের মধ্যে বৃষ্টিতে ভিজে যাওয়ায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার সকাল থেকে রাস্তায় লোক চলাচলও তুলনামূলক কম।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে গত শনিবার রাতে বেড়িবাঁধ ভেঙে কয়রা উপজেলার গাতিরঘেরী হরিহরপুর গ্রাম প্লাবিত হয়। প্রতিদিন দুইবার জোয়ারের সময় লোকালয়ে শাকবাড়িয়া নদীর পানি ঢুকে যাচ্ছে। এর ফলে প্রায় ২০০ পরিবার দুর্ভোগে পড়েছে।