‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি’

2
Spread the love

ঢাকা অফিস।।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ শুরু হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অবস্থায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।

বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্তের কথা জানিয়ে গত ২৮ নভেম্বর তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন বেগম জিয়ার মেডিকেল বোর্ড। সেই সঙ্গে চিকিৎসার জন্য বেগম জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নেওয়ার সুপারিশও করেন চিকিৎসকরা। এরপরই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে দফায় দফায় কর্মসূচি পালন করছে তার দল।

সোমবার (ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনায় সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আইনের কথা বলছেন; আইন বাধা নয়, বাধা সরকার। অতি দ্রুত তার চিকিৎসার ব্যবস্থার করে বিদেশে পাঠাতে হবে।

মানবিক দৃষ্টিতে বেগম জিয়ার চিকিৎসার বিষয়টি দেখতে আবারও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধও জানান মির্জা ফখরুল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন সংগ্রাম করে আমরা সরকারকে ক্ষমতা থেকে নামাবো।