এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৮ শতাংশই টিকা নেননি

4
Spread the love

ঢাকা অফিস।।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক সপ্তাহে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের ৭৮ শতাংশই করোনার টিকার একটি ডোজও নেননি।

সোমবার (ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ২৩ জনের মধ্যে মাত্র পাঁচজন (২১.শতাংশ) করোনার টিকা নিয়েছিলেন।  এই পাঁচ জনের মধ্যে দুই জন প্রথম ডোজ এবং তিনজন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন। অবশিষ্ট ১৮ জনই (৭৮ দশমিক শতাংশ) করোনার টিকার কোনো ডোজই গ্রহণ করেননি।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার পাঁচ জনে। একই সময়ে নতুন করে আরও ২৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।

এর আগে রোববার (ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯৭ জনের দেহে।